ETV Bharat / sitara

এবার সিনেমাহল বাঁচাতে উদ্যোগী অক্ষয়, পাশে দাঁড়ালেন মালিকের - অক্ষয় কুমারের খবর

মুম্বইয়ের ঐতিহ্য়বাহী সিনেমা হল জায়টি গ্য়ালাক্সির পাশে দাঁড়ালেন অক্ষয় কুমার । হল মালিককে অফার করলেন আর্থিক সাহায্য ।

akshay kumar helps cinema hall
akshay kumar helps cinema hall
author img

By

Published : Apr 21, 2020, 7:58 PM IST

মুম্বই : কোরোনা মোকাবিলায় এর আগে 25 কোটি টাকা অনুদান দিয়েছেন অক্ষয় কুমার । এবার মুম্বইয়ের এক ঐতিহ্যবাহী সিনেমা জায়টি গ্য়ালাক্সিকে বাঁচাতে উদ্যোগী হলেন অক্ষয় । হল মালিক মনোজ দেসাইকে যাতে লোন নিতে না হয়, সেই জন্য আর্থিক সাহায্য এগিয়ে দিলেন অভিনেতা ।

সিনেমা হলের কর্মীদের মাসের বেতন দিতে লোন নিতে হত মনোজ দেসাইকে । এই খবর জানতে পেরে অক্ষয় নিজেই দাঁড়ালেন হল মালিকের পাশে । এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে জানালেন মনোজ ।

মনোজ বলেন, "তিন দিন আগে আমি অক্ষয়জীর থেকে একটা কল পাই । উনি আমায় আর্থিক সাহায্য করতে চান । উনি যে আমাদের সাহায্য করতে এগিয়ে এসেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ । তবে আমাদের নিজেদেরই একটা উপায় ভাবতে হবে টিকে থাকার জন্য ।"

মনোজ আরও বলেন, "এই মাসের বেতন দেওয়ার মতো ফান্ড রয়েছে আমাদের । তবে একটা থিয়েটার বন্ধ করলে দীর্ঘ সময় ধরে তার ফল ভুগতে হয় । আমাদের উদ্দেশ্য, যাতে কর্মীদের বেতনে না হাত পড়ে ।"

এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অক্ষয়ের তরফ থেকে ।

মুম্বই : কোরোনা মোকাবিলায় এর আগে 25 কোটি টাকা অনুদান দিয়েছেন অক্ষয় কুমার । এবার মুম্বইয়ের এক ঐতিহ্যবাহী সিনেমা জায়টি গ্য়ালাক্সিকে বাঁচাতে উদ্যোগী হলেন অক্ষয় । হল মালিক মনোজ দেসাইকে যাতে লোন নিতে না হয়, সেই জন্য আর্থিক সাহায্য এগিয়ে দিলেন অভিনেতা ।

সিনেমা হলের কর্মীদের মাসের বেতন দিতে লোন নিতে হত মনোজ দেসাইকে । এই খবর জানতে পেরে অক্ষয় নিজেই দাঁড়ালেন হল মালিকের পাশে । এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে জানালেন মনোজ ।

মনোজ বলেন, "তিন দিন আগে আমি অক্ষয়জীর থেকে একটা কল পাই । উনি আমায় আর্থিক সাহায্য করতে চান । উনি যে আমাদের সাহায্য করতে এগিয়ে এসেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ । তবে আমাদের নিজেদেরই একটা উপায় ভাবতে হবে টিকে থাকার জন্য ।"

মনোজ আরও বলেন, "এই মাসের বেতন দেওয়ার মতো ফান্ড রয়েছে আমাদের । তবে একটা থিয়েটার বন্ধ করলে দীর্ঘ সময় ধরে তার ফল ভুগতে হয় । আমাদের উদ্দেশ্য, যাতে কর্মীদের বেতনে না হাত পড়ে ।"

এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অক্ষয়ের তরফ থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.