মুম্বই : সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষদের পাশে থেকেছেন অমিতাভ বচ্চন । যত বড় তারকাই হয়ে যান না কেন, পরের সাহায্য করা তাঁর স্বভাবের মধ্যে রয়েছে । এবার সমাজের আর এক প্রান্তিক গোষ্ঠী, মেথর-ঝাড়ুদার-ধাঙড়দের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন অমিতাভ ।
এই ধরনের কাজকে "অসাংবিধানিক ও বেআইনি" বলে উল্লেখ করেছেন অমিতাভ । তারপরেও এই কাজ করেন মানুষ, তাদের দিয়ে করানো হয় । অবাক অভিনেতা ।
তিনি লিখেছেন, "আজকের ইভেন্টটা আপনার মনকে নাড়িয়ে দেবে । ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এক অসাংবিধানিক ও বেআইনি কাজ । তারপরেও এই কাজ করেন লোকে, অমানবিক যন্ত্রণার মধ্যে দিয়ে যান ।"
খুব ভুল কথা তো বলেননি অমিতাভ । কত মানুষ এই কাজ করতে গিয়ে ম্যানহোলের মধ্যে প্রাণ হারান । বিষাক্ত গ্যাসে বা মাটির ধসে । এই মানুষগুলোর উন্নয়নে তৈরি যে কোনও উদ্যোগের পাশে থাকবেন অমিতাভ, টুইটে লিখেছেন স্পষ্ট ।
দেখে নিন...
-
T 3689 - .. events of the day move you beyond words .. tonight is one such day .. manual scavenging is an unconstitutional and illegal act .. yet .. it exists and they that work, suffer inhuman existence ..
— Amitabh Bachchan (@SrBachchan) October 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Will join any campaign that works for their benefit .. have pledged !
">T 3689 - .. events of the day move you beyond words .. tonight is one such day .. manual scavenging is an unconstitutional and illegal act .. yet .. it exists and they that work, suffer inhuman existence ..
— Amitabh Bachchan (@SrBachchan) October 13, 2020
Will join any campaign that works for their benefit .. have pledged !T 3689 - .. events of the day move you beyond words .. tonight is one such day .. manual scavenging is an unconstitutional and illegal act .. yet .. it exists and they that work, suffer inhuman existence ..
— Amitabh Bachchan (@SrBachchan) October 13, 2020
Will join any campaign that works for their benefit .. have pledged !