ETV Bharat / sitara

"একা হয়েও একসঙ্গে", গার্ল গ্যাংয়ের সঙ্গে ছবি পোস্ট আলিয়ার - lockdown

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আলিয়া । আটজন মহিলাকে দেখা গিয়েছে সেখানে । একসঙ্গে ভিডিয়ো কলিং করছিলেন তাঁরা । ছবির ক্যাপশনে আলিয়া লেখেন, "একা হয়েও একসঙ্গে"।

sdf
sdf
author img

By

Published : Apr 27, 2020, 2:57 PM IST

Updated : Apr 28, 2020, 4:28 PM IST

মুম্বই : শোনা যাচ্ছে লকডাউনের মধ্যে রণবীর কাপুরের সঙ্গে রয়েছেন আলিয়া ভাট । যাই হোক সেখান থেকেই পরিবার ও বন্ধুদের খোঁজ নিচ্ছেন তিনি । সম্প্রতি নিজের বন্ধুদের সঙ্গে ভিডিয়ো কলিং করেন তিনি । আর সেই ছবি পোস্ট করেন সোশাল মিডিয়ায় ।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আলিয়া । আটজন মহিলাকে দেখা গিয়েছে সেখানে । একসঙ্গে ভিডিয়ো কলিং করছিলেন তাঁরা । সবার প্রথমেই হাসি মুখে দেখা যায় আলিয়াকে । ফোন নিয়ে ডেস্কটপের ছবি তুলছিলেন তিনি । ছবির ক্যাপশনে লেখেন, "একা হয়েও একসঙ্গে"।

ছবিটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তাতে কমেন্ট ও লাইক করেন ফ্যানরা । একজন লেখেন, "আলিয়া তোমার হাসি মুখটা দেখেই আমার খারাপ দিন ভালো হয়ে যায় ।" কেউ লেখেন, "আনন্দে ভরা মুখগুলি"। তার মধ্যেই আবার কেউ পরামর্শ দেন আলিয়াকে । বলেন, "ফোনে ছবি তোলার দরকার নেই ডেস্কটপের থেকে স্ক্রিনশট নিলেই হয়ে যায়"।

তবে লকডাউনের মধ্যে শুধুমাত্র ভিডিয়ো কলিংই নয় । বন্ধুদের সঙ্গে ভার্চুয়ালি ওয়ার্কআউট করতেও দেখা গিয়েছে আলিয়াকে ।

এদিকে লকডাউনের মধ্যেও বাবা মহেশ ভাট আর মা সোনি রাজদানের সঙ্গে একদিন দেখা করেন আলিয়া । মাস্ক আর গ্লাভস পরেই আলিয়া এসেছিলেন বলে জানিয়েছিলেন মহেশ ।

তাছাড়া 22 এপ্রিল তারিখটাকে আর্থ ডে হিসেবে গণ্য করা হয় । পৃথিবী এখন একটা টালমাটাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে । তারই মধ্যে এই বিশেষ দিনটিতে মাদার আর্থ-কে স্মরণ করেন অনেকেই । ব্যতিক্রম নন আলিয়াও । এই বিশেষ দিনে একটি ছোট্ট কবিতা লেখেন তিনি । লেখার মাধ্যমে এই পৃথিবীর প্রতি তাঁর কৃতজ্ঞতা, ভালোবাসা, নির্ভরতা ফুটিয়ে তোলেন অভিনেত্রী ।

মুম্বই : শোনা যাচ্ছে লকডাউনের মধ্যে রণবীর কাপুরের সঙ্গে রয়েছেন আলিয়া ভাট । যাই হোক সেখান থেকেই পরিবার ও বন্ধুদের খোঁজ নিচ্ছেন তিনি । সম্প্রতি নিজের বন্ধুদের সঙ্গে ভিডিয়ো কলিং করেন তিনি । আর সেই ছবি পোস্ট করেন সোশাল মিডিয়ায় ।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আলিয়া । আটজন মহিলাকে দেখা গিয়েছে সেখানে । একসঙ্গে ভিডিয়ো কলিং করছিলেন তাঁরা । সবার প্রথমেই হাসি মুখে দেখা যায় আলিয়াকে । ফোন নিয়ে ডেস্কটপের ছবি তুলছিলেন তিনি । ছবির ক্যাপশনে লেখেন, "একা হয়েও একসঙ্গে"।

ছবিটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তাতে কমেন্ট ও লাইক করেন ফ্যানরা । একজন লেখেন, "আলিয়া তোমার হাসি মুখটা দেখেই আমার খারাপ দিন ভালো হয়ে যায় ।" কেউ লেখেন, "আনন্দে ভরা মুখগুলি"। তার মধ্যেই আবার কেউ পরামর্শ দেন আলিয়াকে । বলেন, "ফোনে ছবি তোলার দরকার নেই ডেস্কটপের থেকে স্ক্রিনশট নিলেই হয়ে যায়"।

তবে লকডাউনের মধ্যে শুধুমাত্র ভিডিয়ো কলিংই নয় । বন্ধুদের সঙ্গে ভার্চুয়ালি ওয়ার্কআউট করতেও দেখা গিয়েছে আলিয়াকে ।

এদিকে লকডাউনের মধ্যেও বাবা মহেশ ভাট আর মা সোনি রাজদানের সঙ্গে একদিন দেখা করেন আলিয়া । মাস্ক আর গ্লাভস পরেই আলিয়া এসেছিলেন বলে জানিয়েছিলেন মহেশ ।

তাছাড়া 22 এপ্রিল তারিখটাকে আর্থ ডে হিসেবে গণ্য করা হয় । পৃথিবী এখন একটা টালমাটাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে । তারই মধ্যে এই বিশেষ দিনটিতে মাদার আর্থ-কে স্মরণ করেন অনেকেই । ব্যতিক্রম নন আলিয়াও । এই বিশেষ দিনে একটি ছোট্ট কবিতা লেখেন তিনি । লেখার মাধ্যমে এই পৃথিবীর প্রতি তাঁর কৃতজ্ঞতা, ভালোবাসা, নির্ভরতা ফুটিয়ে তোলেন অভিনেত্রী ।

Last Updated : Apr 28, 2020, 4:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.