মুম্বই : 'হাউজ়ফুল 4' হিট হয়েছে কি হয়নি সেটা প্রযোজকই জানেন। কিন্তু, অক্ষয় কুমার যে ক্যারিয়ারের অন্যতম সফল ফেজ়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা মেনে নেবেন সবাই। কিন্তু, তার মধ্যেই ছন্দপতন। 'সূর্যবংশী'-র সেটে আহত অভিনেতা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, "বাঁ হাতে চোট পেয়েছেন অক্ষয়। সেই জায়গাটা ফিজ়িওথেরাপিস্ট ভালো করে বেঁধে দিয়েছেন। আর তারপরেও শুটিং করেছেন অক্ষয়।"
এই ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। অক্ষয়-ক্যাটরিনার জুড়ি বরাবরই সফল ছবি উপহার দিয়ে এসেছে দর্শককে। সেটা 'সিং ইজ় কিং' হোক বা 'ওয়েলকাম'। এবারও তাঁদের থেকে অনেকটা প্রত্যাশা রয়েছে দর্শকের।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে আপাতত অক্ষয় ও নুপূর স্যানননের 'ফিলহাল' মিউজ়িক ভিডিয়োতে মজেছে দর্শক। এটাই অভিনেতার প্রথম মিউজ়িক ভিডিয়ো ও অভিনেত্রীর ডেবিউ কাজ।