ETV Bharat / sitara

হাসপাতাল থেকে ফিরে ওজন কমল অমিতাভের, কেমন আছেন তিনি? - অমিতাভ বচ্চনের খবর

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এখন কেমন আছেন অমিতাভ? নিজেই জানালেন যে, প্রায় পাঁচ কেজি ওজন কমে গেছে তাঁর।

Amitabh Bachchan looses weight
author img

By

Published : Oct 24, 2019, 4:41 PM IST

মুম্বই : হাসপাতাল থেকে ফিরে পাঁচ কেজি ওজন কমে গেছে অমিতাভের। তবে এই পরিবর্তনে খুবই খুশি বিগ বি।

অমিতাভ নিজের ব্লগে লিখেছেন যে, "ওরা বলছে গত কয়েকদিনে আমার ওজন কমেছে। প্রায় পাঁচ কেজি ওজন কমেছে আমার আর সেটা আমার জন্য দারুণ খবর।"

Amitabh Bachchan looses weight
ফুল অফ এনার্জি

অমিতাভের ওজন কমার খবর শুনে অনেকেই চিন্তা প্রকাশ করেছেন, ভালো আছেন তো উনি? কারণ অনেক সময়ই কোনও অসুস্থতার কারণে কমতে পারে ওজন। আবার অন্যদিকে ওজন কমলে অনেক শারীরিক জটিলতা থেকে মুক্ত হওয়া যায়। তাই অমিতাভের মতে যাঁরা সত্যিই কেয়ার করেন তাঁর, তাঁদের খুশি হওয়ার কথা ওজন কমার এই খবরে।

Amitabh Bachchan looses weight
অমিতাভের ব্লগের অংশ...

কয়েকদিন আগে একটা খবর ছড়িয়েছিল যে, অমিতাভ হাসপাতালে ভরতি। তিনি হাসপাতালে গেছিলেন বটে, কিন্তু ভরতি ছিলেন কিনা সেই বিষয়ে কোনও প্রমাণ পাওয়া যায়নি। বরং শোনা গেছিল শুধুমাত্র চেকআপের জন্য তিনি গেছিলেন হাসপাতাল। তবে বড় বড় তারকাদের নিয়ে এরকম ছোটো ছোটো গুজব খুবই স্বাভাবিক। তাই নয় কি ?

মুম্বই : হাসপাতাল থেকে ফিরে পাঁচ কেজি ওজন কমে গেছে অমিতাভের। তবে এই পরিবর্তনে খুবই খুশি বিগ বি।

অমিতাভ নিজের ব্লগে লিখেছেন যে, "ওরা বলছে গত কয়েকদিনে আমার ওজন কমেছে। প্রায় পাঁচ কেজি ওজন কমেছে আমার আর সেটা আমার জন্য দারুণ খবর।"

Amitabh Bachchan looses weight
ফুল অফ এনার্জি

অমিতাভের ওজন কমার খবর শুনে অনেকেই চিন্তা প্রকাশ করেছেন, ভালো আছেন তো উনি? কারণ অনেক সময়ই কোনও অসুস্থতার কারণে কমতে পারে ওজন। আবার অন্যদিকে ওজন কমলে অনেক শারীরিক জটিলতা থেকে মুক্ত হওয়া যায়। তাই অমিতাভের মতে যাঁরা সত্যিই কেয়ার করেন তাঁর, তাঁদের খুশি হওয়ার কথা ওজন কমার এই খবরে।

Amitabh Bachchan looses weight
অমিতাভের ব্লগের অংশ...

কয়েকদিন আগে একটা খবর ছড়িয়েছিল যে, অমিতাভ হাসপাতালে ভরতি। তিনি হাসপাতালে গেছিলেন বটে, কিন্তু ভরতি ছিলেন কিনা সেই বিষয়ে কোনও প্রমাণ পাওয়া যায়নি। বরং শোনা গেছিল শুধুমাত্র চেকআপের জন্য তিনি গেছিলেন হাসপাতাল। তবে বড় বড় তারকাদের নিয়ে এরকম ছোটো ছোটো গুজব খুবই স্বাভাবিক। তাই নয় কি ?

