মুম্বই : সামনে এল অক্ষয় কুমারের আপকামিং ছবি 'লক্ষ্মী বম্ব'-এর মুক্তির তারিখ । 9 নভেম্বর অর্থাৎ দিওয়ালির দিন ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে ছবিটি । আজ সোশাল মিডিয়ায় একথা জানান অক্ষয় নিজেই ।
টুইটারে ছবির টিজ়ার শেয়ার করেন অক্ষয় । ছবিতে লক্ষ্মী নামে এক বৃহন্নলার চরিত্রে দেখা যাবে তাঁকে । কীভাবে তিনি লক্ষ্মণ থেকে লক্ষ্মী হয়ে উঠলেন তা তুলে ধরা হয়েছে টিজ়ারে । ভিডিয়োতে একটি কণ্ঠ শোনা গিয়েছে । যিনি বলছেন, "আজ থেকে তোর নাম লক্ষ্মণ নয়, লক্ষ্মী ।" আর এই কথার সঙ্গে সঙ্গেই অক্ষয়ের মুখ ও সাজগোজের পরিবর্তন ঘটছে ।
এই ভিডিয়োর ক্যাপশনে অক্ষয় লেখেন, "এই দিওয়ালিতে আপনার বাড়িতে লক্ষ্মীর সঙ্গে সঙ্গে বম্বও আসবে । #লক্ষ্মীবম্ব আসছে 9 নভেম্বর । শুধুমাত্র ডিজ়নি প্লাস হটস্টার ভিআইপিতে ।"
-
Iss Diwali aapke gharon mein “laxmmi” ke saath ek dhamakedar “bomb” bhi aayega. Aa rahi hai #LaxmmiBomb 9th November ko, only on @DisneyPlusHSVIP!
— Akshay Kumar (@akshaykumar) September 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Get ready for a mad ride kyunki #YehDiwaliLaxmmiBombWaali 💥 #DisneyPlusHotstarMultiplex @advani_kiara @offl_Lawrence pic.twitter.com/VQgRGR0sNg
">Iss Diwali aapke gharon mein “laxmmi” ke saath ek dhamakedar “bomb” bhi aayega. Aa rahi hai #LaxmmiBomb 9th November ko, only on @DisneyPlusHSVIP!
— Akshay Kumar (@akshaykumar) September 16, 2020
Get ready for a mad ride kyunki #YehDiwaliLaxmmiBombWaali 💥 #DisneyPlusHotstarMultiplex @advani_kiara @offl_Lawrence pic.twitter.com/VQgRGR0sNgIss Diwali aapke gharon mein “laxmmi” ke saath ek dhamakedar “bomb” bhi aayega. Aa rahi hai #LaxmmiBomb 9th November ko, only on @DisneyPlusHSVIP!
— Akshay Kumar (@akshaykumar) September 16, 2020
Get ready for a mad ride kyunki #YehDiwaliLaxmmiBombWaali 💥 #DisneyPlusHotstarMultiplex @advani_kiara @offl_Lawrence pic.twitter.com/VQgRGR0sNg
এই ছবি আসলে তামিল ব্লকবাস্টার 'মুনি 2 : কাঞ্চনা'-র হিন্দি রিমেক । ছবিটি পরিচালনা করেছিলেন রাঘব লরেন্স । হিন্দি ছবিও তিনিই পরিচালনা করেছেন । অক্ষয় ছাড়াও এই ছবিতে দেখা যাবে কিয়ারা আদবানি, তুষার কাপুর, শরদ কেলকর ও অশ্বিনী কালসেকরকে ।
প্রথমবার এই ধরনের একটি চরিত্রে দেখা যাবে অক্ষয়কে । চরিত্র সম্পর্কে তিনি বলেন, "গত 30 বছরের মধ্যে এটা খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র ছিল আমার কাছে । আগে কখনও এই ধরনের চরিত্রে অভিনয় করিনি । গোটা বিষয়টা সম্ভব হয়েছে শুধুমাত্র লরেন্স স্যারের জন্য । তিনি আমাকে এমন একজন হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন যার কোনও অস্তিত্ব আমার মধ্যে ছিল বলে জানি না । আমার সব চরিত্রের থেকে একেবারে আলাদা ।"