ETV Bharat / sitara

"টিকে থাকতে" এবার OTT-তে ডেবিউ আলিয়ার ? - সড়ক 2-এর খবর

আলিয়া ভাট, আদিত্য রায় কাপুর, পূজা ভাট ও সঞ্জয় দত্ত অভিনীত 'সড়ক 2' মুক্তি পেতে পারে OTT প্ল্যাটফর্মে । জানা গেল এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে ।

Sadak 2 latest news
Sadak 2 latest news
author img

By

Published : Jun 29, 2020, 7:30 AM IST

মুম্বই : কোরোনা এসে বদলে দিয়েছে আমাদের লাইফস্টাইলের মানচিত্র । শুধু ব্যক্তিগত লাইফস্টাইল নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই এসেছে আমূল পরিবর্তন । বদল এসেছে ফিল্ম ইন্ডাস্ট্রির ভাবনা চিন্তাতেও । সিনেমা হল ছেড়ে OTT-তে মুক্তি পাচ্ছে বড় ব্যানারের ছবি । ঠিক তেমনই একটি ছবি হতে চলেছে 'সড়ক 2' ।

হ্যাঁ, ছবির প্রযোজক মুকেশ ভাট এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনই জানালেন । তিনি বললেন, "দিন দিন বাড়ছে কোরোনার প্রকোপ । কমা তো দূরের কথা । এই অবস্থায় আপনার মনে হয় থিয়েটার খুলবে ? আর যদি খুলেও যায় আর 'সড়ক 2' মুক্তি পায়, তাহলে কি দর্শক যাবে সেই ছবি দেখতে ?"

ছবির ভবিষ্যৎকে নিশ্চিত করতেই 'সড়ক 2'-কে OTT-তে মুক্ত করার কথা ভাবছেন প্রযোজক মুকেশ । বললেন, "আমি বাধ্য হয়েছি এই সিদ্ধান্তে আসতে । কারণ অদূর ভবিষ্যতে আমি কোনও আশার আলো দেখতে পাচ্ছি না । টিকে থাকতে হলে এটাই করতে হবে । আর কোনও উপায় নেই ।"

Sadak 2 latest news
শুটিং চলাকালীন

তবে OTT-র চাপে যে সিনেমা হলের ভবিষ্যৎ ম্লান এটা মানতে চান না মুকেশ । বড় পরদায় সিনেমা দেখার একটা আলাদা মজা রয়েছেন মনে করেন তিনি । তাই মুকেশের মতে OTT-র রাজত্ব ক্ষণস্থায়ী, সিনেমা হলের দাপট একই থাকবে ।

মহেশ ভাট পরিচালিত 'সড়ক 2' আসলে একটি সিকুয়েল ফিল্ম । 1991 সালে পূজা ভাট ও সঞ্জয় দত্ত অভিনীত 'সড়ক'-কেই এই সময়ের পরিপ্রেক্ষিতে তৈরি করেছেন পরিচালক । যোগ করেছেন আলিয়া আর আদিত্যকে ।

মুম্বই : কোরোনা এসে বদলে দিয়েছে আমাদের লাইফস্টাইলের মানচিত্র । শুধু ব্যক্তিগত লাইফস্টাইল নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই এসেছে আমূল পরিবর্তন । বদল এসেছে ফিল্ম ইন্ডাস্ট্রির ভাবনা চিন্তাতেও । সিনেমা হল ছেড়ে OTT-তে মুক্তি পাচ্ছে বড় ব্যানারের ছবি । ঠিক তেমনই একটি ছবি হতে চলেছে 'সড়ক 2' ।

হ্যাঁ, ছবির প্রযোজক মুকেশ ভাট এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনই জানালেন । তিনি বললেন, "দিন দিন বাড়ছে কোরোনার প্রকোপ । কমা তো দূরের কথা । এই অবস্থায় আপনার মনে হয় থিয়েটার খুলবে ? আর যদি খুলেও যায় আর 'সড়ক 2' মুক্তি পায়, তাহলে কি দর্শক যাবে সেই ছবি দেখতে ?"

ছবির ভবিষ্যৎকে নিশ্চিত করতেই 'সড়ক 2'-কে OTT-তে মুক্ত করার কথা ভাবছেন প্রযোজক মুকেশ । বললেন, "আমি বাধ্য হয়েছি এই সিদ্ধান্তে আসতে । কারণ অদূর ভবিষ্যতে আমি কোনও আশার আলো দেখতে পাচ্ছি না । টিকে থাকতে হলে এটাই করতে হবে । আর কোনও উপায় নেই ।"

Sadak 2 latest news
শুটিং চলাকালীন

তবে OTT-র চাপে যে সিনেমা হলের ভবিষ্যৎ ম্লান এটা মানতে চান না মুকেশ । বড় পরদায় সিনেমা দেখার একটা আলাদা মজা রয়েছেন মনে করেন তিনি । তাই মুকেশের মতে OTT-র রাজত্ব ক্ষণস্থায়ী, সিনেমা হলের দাপট একই থাকবে ।

মহেশ ভাট পরিচালিত 'সড়ক 2' আসলে একটি সিকুয়েল ফিল্ম । 1991 সালে পূজা ভাট ও সঞ্জয় দত্ত অভিনীত 'সড়ক'-কেই এই সময়ের পরিপ্রেক্ষিতে তৈরি করেছেন পরিচালক । যোগ করেছেন আলিয়া আর আদিত্যকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.