ETV Bharat / sitara

হাসপাতালে ভরতি অঙ্কিতার বাবা - অঙ্কিতা লোখান্ডের খবর

অসুস্থ অঙ্কিতা লোখান্ডের বাবা শশীকান্ত লোখান্ডে । হাসপাতালে ভরতি রয়েছেন তিনি ।

ankita lokhande father sick
ankita lokhande father sick
author img

By

Published : Sep 18, 2020, 9:49 AM IST

মুম্বই : অঙ্কিতা লোখান্ডের বাবা শশীকান্ত লোখান্ডে হাসপাতালে ভরতি । সোশাল মিডিয়ায় নিজেই এই কথা শেয়ার করেছেন অভিনেত্রী ।

বাবা দ্রুত আরোগ্য কামনা করে নিজের ইনস্টাস্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন অঙ্কিতা । তাঁর বাবা হাসপাতালের বেডে আধশোয়া হয়ে রয়েছেন । ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "গেট ওয়েল সুন পা" ।

তবে বাবা অসুখের কারণ কী সেটা পরিষ্কার করেননি অঙ্কিতা । দেখে নিন পোস্ট...

ankita lokhande father sick
অঙ্কিতার পোস্ট

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নতুন করে লাইমলাইটে এসেছেন অঙ্কিতা । দীর্ঘ সাত বছর ধরে সুশান্তের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি । তারপর ব্রেকআপ হয় যায় দু'জনের ।

সুশান্তের পরবর্তী গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর দিকে আঙুল তুলেছেন অঙ্কিতা । নিজের প্রেমিককে কী ভাবে ড্রাগ দিতেন রিয়া ? প্রশ্ন তুলেছেন অভিনেত্রী ।

ankita lokhande father sick
কঙ্গনার সঙ্গে..

এদিকে কঙ্গনা রানাওয়াত সুশান্তকে জাস্টিস পাইয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছেন । সহকর্মী কঙ্গনার এই উদ্য়োগকে সমর্থন জানিয়েছেন অঙ্কিতা ।

মুম্বই : অঙ্কিতা লোখান্ডের বাবা শশীকান্ত লোখান্ডে হাসপাতালে ভরতি । সোশাল মিডিয়ায় নিজেই এই কথা শেয়ার করেছেন অভিনেত্রী ।

বাবা দ্রুত আরোগ্য কামনা করে নিজের ইনস্টাস্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন অঙ্কিতা । তাঁর বাবা হাসপাতালের বেডে আধশোয়া হয়ে রয়েছেন । ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "গেট ওয়েল সুন পা" ।

তবে বাবা অসুখের কারণ কী সেটা পরিষ্কার করেননি অঙ্কিতা । দেখে নিন পোস্ট...

ankita lokhande father sick
অঙ্কিতার পোস্ট

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নতুন করে লাইমলাইটে এসেছেন অঙ্কিতা । দীর্ঘ সাত বছর ধরে সুশান্তের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি । তারপর ব্রেকআপ হয় যায় দু'জনের ।

সুশান্তের পরবর্তী গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর দিকে আঙুল তুলেছেন অঙ্কিতা । নিজের প্রেমিককে কী ভাবে ড্রাগ দিতেন রিয়া ? প্রশ্ন তুলেছেন অভিনেত্রী ।

ankita lokhande father sick
কঙ্গনার সঙ্গে..

এদিকে কঙ্গনা রানাওয়াত সুশান্তকে জাস্টিস পাইয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছেন । সহকর্মী কঙ্গনার এই উদ্য়োগকে সমর্থন জানিয়েছেন অঙ্কিতা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.