ETV Bharat / sitara

কোরোনা মুক্ত হয়ে ফ্যানেদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ ঐশ্বরিয়ার - ঐশ্বরিয়া রাই বচ্চনের খবর

কোরোনা মুক্ত হয়ে ফ্যানেদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ঐশ্বরিয়া রাই বচ্চন । তাঁদের ভালোবাসা, তাঁদের প্রার্থনায় মুগ্ধ অভিনেত্রী ।

Aishwrya rai bachchan recovered from covid
Aishwrya rai bachchan recovered from covid
author img

By

Published : Jul 29, 2020, 11:12 AM IST

মুম্বই : কোরোনা মুক্ত হয়ে সদ্য লীলাবতী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন । আর এসেই ফ্যানেদের ধন্যবাদ জানালেন অভিনেত্রী । কারণ তাঁদের ভালোবাসা আর আশীর্বাদেই আজ তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, লিখেছেন ঐশ্বরিয়া ।

একটি প্রতীকী ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, "আপনাদের প্রার্থনা, চিন্তা, শুভেচ্ছা এবং ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ । আমার পরী আরাধ্যা, বাবা, অভিষেক আর আমার জন্য আপনাদের অনুভূতি আমাদের মুগ্ধ করেছে । ঈশ্বর আপনাদের মঙ্গল করুন ।"

সোশাল মিডিয়ায় একেবারেই অ্যাক্টিভ নন ঐশ্বরিয়া । তাঁর কোরোনায় আক্রান্ত হওয়ার খবর এবং কোরোনা মুক্ত হওয়ার খবর জানিয়েছিলেন অভিষেকই, সেই সময় চুপ ছিলেন অভিনেত্রী ।

তবে ফ্যানেদের কৃতজ্ঞতা প্রকাশ করার ক্ষেত্রে একেবারেই কার্পণ্য করেননি ঐশ্বরিয়া । দেখে নিন তাঁর পোস্ট..

Aishwrya rai bachchan recovered from covid
সৌজন্যে সোশাল মিডিয়া..

27 জুলাই কোরোনা মুক্ত হয়ে লীলাবতী হাসপাতাল ছেড়েছেন ঐশ্বরিয়া আর আরাধ্যা । তবে এখনও চিকিৎসাধীন রয়েছেন অমিতাভ আর অভিষেক । তাঁদের আরোগ্য কামনা করে চলেছেন অনুরাগীরা ।

মুম্বই : কোরোনা মুক্ত হয়ে সদ্য লীলাবতী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন । আর এসেই ফ্যানেদের ধন্যবাদ জানালেন অভিনেত্রী । কারণ তাঁদের ভালোবাসা আর আশীর্বাদেই আজ তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, লিখেছেন ঐশ্বরিয়া ।

একটি প্রতীকী ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, "আপনাদের প্রার্থনা, চিন্তা, শুভেচ্ছা এবং ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ । আমার পরী আরাধ্যা, বাবা, অভিষেক আর আমার জন্য আপনাদের অনুভূতি আমাদের মুগ্ধ করেছে । ঈশ্বর আপনাদের মঙ্গল করুন ।"

সোশাল মিডিয়ায় একেবারেই অ্যাক্টিভ নন ঐশ্বরিয়া । তাঁর কোরোনায় আক্রান্ত হওয়ার খবর এবং কোরোনা মুক্ত হওয়ার খবর জানিয়েছিলেন অভিষেকই, সেই সময় চুপ ছিলেন অভিনেত্রী ।

তবে ফ্যানেদের কৃতজ্ঞতা প্রকাশ করার ক্ষেত্রে একেবারেই কার্পণ্য করেননি ঐশ্বরিয়া । দেখে নিন তাঁর পোস্ট..

Aishwrya rai bachchan recovered from covid
সৌজন্যে সোশাল মিডিয়া..

27 জুলাই কোরোনা মুক্ত হয়ে লীলাবতী হাসপাতাল ছেড়েছেন ঐশ্বরিয়া আর আরাধ্যা । তবে এখনও চিকিৎসাধীন রয়েছেন অমিতাভ আর অভিষেক । তাঁদের আরোগ্য কামনা করে চলেছেন অনুরাগীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.