ETV Bharat / sitara

খুশির সন্ধানে অঙ্কিতা, ঘরে এল জমজ - অঙ্কিতা লোখান্ডের খুশি

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অঙ্কিতার জীবন বিষন্নতায় ঢেকেছে । তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না যে, সুশান্ত ডিপ্রেশনে ছিলেন বা তিনি আত্মহত্যা করতে পারেন । আর এরই মধ্যে অঙ্কিতা খুঁজে পেলেন একটু আনন্দ, সৃষ্টি হল নতুন প্রাণের ।

Ankita lokhande finds happiness
Ankita lokhande finds happiness
author img

By

Published : Aug 11, 2020, 10:10 AM IST

মুম্বই : সুশান্তের মৃত্যুর প্রায় দু'মাস পর এই প্রথম হাসি মুখে দেখা গেল অঙ্কিতা লোখান্ডেকে । কোলে দুই সদ্যোজাতকে নিয়ে ছবি শেয়ার করলেন অঙ্কিতা । কে এই দুই সদ্যোজাত ? প্রশ্নে উত্তাল সোশাল মিডিয়া ।

কালো পোশাক পরে, হালকা লিপস্টিক আর আই-লাইনারে বেশ ফ্রেশ লাগছিল অঙ্কিতাকে, অনেক দিন পর । নতুন প্রাণের আগমনে মুখে হাসি ফুটে উঠেছে অভিনেত্রীর ।

অঙ্কিতা লিখেছেন, "আমার পরিবার খুশিতে নেচে উঠল..নতুন জীবনের সূত্রপাত হল । এই দুই জমজকে নিয়ে আমাদের গণ্ডিটা যেন আরও সমৃদ্ধ হল । ওয়েলকাম আবির আর আবিরা ।"

সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই ছবি । দেখে নিন...

গত 14 জুন সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর একেবারে ভেঙে পড়েন অঙ্কিতা । তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে বান্দ্রার ফ্ল্যাটে ছুটে যান অভিনেত্রী, ভেঙে পড়েন কান্নায় । সুশান্তের সঙ্গে তাঁর দীর্ঘ সাত বছরের সম্পর্ক ছিল ।

মুম্বই : সুশান্তের মৃত্যুর প্রায় দু'মাস পর এই প্রথম হাসি মুখে দেখা গেল অঙ্কিতা লোখান্ডেকে । কোলে দুই সদ্যোজাতকে নিয়ে ছবি শেয়ার করলেন অঙ্কিতা । কে এই দুই সদ্যোজাত ? প্রশ্নে উত্তাল সোশাল মিডিয়া ।

কালো পোশাক পরে, হালকা লিপস্টিক আর আই-লাইনারে বেশ ফ্রেশ লাগছিল অঙ্কিতাকে, অনেক দিন পর । নতুন প্রাণের আগমনে মুখে হাসি ফুটে উঠেছে অভিনেত্রীর ।

অঙ্কিতা লিখেছেন, "আমার পরিবার খুশিতে নেচে উঠল..নতুন জীবনের সূত্রপাত হল । এই দুই জমজকে নিয়ে আমাদের গণ্ডিটা যেন আরও সমৃদ্ধ হল । ওয়েলকাম আবির আর আবিরা ।"

সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই ছবি । দেখে নিন...

গত 14 জুন সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর একেবারে ভেঙে পড়েন অঙ্কিতা । তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে বান্দ্রার ফ্ল্যাটে ছুটে যান অভিনেত্রী, ভেঙে পড়েন কান্নায় । সুশান্তের সঙ্গে তাঁর দীর্ঘ সাত বছরের সম্পর্ক ছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.