ETV Bharat / sitara

এই অত্যাচার সহ্য করতে পারছেন না অমিতাভ ! - অমিতাভ বচ্চনের খবর

মিষ্টি ছাড়ার পরেও হাতে মিষ্টি নিয়ে অভিনয় করার যন্ত্রণা সহ্য করতে পারছেন না অমিতাভ বচ্চন । দুঃখে ভরা পোস্ট করেছেন সোশাল মিডিয়ায় ।

amitabh bachchan gives up sweet
amitabh bachchan gives up sweet
author img

By

Published : Dec 19, 2020, 11:00 AM IST

মুম্বই : অভিনেতাদের জীবন বড় অদ্ভুত । মনে যা-ই ঘটুক না কেন, তার বিন্দুমাত্র ছাপ পরদায় ফেলতে পারেন না তাঁরা । যে যত সুন্দরভাবে নিজের মনের আসল ভাব লুকোতে পারে, সে তত ভালো অভিনেতা ।

অমিতাভ বচ্চন নিঃসন্দেহে ভালো অভিনেতা । তাই বলে মিষ্টি খাওয়া ছাড়ার পরও মিষ্টি হাতে নিয়ে অভিনয় করা ? না, এতটা অত্যাচার সহ্য করতে পারছেন না তিনি ।

সোশাল মিডিয়ায় একটা মজার পোস্ট করে শনিবারটা শুরু করেছেন অমিতাভ । আপাত দৃষ্টিতে মজার মনে হলেও, তাঁর মনে কী চলছে সেটা তিনিই জানেন ।

এক হাতে রসগোল্লা আর অন্য হাতে গোলাপজাম নিয়ে তার স্বাদ উপভোগ করার এক্সপ্রেশন দিচ্ছেন অমিতাভ । অথচ কোনও মিষ্টিরই একটা টুকরো খেতে পারবেন না তিনি । কারণ, মিষ্টি খাওয়া ছেড়েছেন সদ্য । এই দুঃখ কোথায় রাখেন তিনি ?

দেখে নিন অমিতাভের পোস্ট...

  • T 3757 - जब मीठा खाना छोड़ दिया तब shoot पे , हाथ में पकड़ा दिया rasgulla और gulab jamun और कहा ऐसा expression देना , की अभी अभी खा के बहुत स्वादिष्ट लगा है !!
    इससे बड़ा torture life में नहीं हो सकता .... 😟😟😟😟😟 pic.twitter.com/p2lBn1MdBv

    — Amitabh Bachchan (@SrBachchan) December 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : অভিনেতাদের জীবন বড় অদ্ভুত । মনে যা-ই ঘটুক না কেন, তার বিন্দুমাত্র ছাপ পরদায় ফেলতে পারেন না তাঁরা । যে যত সুন্দরভাবে নিজের মনের আসল ভাব লুকোতে পারে, সে তত ভালো অভিনেতা ।

অমিতাভ বচ্চন নিঃসন্দেহে ভালো অভিনেতা । তাই বলে মিষ্টি খাওয়া ছাড়ার পরও মিষ্টি হাতে নিয়ে অভিনয় করা ? না, এতটা অত্যাচার সহ্য করতে পারছেন না তিনি ।

সোশাল মিডিয়ায় একটা মজার পোস্ট করে শনিবারটা শুরু করেছেন অমিতাভ । আপাত দৃষ্টিতে মজার মনে হলেও, তাঁর মনে কী চলছে সেটা তিনিই জানেন ।

এক হাতে রসগোল্লা আর অন্য হাতে গোলাপজাম নিয়ে তার স্বাদ উপভোগ করার এক্সপ্রেশন দিচ্ছেন অমিতাভ । অথচ কোনও মিষ্টিরই একটা টুকরো খেতে পারবেন না তিনি । কারণ, মিষ্টি খাওয়া ছেড়েছেন সদ্য । এই দুঃখ কোথায় রাখেন তিনি ?

দেখে নিন অমিতাভের পোস্ট...

  • T 3757 - जब मीठा खाना छोड़ दिया तब shoot पे , हाथ में पकड़ा दिया rasgulla और gulab jamun और कहा ऐसा expression देना , की अभी अभी खा के बहुत स्वादिष्ट लगा है !!
    इससे बड़ा torture life में नहीं हो सकता .... 😟😟😟😟😟 pic.twitter.com/p2lBn1MdBv

    — Amitabh Bachchan (@SrBachchan) December 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.