ETV Bharat / sitara

ক্যারিয়ারে ইরফানের দ্বিতীয় ইনিংস, ঝড় তুললেন 'আংরেজ়ি মিডিয়াম'-এ

মুক্তি পেল 'আংরেজ়ি মিডিয়াম'-এর ট্রেলার । ফের একবার মুগ্ধ করলেন ইরফান খান । তবে তিনি একা নন, রাধিকা মদন, দীপক দোব্রিয়াল, করিনা কাপুরও ছোট্ট এই ট্রেলারে জাত বুঝিয়ে দিলেন নিজেদের ।

Irrfan Khan in Angrezi Medium
Irrfan Khan in Angrezi Medium
author img

By

Published : Feb 13, 2020, 1:26 PM IST

মুম্বই : ক্যানসার ধরা পরার পর 'আংরেজ়ি মিডিয়াম'-এর মাধ্যমেই বলিউডে কামব্যাক করতে চলেছেন ইরফান খান । সম্পূর্ণ সুস্থ না হওয়া সত্ত্বেও এই ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন তিনি । শুটিং করতে করতে অসুস্থও হয়ে পড়েছিলেন । তবে ছবির ট্রেলার দেখে একবারের জন্য সেসব মনে হবে না । শারীরিক অসুস্থতাকে জয় করে অভিনয়ে ঝড় তুললেন ইরফান ।

Irrfan Khan in Angrezi Medium
ছবির দৃশ্য..

ইরফানের মেয়ের চরিত্রে এখানে অভিনয় করছেন রাধিকা মদন । বাবা-মেয়ের জুটিতে বেশ মানিয়েছে তাঁদের । ছবির আরও এক আকর্ষণ হলেন দীপক দোব্রিয়াল । 'হিন্দি মিডিয়াম'-এ অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি, আর তখন থেকেই এই ফ্র্যাঞ্চাইজ়ির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন দীপক । 'আংরেজ়ি মিডিয়াম'-এ তাঁর স্ক্রিন প্রেজ়েন্স চুম্বকের মতো আটকে রাখবে দর্শককে ।

Irrfan Khan in Angrezi Medium
ছবির দৃশ্য..

করিনা কাপুর এখানে একজন কঠিন হৃদয় পুলিশের চরিত্রে অভিনয় করেছেন । নিজের লুকে, অভিব্যক্তিতে তিনি ফুটিয়ে তুলেছেন তাঁর চরিত্রকে । এছাড়াও রয়েছেন ডিম্পল কপাড়িয়া, পঙ্কজ ত্রিপাঠী, রণবীর সোড়ের মতো অভিনেতারা ।

মিডিয়াম যা-ই হোক না কেন, ভালোবাসার ভাষা একটাই, মন দিয়ে শুনলে তা অনুভব করা যায়..ছবির বক্তব্য এমনই । ওঠাপড়ার মধ্যে দিয়ে এক কিশোরীর স্বপ্নপূরণের গল্প বলবে 'আংরেজ়ি মিডিয়াম' । দেখে নিন ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : ক্যানসার ধরা পরার পর 'আংরেজ়ি মিডিয়াম'-এর মাধ্যমেই বলিউডে কামব্যাক করতে চলেছেন ইরফান খান । সম্পূর্ণ সুস্থ না হওয়া সত্ত্বেও এই ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন তিনি । শুটিং করতে করতে অসুস্থও হয়ে পড়েছিলেন । তবে ছবির ট্রেলার দেখে একবারের জন্য সেসব মনে হবে না । শারীরিক অসুস্থতাকে জয় করে অভিনয়ে ঝড় তুললেন ইরফান ।

Irrfan Khan in Angrezi Medium
ছবির দৃশ্য..

ইরফানের মেয়ের চরিত্রে এখানে অভিনয় করছেন রাধিকা মদন । বাবা-মেয়ের জুটিতে বেশ মানিয়েছে তাঁদের । ছবির আরও এক আকর্ষণ হলেন দীপক দোব্রিয়াল । 'হিন্দি মিডিয়াম'-এ অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি, আর তখন থেকেই এই ফ্র্যাঞ্চাইজ়ির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন দীপক । 'আংরেজ়ি মিডিয়াম'-এ তাঁর স্ক্রিন প্রেজ়েন্স চুম্বকের মতো আটকে রাখবে দর্শককে ।

Irrfan Khan in Angrezi Medium
ছবির দৃশ্য..

করিনা কাপুর এখানে একজন কঠিন হৃদয় পুলিশের চরিত্রে অভিনয় করেছেন । নিজের লুকে, অভিব্যক্তিতে তিনি ফুটিয়ে তুলেছেন তাঁর চরিত্রকে । এছাড়াও রয়েছেন ডিম্পল কপাড়িয়া, পঙ্কজ ত্রিপাঠী, রণবীর সোড়ের মতো অভিনেতারা ।

মিডিয়াম যা-ই হোক না কেন, ভালোবাসার ভাষা একটাই, মন দিয়ে শুনলে তা অনুভব করা যায়..ছবির বক্তব্য এমনই । ওঠাপড়ার মধ্যে দিয়ে এক কিশোরীর স্বপ্নপূরণের গল্প বলবে 'আংরেজ়ি মিডিয়াম' । দেখে নিন ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.