ETV Bharat / sitara

লকডাউনে স্ক্রিপ্ট লিখছেন আলি ফজ়ল - lockdown

লকডাউনে স্ক্রিপ্ট লেখায় মন দিয়েছেন আলি ফজ়ল । বান্দ্রায় নিজের বাড়িতে বসেই এখন স্ক্রিপ্ট লিখছেন তিনি ।

sdf
sdf
author img

By

Published : May 16, 2020, 2:44 PM IST

মুম্বই : লকডাউনের মধ্যে শুটিং বন্ধ থাকায় এখন বাড়িতেই রয়েছেন আলি ফজ়ল । আর এই সময় সৃজনশীল কাজে মন দিয়েছেন তিনি । বান্দ্রার বাড়িতে বসে স্ক্রিপ্ট লেখা শুরু করেছেন এই তারকা ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । সেই মার্চ থেকেই গৃহবন্দী আলি । সারাক্ষণ বাড়িতেই কাটছে তাঁর দিন । আর এর মধ্যেই স্ক্রিপ্ট লেখা শুরু করেছেন । তবে লকডাউনের শুরুর দিনগুলিতে খুবই সমস্যা হয়েছিল বলে জানিয়েছেন আলি । বলেন, "লেখাটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা । লকডাউনের শুরুর দিনগুলো খুব একটা ভালো লাগত না । তারপর ধীরে ধীরে মনকে বোঝাই । এটাকেই স্বাভাবিক বলে মনে করতে শুরু করি । আর এই পরিস্থিতির মধ্যে আর্ট ও সিনেমার গুরুত্ব উপলব্ধি করেছি ।"

তবে স্ক্রিপ্ট লেখার আগে বেশ কয়েকদিন তা নিয়ে পড়াশোনাও করেছেন আলি । কীভাবে স্ক্রিপ্ট লিখতে হয়, কী কী নিয়ম মেনে লিখতে সবই পড়েন তিনি । তারপরই স্ক্রিপ্ট লেখার কাজ শুরু করেন । আলি বলেন, "এই স্ক্রিপ্ট আমার খুবই পছন্দের । গল্পটা আমার খুবই প্রিয় । তার উপরই কাজ করা শুরু করেছি । প্রাথমিক আইডিয়াটা আমার ছিলই । কাজ চলছে । দেখা যাক এখন কী হয় ।"

কাজের দিক থেকে 'ডেথ অন দা নীল' ছবিতে দেখা যাবে আলিকে । সেখানে গাল গাদত ও আর্মি হ্যামারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি ।

মুম্বই : লকডাউনের মধ্যে শুটিং বন্ধ থাকায় এখন বাড়িতেই রয়েছেন আলি ফজ়ল । আর এই সময় সৃজনশীল কাজে মন দিয়েছেন তিনি । বান্দ্রার বাড়িতে বসে স্ক্রিপ্ট লেখা শুরু করেছেন এই তারকা ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । সেই মার্চ থেকেই গৃহবন্দী আলি । সারাক্ষণ বাড়িতেই কাটছে তাঁর দিন । আর এর মধ্যেই স্ক্রিপ্ট লেখা শুরু করেছেন । তবে লকডাউনের শুরুর দিনগুলিতে খুবই সমস্যা হয়েছিল বলে জানিয়েছেন আলি । বলেন, "লেখাটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা । লকডাউনের শুরুর দিনগুলো খুব একটা ভালো লাগত না । তারপর ধীরে ধীরে মনকে বোঝাই । এটাকেই স্বাভাবিক বলে মনে করতে শুরু করি । আর এই পরিস্থিতির মধ্যে আর্ট ও সিনেমার গুরুত্ব উপলব্ধি করেছি ।"

তবে স্ক্রিপ্ট লেখার আগে বেশ কয়েকদিন তা নিয়ে পড়াশোনাও করেছেন আলি । কীভাবে স্ক্রিপ্ট লিখতে হয়, কী কী নিয়ম মেনে লিখতে সবই পড়েন তিনি । তারপরই স্ক্রিপ্ট লেখার কাজ শুরু করেন । আলি বলেন, "এই স্ক্রিপ্ট আমার খুবই পছন্দের । গল্পটা আমার খুবই প্রিয় । তার উপরই কাজ করা শুরু করেছি । প্রাথমিক আইডিয়াটা আমার ছিলই । কাজ চলছে । দেখা যাক এখন কী হয় ।"

কাজের দিক থেকে 'ডেথ অন দা নীল' ছবিতে দেখা যাবে আলিকে । সেখানে গাল গাদত ও আর্মি হ্যামারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.