মুম্বই : হাসপাতাল থেকে ফিরে পাঁচ কেজি ওজন কমে গেছে অমিতাভের। তবে এই পরিবর্তনে খুবই খুশি বিগ বি।
অমিতাভ নিজের ব্লগে লিখেছেন যে, "ওরা বলছে গত কয়েকদিনে আমার ওজন কমেছে। প্রায় পাঁচ কেজি ওজন কমেছে আমার আর সেটা আমার জন্য দারুণ খবর।"
![Amitabh Bachchan looses weight](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4856046_amitabh-weight-1.jpg)
অমিতাভের ওজন কমার খবর শুনে অনেকেই চিন্তা প্রকাশ করেছেন, ভালো আছেন তো উনি? কারণ অনেক সময়ই কোনও অসুস্থতার কারণে কমতে পারে ওজন। আবার অন্যদিকে ওজন কমলে অনেক শারীরিক জটিলতা থেকে মুক্ত হওয়া যায়। তাই অমিতাভের মতে যাঁরা সত্যিই কেয়ার করেন তাঁর, তাঁদের খুশি হওয়ার কথা ওজন কমার এই খবরে।
কয়েকদিন আগে একটা খবর ছড়িয়েছিল যে, অমিতাভ হাসপাতালে ভরতি। তিনি হাসপাতালে গেছিলেন বটে, কিন্তু ভরতি ছিলেন কিনা সেই বিষয়ে কোনও প্রমাণ পাওয়া যায়নি। বরং শোনা গেছিল শুধুমাত্র চেকআপের জন্য তিনি গেছিলেন হাসপাতাল। তবে বড় বড় তারকাদের নিয়ে এরকম ছোটো ছোটো গুজব খুবই স্বাভাবিক। তাই নয় কি ?