মুম্বই : 'স্টুডেন্ট অফ দা ইয়ার' ছবি দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি । আর এখন 'পতি পত্নি অউর উয়ো' ছবিতে অভিনয় করছেন । গতকাল 21-এ পা দিয়েছেন অনন্যা পান্ডে । আর বলিউডের এই সদস্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পাপারাৎজ়িরাও । পাপারাৎজ়িদের সঙ্গে ছবি তুলেছেন । কেটেছেন কেকও । এমনকী, একে অপরকে কেক খাইয়েও দিয়েছেন ।
গতকাল তাঁর বাড়ির সামনে কেক নিয়ে উপস্থিত হয়েছিলেন পাপারাৎজ়িরা । তাঁদের সব অনুরোধ গতকাল মেনে নেন অনন্যা । এমনকী জন্মদিনটি ঠিক কেমন ভাবে কাটাবেন বলে ঠিক করেছেন সেই কথাও তাঁদের সঙ্গে শেয়ার করে নেন ।
ছোটো থেকেই অনন্যার জন্মদিনের পার্টির কোনও না কোনও একটা থিম থাকত । সব সময়ই তাঁর পরিবারের সদস্যরা তাঁকে আনন্দে রাখার চেষ্টা করতেন । 29 তারিখ রাত থেকেই তিনি জন্মদিন পালন করতে শুরু করে দিয়েছেন । 'নাচ বলিয়ে'র শুটিং ফ্লোরেই জন্মদিন পালন করেন । সেখানে গোবিন্দা ও রবিনা ট্যান্ডন তাঁকে কেক খাওয়ান । যা অনন্যার কাছে খুব বড় বিষয় বলে জানিয়েছেন। আরও জানান এটাই নাকি তাঁর প্রথম 'ওয়ার্কিং বার্থ'ডে' । আর সেই কারণেই এই জন্মদিনটি তাঁর কাছে খুব স্পেশাল । ছোটো থেকেই অভিভাবকরা কীভাবে তাঁর জন্মদিনগুলিকে স্পেশাল করে তুলতেন সে কথাও শেয়ার করেছেন অনন্যা ।
আর এই বিশেষ দিনে সর্ব প্রথম তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন কার্তিক আরিয়ান । এছাড়াও আরও অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন । পাশাপাশি শাহরুখ কন্যা সুহানা তাঁর কতটা প্রিয় বন্ধু সেকথাও পাপারাৎজ়িদের জানিয়েছেন অনন্যা ।