মুম্বই : লকডাউন জারি হওয়ার ফলে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছিলেন একাধিক পরিযায়ী শ্রমিক । রোজগার না থাকায় যথেষ্ট সমস্যায় পড়েন তাঁরা । এই পরিস্থিতিতে তাঁদের সাহায্য করতে এগিয়ে আসেন সোনু সুদ । ট্রেন, বাস ও বিমানের মাধ্যমে একাধিক পরিযায়ী শ্রমিককে বাড়ি পাঠিয়েছেন তিনি । তবে শুধুমাত্র সোনুই নয়, পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন অমিতাভ বচ্চনও ।
অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাজেশ যাদব জানান, মুম্বইতে আটকে রয়েছেন উত্তরপ্রদেশের একাধিক পরিযায়ী শ্রমিক । আর তাঁদের বাড়ি পাঠাতে 6টি বিশেষ বিমানের ব্যবস্থা করেন বিগ বি । ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পৌঁছে গিয়েছে দুটি বিমান । এরপর আজ বেলা সাড়ে 12টার সময় মুম্বই থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে উত্তরপ্রদেশ উড়ে যায় তৃতীয় বিমানও ।
মে থেকেই পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিলেন অমিতাভ । প্রথমে উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য 10টি বাসের ব্যবস্থা করেন তিনি । এর এবার আরও একধাপ এগিয়ে বিমানে করে শ্রমিকদের ঘরে পাঠান বিগ বি । এমনকী, অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য হাজি আলি ট্রাস্ট ও পির মাখদাম সাহেব ট্রাস্টের সঙ্গে হাত মিলিয়ে 4 হাজার 500 প্যাকেট রান্না করা খাবারের ব্যবস্থাও করেছিলেন তিনি ।
এছাড়া হাসপাতাল, থানা, BMC অফিসের কর্মীদের জন্য 20 হাজার PPE কিটের ব্যবস্থাও করেন অমিতাভ বচ্চন ।
কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি হয় লকডাউন । এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজ্যেই আটকে পড়েছিলেন একাধিক পরিযায়ী শ্রমিক । এদিকে ওই পরিস্থিতির মধ্যে কাজ হারিয়ে সমস্যায় পড়েন তাঁরা । ফিরতে পারছিলেন না বাড়িতেও । তারপর দীর্ঘ পথ হেঁটে বাড়ি ফেরার সিদ্ধান্তও নিয়েছিলেন কয়েকজন । কিন্তু, এতটা পথ হাঁটার ফলে বাড়ি পৌঁছানোর আগেই পথে মৃত্যু হয় বহু শ্রমিকের । তাঁদের সেই দুঃখ সহ্য করতে পারছিলেন না সোনু । এরপর বাস, ট্রেন ও বিমানে করে তাঁদের বাড়ি পাঠানোর উদ্যোগ নেন তিনি । আর সোনুর পাশাপাশি এই তালিকায় যুক্ত হয়েছেন অমিতাভ বচ্চনও ।