মুম্বই : শিবা হিসেবে অমিতাভ অনেক খ্যাতি আর সম্মান পেয়েছেন । পাড়ার ক্রিমিনালের চরিত্রে অভিনয় করেন তিনি । অমিতাভের জন্য বেশ ছকভাঙা সেই চরিত্র । তবে মুশকিলটা হয়েছিল যখন এই ছবির জন্য সত্যিকারের বাঘের সঙ্গে লড়াই করতে হয়েছিল তাঁকে ।
হ্যাঁ, এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন বচ্চন । শিবা-র একটি ছবি শেয়ার করেছেন তিনি । বেপরোয়া লুক, উশকো খুশকো চুল আর পিঠে বাঘের ছালের মতো দেখতে একটি জ্যাকেট ।
ছবিটি শেয়ার করে অমিতাভ লিখেছেন, "কস্টিউম ডিপার্টমেন্ট থেকে যখন আমায় এই জ্যাকেটটা দেওয়া হল, তখন আমি একবারও ভাবিনি যে সত্যিকারের বাঘের সঙ্গে লড়াই করতে হবে ।"
"আপনাদের কোনও ধারণা নেই যে একটা বাঘের গায়ে কতটা শক্তি থাকতে পারে । এটা আমার কাছে একটা অগ্নিপরীক্ষা ছিল । কোনওদিন ভুলতে পারব না ।", যোগ করেছেন অমিতাভ ।
দেখে নিন তাঁর পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">