ETV Bharat / sitara

সুশান্তের বাড়িতে প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা - অঙ্কিতা লোখান্ডের খবর

সুশান্ত সিং রাজপুতের বাড়িতে তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে ।

Ankita lokhande visited sushant singh rajput's family
Ankita lokhande visited sushant singh rajput's family
author img

By

Published : Jun 16, 2020, 8:36 PM IST

মুম্বই : অবশেষে দেখা পাওয়া গেল অঙ্কিতা লোখান্ডের । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই অঙ্কিতার অনুপস্থিতি নজর কেড়েছিল মিডিয়ার । না তো তিনি সোশাল মিডিয়ায় কিছু পোস্ট করেছেন, না তাঁকে দেখা গেছে কোনও জনসমাগমে ।

সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে এলেন অঙ্কিতা । পরনে সাদা পোশাক, মুখে মাস্ক, উশকোখুশকো চুল । হাঁটতে হাঁটতে একটু যেন টলেও গেলেন অভিনেত্রী । কাঁধ চেপে ধরলেন পাশের জন । রিপোর্টারদের কোনও বাইট না দিয়ে হাতজোড় করে বেরিয়ে গেলেন অভিনেত্রী ।

শোনা গেছে যে, সুশান্তের মৃত্যুর পর অঙ্কিতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নাকি বিস্ময়ে 'হোয়াট' বলে ওঠেন । তারপর চুপ করে যান । সেই থেকে আর কোনও ট্রেস পাওয়া যায়নি অভিনেত্রীর । তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর যে, খবরটা শোনার পর থেকে খুবই ভেঙে পড়েছেন অঙ্কিতা ।

2009 সালে 'পবিত্র রিশতা' ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় প্রেম জমাট বাঁধে অঙ্কিতা-সুশান্তের । সেই সময় অনেক হেডলাইন তৈরি করেছিলেন এই দুই উঠতি তারকা । তারপর কী যে হল..2016 সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের মধ্যে ।

মুম্বই : অবশেষে দেখা পাওয়া গেল অঙ্কিতা লোখান্ডের । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই অঙ্কিতার অনুপস্থিতি নজর কেড়েছিল মিডিয়ার । না তো তিনি সোশাল মিডিয়ায় কিছু পোস্ট করেছেন, না তাঁকে দেখা গেছে কোনও জনসমাগমে ।

সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে এলেন অঙ্কিতা । পরনে সাদা পোশাক, মুখে মাস্ক, উশকোখুশকো চুল । হাঁটতে হাঁটতে একটু যেন টলেও গেলেন অভিনেত্রী । কাঁধ চেপে ধরলেন পাশের জন । রিপোর্টারদের কোনও বাইট না দিয়ে হাতজোড় করে বেরিয়ে গেলেন অভিনেত্রী ।

শোনা গেছে যে, সুশান্তের মৃত্যুর পর অঙ্কিতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নাকি বিস্ময়ে 'হোয়াট' বলে ওঠেন । তারপর চুপ করে যান । সেই থেকে আর কোনও ট্রেস পাওয়া যায়নি অভিনেত্রীর । তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর যে, খবরটা শোনার পর থেকে খুবই ভেঙে পড়েছেন অঙ্কিতা ।

2009 সালে 'পবিত্র রিশতা' ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় প্রেম জমাট বাঁধে অঙ্কিতা-সুশান্তের । সেই সময় অনেক হেডলাইন তৈরি করেছিলেন এই দুই উঠতি তারকা । তারপর কী যে হল..2016 সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের মধ্যে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.