ETV Bharat / sitara

'দুর্গামতী'-র ক্লিপ শেয়ার করলেন অক্ষয় - অক্ষয় কুমারের খবর

ভূমি পেদনেকর অভিনীত 'দুর্গামতী' ছবির প্রযোজক অক্ষয় কুমার । ছবির ট্রেলার মুক্তির আগে এই হরর-ড্রামার এক দুর্দান্ত টিজ়ার শেয়ার করলেন অভিনেতা । সেখানে ভয়ঙ্কর রূপে দেখা গেল ভূমিকে ।

Akshay kumar Durgamati
Akshay kumar Durgamati
author img

By

Published : Nov 24, 2020, 3:37 PM IST

মুম্বই : নতুন রূপে ভূমি পেদনেকর । এই প্রথম হরর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে । কিছুটা 'ভুলভুলইয়া'-র বিদ্যা বালান, কিছুটা 'লক্ষ্মী'-র অক্ষয় কুমারের ঝলক দেখা গেল ভূমির 'দুর্গামতী' অবতারে ।

অক্ষয় নিজেই শেয়ার করেছেন টিজ়ারটি । তিনি এই ছবির অন্যতম প্রযোজক । আগামীকাল ট্রেলার মুক্তির আগে তাই টিজ়ার রিলিজ় করার দায়িত্বটা তাঁরই মাথায় ।

'দুর্গামতী'-র ছোটো একটা ভিডিয়ো ক্লিপ শেয়ার করে অক্ষয় লিখেছেন, "এটা প্রতিশোধ নেওয়ার সময় । 11 ডিসেম্বর দুর্গামতী দেখার জন্য তৈরি হন । ট্রেলার মুক্তি পাবে আগামীকাল ।"

দেখে নিন অক্ষয়ের পোস্ট..

মুম্বই : নতুন রূপে ভূমি পেদনেকর । এই প্রথম হরর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে । কিছুটা 'ভুলভুলইয়া'-র বিদ্যা বালান, কিছুটা 'লক্ষ্মী'-র অক্ষয় কুমারের ঝলক দেখা গেল ভূমির 'দুর্গামতী' অবতারে ।

অক্ষয় নিজেই শেয়ার করেছেন টিজ়ারটি । তিনি এই ছবির অন্যতম প্রযোজক । আগামীকাল ট্রেলার মুক্তির আগে তাই টিজ়ার রিলিজ় করার দায়িত্বটা তাঁরই মাথায় ।

'দুর্গামতী'-র ছোটো একটা ভিডিয়ো ক্লিপ শেয়ার করে অক্ষয় লিখেছেন, "এটা প্রতিশোধ নেওয়ার সময় । 11 ডিসেম্বর দুর্গামতী দেখার জন্য তৈরি হন । ট্রেলার মুক্তি পাবে আগামীকাল ।"

দেখে নিন অক্ষয়ের পোস্ট..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.