ETV Bharat / sitara

কেক কেটে পরিচারিকার জন্মদিন পালন আলিয়ার - Alia on house help

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ভিডিয়ো পোস্ট করেন রশিদা । সেখানে আলিয়া, শাহিনের সঙ্গে কেক কাটতে দেখা গিয়েছে তাঁকে । এই ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "আমার স্বপ্নের জন্মদিন"।

ে্ি
ে্ি
author img

By

Published : Jun 9, 2020, 10:57 PM IST

মুম্বই : শুধু কাছের মানুষদেরই নয় । এত ব্যস্ততার মধ্যেও পরিচারিকার জন্মদিনের খেয়ালও রাখেন আলিয়া ভাট । আর সেই কারণেই এই বিশেষ দিনে পরিচারিকা রশিদাকে সারপ্রাইজ় দিলেন তিনি । যা দেখে খুব খুশি রশিদাও ।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ভিডিয়ো পোস্ট করেন রশিদা । সেখানে আলিয়া, শাহিনের সঙ্গে কেক কাটতে দেখা গিয়েছে তাঁকে । এই ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "আমার স্বপ্নের জন্মদিন"।

কেক কাটার পর তা আলিয়াকে খাইয়ে দিতে যান রশিদা । যদিও ভিডিয়োতে আলিয়া বলেন, "আমি কেক খেতে পারব না, আমার ডায়েট শুরু হয়ে গিয়েছে ।"

অন্য একটি ভিডিয়োতে সোনি রাজদানের পাশে বসে কেক কাটতে দেখা যায় রশিদাকে । সেখানে মহেশ ভাট ও সোনিকে একসঙ্গে গান গাইতে দেখা যায় তাঁর জন্য । এই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "আমি যথেষ্ট লাকি"।

কাজের দিক থেকে আলিয়ার পরবর্তী ছবি 'ব্রহ্মাস্ত্র'। সেখানে রণবীর কাপুর ও অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । ছবিটি পরিচালনা করছেন অয়ন মুখার্জি । সব ঠিক থাকলে ডিসেম্বরেই মুক্তি পাবে ছবিটি । এছাড়া 'সাদাক 2' ও 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-র মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে । 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-তে একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে তাঁকে ।

মুম্বই : শুধু কাছের মানুষদেরই নয় । এত ব্যস্ততার মধ্যেও পরিচারিকার জন্মদিনের খেয়ালও রাখেন আলিয়া ভাট । আর সেই কারণেই এই বিশেষ দিনে পরিচারিকা রশিদাকে সারপ্রাইজ় দিলেন তিনি । যা দেখে খুব খুশি রশিদাও ।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ভিডিয়ো পোস্ট করেন রশিদা । সেখানে আলিয়া, শাহিনের সঙ্গে কেক কাটতে দেখা গিয়েছে তাঁকে । এই ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "আমার স্বপ্নের জন্মদিন"।

কেক কাটার পর তা আলিয়াকে খাইয়ে দিতে যান রশিদা । যদিও ভিডিয়োতে আলিয়া বলেন, "আমি কেক খেতে পারব না, আমার ডায়েট শুরু হয়ে গিয়েছে ।"

অন্য একটি ভিডিয়োতে সোনি রাজদানের পাশে বসে কেক কাটতে দেখা যায় রশিদাকে । সেখানে মহেশ ভাট ও সোনিকে একসঙ্গে গান গাইতে দেখা যায় তাঁর জন্য । এই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "আমি যথেষ্ট লাকি"।

কাজের দিক থেকে আলিয়ার পরবর্তী ছবি 'ব্রহ্মাস্ত্র'। সেখানে রণবীর কাপুর ও অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । ছবিটি পরিচালনা করছেন অয়ন মুখার্জি । সব ঠিক থাকলে ডিসেম্বরেই মুক্তি পাবে ছবিটি । এছাড়া 'সাদাক 2' ও 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-র মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে । 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-তে একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.