ETV Bharat / sitara

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভ পুরস্কার পাচ্ছেন 'বিগ-বি - অমিতাভ বচ্চনের খবর

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভ পুরস্কারটি পাচ্ছেন বলিউডের 'শাহেন শাহ' অমিতাভ বচ্চন ৷ পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে 19 মার্চ ৷

অমিতাভ বচ্চন,ছবি সৌজন্য সোশাল মিডিয়া
অমিতাভ বচ্চন,ছবি সৌজন্য সোশাল মিডিয়া
author img

By

Published : Mar 10, 2021, 5:08 PM IST

মুম্বই,10 মার্চ : ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এই বছরটি বিশেষ গুরুত্বপূর্ণ ৷ এই প্রথমবার কোন ভারতীয় অভিনেতাকে প্রদান করা হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভ পুরস্কার ৷ বলিউডের বিগ-বি কে সন্মাণিত করা হচ্ছে এই পুরস্কারের মাধ্যমে ৷ এই 19 মার্চ অনুষ্ঠিত হতে চলেছে পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি ৷

অমিতাভ বচ্চন ,ছবি সৌজন্য সোশাল মিডিয়া
অমিতাভ বচ্চন ,ছবি সৌজন্য সোশাল মিডিয়া

এই 19 মার্চ অনুষ্ঠিত হতে চলেছে পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি ৷ অতিমারির কারণে অনুষ্ঠানটি ভার্চুয়ালই সম্পন্ন করা হবে ৷

এই বছর পুরস্কার বিতরণের অনুষ্ঠানটি 20 তম বর্ষে পদার্পণ করেছে ৷ এর আগেও এই পুরস্কারে পুরস্কৃত হয়েছেন বহু কিংবদন্তী ফিল্ম জগতের তারকারা ৷ যেমন, খ্রিস্টফার নোলান, জঁ লুক গদার সহ অনেকেই ৷ এখন সেখানে নিজের জায়গা করে নিলেন বিগ-বি ৷

2015 সাল থেকেই অভিনেতা অমিতাভ বচ্চন বিশ্ব-সিনেমার ঐতিহ্য সংরক্ষণের কাজ শুরু করেন ৷ মাত্র 6 বছরের মাথাতেই এত বড় প্রাপ্তিতে খুশি বিগ-বি ৷ তিনি জানান,' আমি খুবই সন্মানিত বোধ করছি এই পুরস্কারটি অর্জন করে ৷ এবং যে কারণে আমাকে পুরস্কারটি দেওয়া হচ্ছে, সে কাজের জন্য আমি বদ্ধপরিকর....'

বর্তমানে এই অভিনেতাকে আবার দেখা যেতে চলেছে 'ব্রহ্মাস্ত্র' ও 'চেহরে' ছবি গুলিতেও ৷ সব মিলিয়ে বেশ ব্যস্তই এই অভিনেতার সিডিউল ৷

মুম্বই,10 মার্চ : ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এই বছরটি বিশেষ গুরুত্বপূর্ণ ৷ এই প্রথমবার কোন ভারতীয় অভিনেতাকে প্রদান করা হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভ পুরস্কার ৷ বলিউডের বিগ-বি কে সন্মাণিত করা হচ্ছে এই পুরস্কারের মাধ্যমে ৷ এই 19 মার্চ অনুষ্ঠিত হতে চলেছে পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি ৷

অমিতাভ বচ্চন ,ছবি সৌজন্য সোশাল মিডিয়া
অমিতাভ বচ্চন ,ছবি সৌজন্য সোশাল মিডিয়া

এই 19 মার্চ অনুষ্ঠিত হতে চলেছে পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি ৷ অতিমারির কারণে অনুষ্ঠানটি ভার্চুয়ালই সম্পন্ন করা হবে ৷

এই বছর পুরস্কার বিতরণের অনুষ্ঠানটি 20 তম বর্ষে পদার্পণ করেছে ৷ এর আগেও এই পুরস্কারে পুরস্কৃত হয়েছেন বহু কিংবদন্তী ফিল্ম জগতের তারকারা ৷ যেমন, খ্রিস্টফার নোলান, জঁ লুক গদার সহ অনেকেই ৷ এখন সেখানে নিজের জায়গা করে নিলেন বিগ-বি ৷

2015 সাল থেকেই অভিনেতা অমিতাভ বচ্চন বিশ্ব-সিনেমার ঐতিহ্য সংরক্ষণের কাজ শুরু করেন ৷ মাত্র 6 বছরের মাথাতেই এত বড় প্রাপ্তিতে খুশি বিগ-বি ৷ তিনি জানান,' আমি খুবই সন্মানিত বোধ করছি এই পুরস্কারটি অর্জন করে ৷ এবং যে কারণে আমাকে পুরস্কারটি দেওয়া হচ্ছে, সে কাজের জন্য আমি বদ্ধপরিকর....'

বর্তমানে এই অভিনেতাকে আবার দেখা যেতে চলেছে 'ব্রহ্মাস্ত্র' ও 'চেহরে' ছবি গুলিতেও ৷ সব মিলিয়ে বেশ ব্যস্তই এই অভিনেতার সিডিউল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.