মুম্বই : সোশাল মিডিয়ায় এক চমৎকার ভিডিয়ো শেয়ার করেছেন আলিয়া ভাট । না কোনও ফিল্মের ঘোষণা নয়, কোনও প্রফেশনাল ফোটোশুটও নয়...একেবারে নির্ভেজাল সরল একটা ভিডিয়ো ।
সেই ভিডিয়োয় আলিয়াকে দুই খুদের সঙ্গে জঙ্গলে দৌড়ে বেড়াতে দেখা যাচ্ছে । ছোটোবেলায় আমরা যেভাবে প্রাণের খুশিতে ছোটাছুটি করতাম, ঠিক সেভাবে ।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "শৈশব ! একটা সময় যখন পুরো দুনিয়াটাকেই একটা খেলার মাঠ মনে হত ।" তবে আলিয়া কোথায় রয়েছেন বা বাচ্চাগুলো কে সেটা পরিষ্কার নয় ।
নেটিজেনরা খুব খুশি অভিনেত্রীর এই নতুন রঙ দেখে । এমনিতেই আলিয়া ভাটকে সবাই মিষ্টি, কিউট, বাচ্চাদের মতো বলে থাকেন । এই ভিডিয়ো প্রমাণ করে যে, আদতে বাচ্চাটাই আছেন তিনি ।
দেখে নিন ভিডিয়ো..
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">