মুম্বই : আলিয়া ভাটের জন্মদিন কেমন কাটল তা জানতে মুখিয়ে ছিলেন ফ্যানরা । তারপরই সামনে আসে একটি ভিডিয়ো । সেখানে বোন ও বন্ধুদের সঙ্গেই জন্মদিন পালন করতে দেখা গেছে তাঁকে । কিন্তু, তাঁর ধারে কাছে কোথাও রণবীর কাপুরের দেখা পাওয়া যায়নি । এর মাঝে হঠাৎই সামনে আসে একটি ছবি । সেখানে রণবীরের সঙ্গে দেখা গেছে তাঁকে । তাও আবার এদেশে নয় । নিউ ইয়র্কের মাটিতে ।
সম্প্রতি সোশাল মিডিয়ায় ঘুরে বেরাচ্ছে একটি ছবি । সেখানে আলিয়ার গালে চুম্বন করছেন রণবীর । আর ছবিতে ঠিক তাঁদের পিছনে রয়েছেন মালাইকা আরোরা ও অর্জুন কাপুর । মালাইকাকেও চুম্বন করছেন অর্জুন । তবে এই চারজনের মধ্যে কেউই সোশাল মিডিয়ায় আপলোড করেননি ছবিটি । জানা গেছে, সেটিকে শেয়ার করেন আলিয়ার বন্ধু নাতাশা পুনাওয়ালা । তাও আবার আলিয়ার জন্মদিনেই । আসলে সেটি একটি পুরোনো ছবি । একসঙ্গে নিউ ইয়র্ক গিয়েছিলেন তাঁরা । তখনই তোলা হয় ছবিটি । সেটিকেই গতকাল শেয়ার করেন নাতাশা ।
ছবির ক্যাপশনে লেখেন, "বার্থডে গার্ল ! হ্যাপি হ্যাপি বার্থডে আলিয়া ভাট..." যদিও এই ছবি প্রকাশ্যে আসার পরই কানাঘুষো একাধিক খবর শোনা যায় । কেউ বলেন, জন্মদিনে চুপি চুপি রণবীরের সঙ্গে নিউ ইয়র্ক উড়ে গিয়েছিলেন আলিয়া । এরপর সেখানেই জন্মদিন পালন করেন তিনি ।
সূত্রের খবর, ঋষি কাপুরের ক্যানসারের চিকিৎসা চলছিল নিউ ইয়র্কে । তখন রণবীরের সঙ্গে সেখানে যান আলিয়া । বেশ কিছুদিনের জন্য ছুটি কাটান তাঁরা । সম্ভবত তখনই এই ছবি তোলেন তাঁরা ।
কাজের দিক থেকে এখন আপাতত অয়ন মুখার্জির 'ব্রহ্মাস্ত্র' নিয়ে ব্যস্ত রয়েছেন আলিয়া । সেখানে রণবীর কাপুর ও অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি । এছাড়া সঞ্জয় লীলা বনশালির 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি', এস এস রাজামৌলির 'আর আর আর' ও করণ জোহরের 'তখত'-এর মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে ।