মুম্বই : 'কেশরী' ছবির 'তেরি মিট্টি' দেশপ্রেমের গান । স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে তৈরি সেই গান । তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোরোনা যোদ্ধারাই সবথেকে বড় দেশপ্রেমিক । তাই এই গানকে তাঁদের উদ্দেশে উৎসর্গ করলেন অক্ষয় কুমার ।
খালি কিছু শব্দের অদলবদল করে গানটি ফের মুক্তি পাবে আগামীকাল অর্থাৎ 24 এপ্রিল দুপুর 12.30-র সময় । খবরটি নিজেই টুইটারের মাধ্যমে শেয়ার করেছেন অক্ষয় ।
লিখেছেন, "সেই সমস্ত হিরোদের উদ্দেশে একটা স্যালুট, আমাদের সাহসী ভারতবর্ষের উদ্দেশে একটা শ্রদ্ধার্ঘ্য । "
-
किसी ने सही कहा है, मुश्किल के समय सिर्फ अपने साथ देते है और हमारे साथ इस मुश्किल में सबसे आगे है हमारे अपने डॉक्टर्स जो सफ़ेद कोट में सैनिको से कम नहीं है. देखिये #TeriMitti - Tribute कल 12.30 pm हमारी तरफ से
— Akshay Kumar (@akshaykumar) April 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
ख़ास उनके लिए #DirectDilSe ♥️ pic.twitter.com/uVEl2vyEfe
">किसी ने सही कहा है, मुश्किल के समय सिर्फ अपने साथ देते है और हमारे साथ इस मुश्किल में सबसे आगे है हमारे अपने डॉक्टर्स जो सफ़ेद कोट में सैनिको से कम नहीं है. देखिये #TeriMitti - Tribute कल 12.30 pm हमारी तरफ से
— Akshay Kumar (@akshaykumar) April 23, 2020
ख़ास उनके लिए #DirectDilSe ♥️ pic.twitter.com/uVEl2vyEfeकिसी ने सही कहा है, मुश्किल के समय सिर्फ अपने साथ देते है और हमारे साथ इस मुश्किल में सबसे आगे है हमारे अपने डॉक्टर्स जो सफ़ेद कोट में सैनिको से कम नहीं है. देखिये #TeriMitti - Tribute कल 12.30 pm हमारी तरफ से
— Akshay Kumar (@akshaykumar) April 23, 2020
ख़ास उनके लिए #DirectDilSe ♥️ pic.twitter.com/uVEl2vyEfe
শুধ অক্ষয় নন, এই খবর শেয়ার করেছেন 'কেশরী'-র প্রযোজক করণ জোহরও । লিখেছেন, "আমরা যাতে সুস্থ থাকি, সেইজন্য ওঁরা লড়াই করছেন । আমরা তাই চিরকৃতজ্ঞ ।"
2019 সালে মুক্তিপ্রাপ্ত ফিল্ম 'কেশরী' সেই বছরের অন্য়তম জনপ্রিয় ফিল্ম ছিল । মনোজ মুন্তাসিরের লেখা এই গান 'তেরি মিট্টি' পুরো দেশকে নাড়া দিয়েছিল । গানটি গেয়েছিলেন বি.প্রাক ও সুর অর্কর ।