মুম্বই : অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও মন দিয়েছেন অজয় দেবগন । সম্প্রতি তেলুগু ক্রাইম কমেডি 'ব্রোচেভরেভারুরা' ছবিটির রিমেক রাইট কিনলেন প্রযোজক অজয় । তবে ছবিটির কোনও চরিত্রে তিনি অভিনয় করবেন কিনা জানা যায়নি ।
ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ জানালেন এই খবর । অভয় দেওল এবং করণ দেওলকে এই হিন্দি রিমেকে অভিনয় করতে দেখা যাবে বলে জানা যাচ্ছে IANS সূত্রে ।
তেলুগু অরিজিনাল ছবিটির পরিচালক ছিলেন বিবেক আথ্রেয়া । শ্রী বিষ্ণু, নিভেতা থমাস, নিভেতা পেথুরাজ, সত্যদেব কাঞ্চরনা, প্রিয়দর্শী পুল্লিকোন্ডা ও রাহুল রামকৃষ্ণার মতো অভিনেতারা ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
অজয় এখন ব্যস্ত তাঁর নিজের অভিনীত ছবি 'ময়দান'-এর শুটিং শেষ করতে । কোরোনার জন্য পিছিয়েছে এই ছবির শুটিং এবং মুক্তি । আগামী বছরের জানুয়ারি মাস থেকে তাই ফের জোরকদমে শুরু হবে 'ময়দান'-এর কাজ । ছবির মুক্তি 15 অক্টোবর, 2021 ।