ETV Bharat / sitara

প্রভাসের বড় ভক্ত আলিয়া - prabhas fan

প্রভাসের সম্পর্কে আলিয়া বলেন, "আমার প্রভাসকে খুব ভালো লাগে । 'বাহুবলি' সিরিজ়ে তাঁর অভিনয় অসাধারণ ছিল । ওই সিরিজ় দেখার পর আমি তাঁর ফ্যান হয়ে গিয়েছি ।"

sdf
sdf
author img

By

Published : Apr 5, 2020, 1:46 PM IST

মুম্বই : নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে ইতিমধ্যেই অনেকের মন জয় করে নিয়েছেন প্রভাস । তাঁর ফ্যানের সংখ্যা অনেক । আর এবার সেই তালিকায় যোগ দিলেন আলিয়া ভাটও । সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে প্রভাসের বড় ভক্ত বলে জানিয়েছেন অভিনেত্রী ।

দক্ষিণী সিনেমায় ডেবিউ করতে চলেছেন আলিয়া । রাজামৌলির 'আরআরআর' ছবিতে রাম চরণ ও জুনিয়র এনটিআরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । সেই ছবি নিয়েই একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন আলিয়া । সেখানেই উঠে আসে প্রভাসের প্রসঙ্গ । তখনই আলিয়া বলেন, "আমার প্রভাসকে খুব ভালো লাগে । 'বাহুবলি' সিরিজ়ে তাঁর অভিনয় অসাধারণ ছিল । ওই সিরিজ় দেখার পর আমি তাঁর ফ্যান হয়ে গিয়েছি ।"

গোটা দেশে যথেষ্ট খ্যাতি কুড়িয়ে নিয়েছিল 'বাহুবলি'। বক্স অফিস থেকে প্রচুর আয় করে এই সিরিজ় । দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নেয় সিরিজ়ে প্রভাসের অভিনয় । আর এবার প্রভাসের প্রশংসা শোনা গেল আলিয়ার মুখেও ।

কাজের দিক থেকে বেশ কয়েকটি ছবি রয়েছে আলিয়ার হাতে । 'ব্রহ্মাস্ত্র'-র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি । সেখানে রণবীর কাপুর ও অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন । ডিসেম্বরেই মুক্তি পাবে ছবিটি । তবে কোরোনা আতঙ্কের জেরে এখন আপাতত বন্ধ শুটিং । এছাড়া সঞ্জয় লীলা বনশালির 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' রয়েছে তাঁর ঝুলিতে । সেখানে একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে তাঁকে ।

শোনা যাচ্ছে, ডিসেম্বরের শেষেই রণবীর কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আলিয়া ভাট । ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিবর্তে মুম্বইতেই বিয়ে সারতে চান তাঁরা । তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কাপুর ও ভাট পরিবারের তরফে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি ।

মুম্বই : নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে ইতিমধ্যেই অনেকের মন জয় করে নিয়েছেন প্রভাস । তাঁর ফ্যানের সংখ্যা অনেক । আর এবার সেই তালিকায় যোগ দিলেন আলিয়া ভাটও । সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে প্রভাসের বড় ভক্ত বলে জানিয়েছেন অভিনেত্রী ।

দক্ষিণী সিনেমায় ডেবিউ করতে চলেছেন আলিয়া । রাজামৌলির 'আরআরআর' ছবিতে রাম চরণ ও জুনিয়র এনটিআরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । সেই ছবি নিয়েই একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন আলিয়া । সেখানেই উঠে আসে প্রভাসের প্রসঙ্গ । তখনই আলিয়া বলেন, "আমার প্রভাসকে খুব ভালো লাগে । 'বাহুবলি' সিরিজ়ে তাঁর অভিনয় অসাধারণ ছিল । ওই সিরিজ় দেখার পর আমি তাঁর ফ্যান হয়ে গিয়েছি ।"

গোটা দেশে যথেষ্ট খ্যাতি কুড়িয়ে নিয়েছিল 'বাহুবলি'। বক্স অফিস থেকে প্রচুর আয় করে এই সিরিজ় । দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নেয় সিরিজ়ে প্রভাসের অভিনয় । আর এবার প্রভাসের প্রশংসা শোনা গেল আলিয়ার মুখেও ।

কাজের দিক থেকে বেশ কয়েকটি ছবি রয়েছে আলিয়ার হাতে । 'ব্রহ্মাস্ত্র'-র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি । সেখানে রণবীর কাপুর ও অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন । ডিসেম্বরেই মুক্তি পাবে ছবিটি । তবে কোরোনা আতঙ্কের জেরে এখন আপাতত বন্ধ শুটিং । এছাড়া সঞ্জয় লীলা বনশালির 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' রয়েছে তাঁর ঝুলিতে । সেখানে একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে তাঁকে ।

শোনা যাচ্ছে, ডিসেম্বরের শেষেই রণবীর কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আলিয়া ভাট । ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিবর্তে মুম্বইতেই বিয়ে সারতে চান তাঁরা । তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কাপুর ও ভাট পরিবারের তরফে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.