ETV Bharat / sitara

"হয়তো আর কোনওদিন এতটা সময় পাব না", লকডাউনে ভাবুক অনিল - অনিল কাপুরের খবর

লকডাউনকে বন্দীদশা হিসেবে মানতে নারাজ অনিল কাপুর । বরং এই সময়কে কাজে লাগিয়ে এমন অনেক কিছু করা যায়, যেগুলো সময়ের অভাবে হয়নি এতদিন, মত অনিলের ।

anil kapoor motivational post
anil kapoor motivational post
author img

By

Published : Apr 26, 2020, 1:46 PM IST

মুম্বই : বলিউডের চিরযুবক অনিল কাপুর । তাঁকে দেখে বয়সের আন্দাজ করা যায় না । আর এই লকডাউনে অনিল হয়ে উঠলেন আরও কঠিন, আরও মজবুত । তাঁর পেশি দেখে যে কেউ অনুপ্রাণিত হবে শরীরচর্চা করতে ।

অনিল লিখেছেন, "আমি নিজেকে শো-অফ করার জন্য় এই পোস্টটা করিনি । কিছু পরামর্শ দিতে করেছি । বডি বিল্ডিংয়ের কথা উঠলে আমি বলব, পুরোটাই নিজের উপর নির্ভর করছে ।"

নিজেকে অনেকদিন ধরে অনিল প্রমিস করে আসছেন যে, এরকম বডি বিল্ড করবেন । তবে সময়ের অভাবে আর ফিল্মের প্রয়োজন মেটাতে গিয়ে সেটা আর হয়ে উঠছে না । তাই এই লকডাউনের সময়টাকে পুরোপুরি কাজে লাগিয়েছেন অনিল ও তাঁর ট্রেনার মার্ক ।

anil kapoor motivational post
শক্তি-ম্যান

সাপলিমেন্ট খেয়েছেন ? প্রচুর খরচ হয়েছে ? এইসব প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিলেন অনিল । বললেন এইসব কিছুই হয়নি । শুধুমাত্র 6 বছর ধরে নিয়ম করে শরীরচর্চার ফল দেখা গেছে এখন । কেউ চেষ্টা করলে সহজেই তৈরি করতে পারেন এমন পেশি ।

শুধু বডি বিল্ডিং নয়, এই লকডাউনের অবসরটাকে সেই সমস্ত কাজে ব্যবহার করতে বলেছেন অনিল, যেগুলো সময়ের অভাবে করা হয় না । "হয়তো আর কোনওদিন এতটা সময় পাব না", মত অভিনেতার...

মুম্বই : বলিউডের চিরযুবক অনিল কাপুর । তাঁকে দেখে বয়সের আন্দাজ করা যায় না । আর এই লকডাউনে অনিল হয়ে উঠলেন আরও কঠিন, আরও মজবুত । তাঁর পেশি দেখে যে কেউ অনুপ্রাণিত হবে শরীরচর্চা করতে ।

অনিল লিখেছেন, "আমি নিজেকে শো-অফ করার জন্য় এই পোস্টটা করিনি । কিছু পরামর্শ দিতে করেছি । বডি বিল্ডিংয়ের কথা উঠলে আমি বলব, পুরোটাই নিজের উপর নির্ভর করছে ।"

নিজেকে অনেকদিন ধরে অনিল প্রমিস করে আসছেন যে, এরকম বডি বিল্ড করবেন । তবে সময়ের অভাবে আর ফিল্মের প্রয়োজন মেটাতে গিয়ে সেটা আর হয়ে উঠছে না । তাই এই লকডাউনের সময়টাকে পুরোপুরি কাজে লাগিয়েছেন অনিল ও তাঁর ট্রেনার মার্ক ।

anil kapoor motivational post
শক্তি-ম্যান

সাপলিমেন্ট খেয়েছেন ? প্রচুর খরচ হয়েছে ? এইসব প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিলেন অনিল । বললেন এইসব কিছুই হয়নি । শুধুমাত্র 6 বছর ধরে নিয়ম করে শরীরচর্চার ফল দেখা গেছে এখন । কেউ চেষ্টা করলে সহজেই তৈরি করতে পারেন এমন পেশি ।

শুধু বডি বিল্ডিং নয়, এই লকডাউনের অবসরটাকে সেই সমস্ত কাজে ব্যবহার করতে বলেছেন অনিল, যেগুলো সময়ের অভাবে করা হয় না । "হয়তো আর কোনওদিন এতটা সময় পাব না", মত অভিনেতার...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.