মুম্বই : চুনী গোস্বামীর পায়ের জাদুতে মোহিত হতেন দর্শকরা । আবার যখন প্যাড পরে মাঠে নেমেছেন তখনও কেড়েছেন নজর । টেনিসেও তাঁর দক্ষতা সত্যিই নজরকাড়া । এমনই এক ত্রিমুখী প্রতিভাকে গতকাল হারিয়েছে ভারতীয় ক্রীড়াজগত । আর তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অজয় দেবগন ।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে অজয় লেখেন, "ময়দান ছবির শুটিংয়ের সময় চুনী গোস্বামীর সঙ্গে দেখা হয়েছিল আমার । তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ।"
-
While shooting Maidaan, I became acquainted with football legend Chuni Goswami’s contribution to the sport. Heartfelt condolences to his family.#RIPChuniGoswami #Maidaan #IndianFootballLeague@iAmitRSharma @BoneyKapoor @IndianFootball
— Ajay Devgn (@ajaydevgn) May 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">While shooting Maidaan, I became acquainted with football legend Chuni Goswami’s contribution to the sport. Heartfelt condolences to his family.#RIPChuniGoswami #Maidaan #IndianFootballLeague@iAmitRSharma @BoneyKapoor @IndianFootball
— Ajay Devgn (@ajaydevgn) May 1, 2020While shooting Maidaan, I became acquainted with football legend Chuni Goswami’s contribution to the sport. Heartfelt condolences to his family.#RIPChuniGoswami #Maidaan #IndianFootballLeague@iAmitRSharma @BoneyKapoor @IndianFootball
— Ajay Devgn (@ajaydevgn) May 1, 2020
82 বছর বয়সে গতকাল কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন চুনী গোস্বামী । দীর্ঘদিন ধরেই সুগার, স্নায়ুজনিত সমস্যার ফলে ভুগছিলেন । 1954-68 সাল পর্যন্ত খেলেছিলেন মোহনবাগানে । 1956 সালে আন্তর্জাতিক ফুটবলে তাঁর অভিষেক । দেশের হয়ে করেছেন 11 টি গোল । দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন অলিম্পিকেও । 1962 সালে তার নেতৃত্বে এশিয়ান গেমসে সোনা জয় করে ভারত । অবসরের পর ভারতীয় ফুটবল দলের কোচের দায়িত্বও সামলেছিলেন তিনি । 1963 সালে অর্জুন পুরস্কার, 1983 সালে পদ্মশ্রী এবং 2005 সালে মোহনবাগান রত্নে ভূষিত হন চুনী ।
কিছুদিন আগে প্রয়াত হন কিংবদন্তি ফুটবলার প্রদীপকুমার ব্যানার্জি । তাঁর মৃত্যুতেও শোকপ্রকাশ করেছেন অজয় দেবগন ।
'ময়দান' ছবিতে কিংবদন্তী ফুটবলার সৈয়দ আবদুল রহিমের চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগন । 1950 থেকে 1963 সাল পর্যন্ত ভারতীয় ফুটবল টিমের কোচ ও ম্যানেজারও ছিলেন তিনি । এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কীর্তি সুরেশ, গজরাজ রাও ও বোমান ইরানিকে ।