মুম্বই : ইন্ডাস্ট্রিতে 51টা বছর কাটিয়ে ফেলেছেন অমিতাভ বচ্চন । আর এতগুলো বছরে অভিনয় দক্ষতার জেরে একটু একটু করে দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি । তাঁর অনুরাগীদের তালিকায় রয়েছেন আট থেকে আশি সব ধরনের মানুষ । আর 51 বছর পূর্ণ করা উপলক্ষ্যে বিগ বিকে সম্প্রতি একটি উপহার দেন তাঁর এক অনুরাগী । সেই উপহার সোশাল মিডিয়ায় শেয়ার করেন তিনি ।
সম্প্রতি 'কউন বনেগা ক্রোড়পতি' সিজ়ন 12-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অমিতাভ । ইন্ডাস্ট্রিতে 51 বছর পূর্ণ করার জন্য সেই অনুষ্ঠানের মঞ্চেই তাঁকে একটি উপহার দেন এক অনুরাগী । সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন বিগ বি ।
ছবিতে দেখা গিয়েছে হাতজোড় করে 'কউন বনেগা ক্রোড়পতি'-র সেটে দাঁড়িয়ে রয়েছেন অমিতাভ । আর তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছেন ওই অনুরাগী । তাঁদের মাঝে মাটির উপর রাখা বিগ বির একটি ছবি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এই ছবির ক্যাপশনে অমিতাভ লেখেন, "...না...এটা কোনও আঁকা ছবি নয়...এটা রঙ্গোলি, ইন্ডাস্ট্রিতে আমার 51 বছর পূর্ণ করা উপলক্ষ্যে যেটা ইনি তৈরি করেছেন...দয়া করে ছবির নিচে লেখা তারিখটা দেখুন 7 নভেম্বর, 1969 । 'সাত হিন্দুস্তানি'...আমার প্রথম ছবি মুক্তি পেয়েছিল !! 7 নভেম্বর 2020-তে আমাকে এই উপহার দিয়েছিলেন তিনি ।"
অমিতাভের প্রথম ছবি 'সাত হিন্দুস্তানি'। সেখানে একাধিক তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল তাঁকে । এই ছবির মাধ্যমেই বলিউডে যাত্রা শুরু করেছিলেন তিনি । তারপর দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে 51টা বছর । এতগুলি বছরে দর্শকদের একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি ।
কাজের দিক থেকে তাঁর শেষ ছবি 'গুলাবো সিতাবো'। সেখানে আয়ুষ্মান খুরানার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল তাঁকে । এছাড়া 'চ্যাহেরে', 'ঝুন্ড' ও অয়ন মুখার্জির 'ব্রহ্মাস্ত্র'-র মতো একাধিক ছবি রয়েছে তাঁর ঝুলিতে । পাশাপাশি দীপিকা পাডুকোন ও প্রভাসের সঙ্গেও একটি ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । তবে ছবির নাম এখনও জানা যায়নি ।