মুম্বই : সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ অমিতাভ বচ্চন । অগণিত অনুরাগী তাঁর । একটু একটু করে টুইটার আর ইনস্টাগ্রামে নিজের ভার্চুয়াল সাম্রাজ্য গড়ে তুলেছেন অমিতাভ । তবে জিতে গেল টুইটার ।
বিগ বি-র টুইটার ফলোয়ার সংখ্যা গিয়ে দাঁড়াল 43 মিলিয়নে । উচ্ছ্বসিত অভিনেতা এই খবর পোস্ট করলেন নিজেই । তবে টুইটারে নয়, ইনস্টাগ্রামে ।
ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অমিতাভ । একটি প্ল্যাটফর্মে বসে অভিনেতা, আত্মবিশ্বাসী মুখে হাসির রেখা । নীল ব্যাকড্রপের উপরে বক্ররেখায় লেখা, "টুইটারে 43 মিলিয়ন.."
দেখে নিন অমিতাভের পোস্ট...
- View this post on Instagram
This is Insta Mr B , be not the Twitter be Millions on the T , have no bearing here, as u can C
">
টুইটারে খুব বেশি অ্যাক্টিভ অমিতাভ । নিজের ছবি বা লেখা শেয়ার করার থেকে বেশি করে তিনি রিটুইট করেন অন্য ইউজ়ারের পোস্ট, লেখেন মজাদার ক্যাপশন । আর তাতেই মজে যান নেটিজেনরা ।
তবে ইনস্টাগ্রামে অমিতাভ অনেক ব্যক্তিগত ছবি পোস্ট করেন । কখনও থ্রোব্যাক কোনও দুর্মূল্য ছবি, তো কখনও একেবারে হাতে গরম কারেন্ট ছবি ।
সম্প্রতি অমিতাভ প্যারিসের একটি ছবি পোস্ট করেছেন । সেখানে রাস্তায় বসে তাঁর মুখাবয়ব আঁকছেন এক শিল্পী । আর পিছনে দাঁড়িয়ে বিগ বি-র পরিবার । দেখে নিন সেই পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">