Intro:তোমার দাদিদের নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক তুষার হিরানান্দনি। ছবিটির নাম 'ষাঁণ্ড কি আঁখ'। ছবিটি প্রযোজনা করেছেন অনুরাগ কাশ্যপ।


Body:সেই তোমার দাদি, যাঁরা ষাট বছর পেরনোর পর একদিন জানতে পারেন, বন্দুকবাজিতে তাঁদের কেউ হারাতে পারে না। সেটি এমন এক খেলা যার সম্পর্কে এখনও এদেশের পুরুষকুলের ধারণা, কেবলমাত্র তাদেরই হাতে মানায় বন্দুক। সংসারে মহিলাদের একমাত্র অস্তিত্ব কেবল বাচ্চা মানুষ করা এবং অক্লান্ত পরিশ্রম করা। কিন্তু এই মিথকেই ভেঙে চুরমার করে দিয়েছিলেন উত্তরপ্রদেশের রিয়েল লাইফ দাদি চন্দ্র তোমার ও তাঁর জা প্রকাশি তোমার। সিনিয়র সিটিজেন হয়ে তাঁরা হঠাৎই জানতে পারেন, বন্দুকবাজিতে তাদের এই বিশেষ প্রতিভা। পরপর প্রতিযোগিতায় মেডেল পেতে শুরু করেন। তাদের দেখে অনুপ্রাণিত হতে শুরু করে অনেকেই। যাঁরা নিত্যদিন হাসাহাসি করত, তাঁরাই বাহবা দিতে শুরু করে দাদিদের। তাঁদের নতুন নাম হয় শুটার দাদি। শুটার দাদিদের রিয়েল লাইফ গল্পকে রিল লাইফে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। চন্দ্র তোমারের চরিত্রে অভিনয় করেছেন ভূমি পেদনেকার। প্রকাশি তোমারের চরিত্রে অভিনয় করেছেন তাপসী পন্নু। ষাটোর্ধ মহিলাদের মেকআপ মানিয়েছে তাঁদের বেশ। সেই সঙ্গে ছবিতে অভিনয় করেছেন প্রকাশ ঝা, পবন চোপড়া, নিখাত খান, বিনীত কুমার সিং, সাধ রন্ধাওয়া। ছবির ইউএসপি ডায়ালগ। বন্দুকবাজিতে স্বর্ণপদক জেতার পর এক সাংবাদিকের সে যখন তোমার দাদিদের জিজ্ঞাসা করে তাঁদের আসল বয়স কী, উত্তরে চন্দ্র তোমার (ভূমি পেদনেকর) বলেছিলেন, মেয়েরা আসল বয়স বলতে দ্বিধাগ্রস্ত নয়। বরঞ্চ জিজ্ঞাসা করা উচিত সারাজীবনে তারা নিজের জন্য ক'বছর বেঁচেছে? ভারতবর্ষের অধিকাংশ নারী তাঁদের সারাজীবন সংসারের দায়িত্ব সামলে, সন্তান মানুষ করে কাটিয়ে দেন। নিজের জন্য কত বছর বাঁচেন? এই ছবি নারীত্বের কথা বলে। সবথেকে বড় কথা ছবিতে সকলেরই গুরুত্বপূর্ণ চরিত্র। যাঁর যতটুকু প্রয়োজন, ততটুকুই দেখানো হয়েছে। অতিরিক্ত মনে হয়নি কোথাও। এই ধরনের ছবি দেখতে দেখতে কখনও দর্শক বোর হবেন না।


Conclusion:ছবিতে রয়েছে নারীশক্তির বার্তা। এদেশের নারীরা যে কারোর চেয়ে কোনও অংশে কম নয়, সেটাই বারবার তুলে ধরা হয়েছে বিভিন্ন সংলাপ, বিভিন্ন দৃশ্যের মাধ্যমে। দিওয়ালির আগে সঠিক ধামাকা 'ষাঁণ্ড কি আঁখ'।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.