ETV Bharat / sitara

প্রার্থনার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে টুইট অমিতাভের - অমিতাভ বচ্চন

অমিতাভের সুস্থতা কামনা করে পুজোর আয়োজন করা হয় দেশের বিভিন্ন জায়গায় । এর জন্য টুইট করে সবাইকে ধন্যবাদ জানান বিগ বি ।

ে্ি
্েি
author img

By

Published : Jul 13, 2020, 8:24 AM IST

মুম্বই : কোরোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন, অভিষেক, ঐশ্বরিয়া রাই ও আরাধ্যা । এই খবর প্রকাশ্যে আসার পরই তাঁদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা । তাঁদের সুস্থতা কামনা করে পুজোর আয়োজন করা হয় দেশের বিভিন্ন জায়গায় । পাশাপাশি সুস্থতা কামনা করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন একাধিক তারকাও । এর জন্য সবাইকে ধন্যবাদ জানান অমিতাভ ।

সম্প্রতি একটি টুইট করেন বিগ বি । লেখেন, "অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যা ও আমার জন্য যাঁরা চিন্তিত এবং আমাদের জন্য প্রার্থনা করছেন তাঁদের সবাইকে আলাদা করে প্রতিক্রিয়া জানানো সম্ভব নয়...তাই হাতজোড় করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি..."।

  • T 3592 - It shall not be possible for me to acknowledge and respond to all the prayers and wishes expressed by them that have shown concern towards Abhishek, Aishwarya, Aaradhya and me ..
    I put my hands together and say ..🙏
    Thank you for your eternal love and affection ..

    — Amitabh Bachchan (@SrBachchan) July 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি আরও একটি টুইট করেন তিনি । লেখেন, "যাঁরা অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যা ও আমার জন্য প্রার্থনা করেছেন...তাঁদের কাছে আমি কৃতজ্ঞ ।"

  • T 3591 - ... to them that have expressed their concern, their prayers and their wishes for Abhishek Aishwarya Aaradhya and me .. my unending gratitude and love ..❤️

    वो सब जिन्होंने अपनी प्रार्थनाएँ अभिषेक, ऐश्वर्या आराध्या और मुझे , व्यक्त की हैं , मेरा हृदय पूर्वक आभार 🌹

    — Amitabh Bachchan (@SrBachchan) July 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবার টুইট করে নিজের কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান অমিতাভ । তার কিছুক্ষণ পর ছেলে অভিষেকও টুইট করে কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান ৷ মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি করা হয় তাঁদের । গতকালই তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয় । এরপর দুপুরের দিকে পজ়িটিভ আসে ঐশ্বরিয়া ও আরাধ্যার সোয়াব পরীক্ষার রিপোর্ট । জয়া বচ্চনের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা যায় । রিপোর্ট পজ়িটিভ এলেও হাসপাতালে ভরতি হননি আরাধ্যা ও ঐশ্বরিয়া । বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তাঁরা ।

এরই মধ্যে গতকাল সকালের দিকেই জুহুতে বিগ বির বাংলো জলসা, জনক ও প্রতীক্ষা স্যানিটাইজ় করতে সেখানে পৌঁছে যায় বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের (BMC) কর্মীরা । BMC-র তরফে বাংলোটিকে সিল করার পাশাপাশি ওই এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবেও ঘোষণা করা হয়েছে ।

মুম্বই : কোরোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন, অভিষেক, ঐশ্বরিয়া রাই ও আরাধ্যা । এই খবর প্রকাশ্যে আসার পরই তাঁদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা । তাঁদের সুস্থতা কামনা করে পুজোর আয়োজন করা হয় দেশের বিভিন্ন জায়গায় । পাশাপাশি সুস্থতা কামনা করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন একাধিক তারকাও । এর জন্য সবাইকে ধন্যবাদ জানান অমিতাভ ।

সম্প্রতি একটি টুইট করেন বিগ বি । লেখেন, "অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যা ও আমার জন্য যাঁরা চিন্তিত এবং আমাদের জন্য প্রার্থনা করছেন তাঁদের সবাইকে আলাদা করে প্রতিক্রিয়া জানানো সম্ভব নয়...তাই হাতজোড় করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি..."।

  • T 3592 - It shall not be possible for me to acknowledge and respond to all the prayers and wishes expressed by them that have shown concern towards Abhishek, Aishwarya, Aaradhya and me ..
    I put my hands together and say ..🙏
    Thank you for your eternal love and affection ..

    — Amitabh Bachchan (@SrBachchan) July 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি আরও একটি টুইট করেন তিনি । লেখেন, "যাঁরা অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যা ও আমার জন্য প্রার্থনা করেছেন...তাঁদের কাছে আমি কৃতজ্ঞ ।"

  • T 3591 - ... to them that have expressed their concern, their prayers and their wishes for Abhishek Aishwarya Aaradhya and me .. my unending gratitude and love ..❤️

    वो सब जिन्होंने अपनी प्रार्थनाएँ अभिषेक, ऐश्वर्या आराध्या और मुझे , व्यक्त की हैं , मेरा हृदय पूर्वक आभार 🌹

    — Amitabh Bachchan (@SrBachchan) July 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবার টুইট করে নিজের কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান অমিতাভ । তার কিছুক্ষণ পর ছেলে অভিষেকও টুইট করে কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান ৷ মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি করা হয় তাঁদের । গতকালই তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয় । এরপর দুপুরের দিকে পজ়িটিভ আসে ঐশ্বরিয়া ও আরাধ্যার সোয়াব পরীক্ষার রিপোর্ট । জয়া বচ্চনের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা যায় । রিপোর্ট পজ়িটিভ এলেও হাসপাতালে ভরতি হননি আরাধ্যা ও ঐশ্বরিয়া । বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তাঁরা ।

এরই মধ্যে গতকাল সকালের দিকেই জুহুতে বিগ বির বাংলো জলসা, জনক ও প্রতীক্ষা স্যানিটাইজ় করতে সেখানে পৌঁছে যায় বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের (BMC) কর্মীরা । BMC-র তরফে বাংলোটিকে সিল করার পাশাপাশি ওই এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবেও ঘোষণা করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.