ETV Bharat / sitara

ইরফান-ঋষির পর এবার প্রোডিউসর গিল্ডের CEO কুলমিতের প্রয়াণ

author img

By

Published : May 1, 2020, 4:16 PM IST

ইরফান খান আর ঋষি কাপুরের মৃত্যুতে যখন গোটা দেশ ভেঙে পড়েছে, তখন আরও এক মৃত্যু সংবাদে শোকস্তব্ধ বলিউড । ভারতের প্রোডিউসর গিল্ডের CEO কুলমিত মক্কর মারা গেলেন 60 বছর বয়সে ।

After Irrfan khan and RIshi Kapoor death kulmeet dies
After Irrfan khan and RIshi Kapoor death kulmeet dies

মুম্বই : 2020 সালটা যেন একটা আতঙ্ক হয়ে দাঁড়াচ্ছে সবার কাছে । একে কোরোনার থাবায় মৃত্যুমিছিল চলছে অবিরাম, তার মধ্যে অন্য অসুস্থতার কারণে একের পর এক মানুষের মৃত্যুর খবর সামনে আসছে । ইরফান খান আর ঋষি কাপুরের পর এবার ভারতের প্রোডিউসর গিল্ডের CEO কুলমিত মক্কর মারা গেলেন 60 বছর বয়সে । হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু তাঁর ।

বলিউডের একাধিক ব্যক্তিত্ব এই সংবাদে ভেঙে পড়েছেন । করণ জোহর, ফারহান আখতার, অশোক পন্ডিত, হনসল মেহতার মতো মানুষ সোশাল মিডিয়ার মাধ্য়মে জানিয়েছেন শোকবার্তা ।

দেখে নেওয়া যাক..

  • Kulmeet you were such an incredible pillar to all of us at the Producers Guild of India....relentlessly working for the industry and towards its enhancement and advancement... you left us too soon...We will miss you and always Remember you fondly.... Rest in peace my friend... pic.twitter.com/GUcapyjfMo

    — Karan Johar (@karanjohar) May 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Seems like every day we’re waking up to losing someone we knew and someone who cared deeply about Indian film. RIP #KulmeetMakkar.. your work as the CEO of Film & Television Producers Guild of India will always be remembered. pic.twitter.com/jRWNHIwBL7

    — Farhan Akhtar (@FarOutAkhtar) May 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Sad to know about the sudden demise of our dear friend #KulmeetMakkar CEO- The Film and Television Producers Guild of India due to massive heart attack in Dharamshala (Himachal). Will miss you #Kulmeet.
    Heartfelt condolences to d family.
    ॐ शान्ति ! 🙏 pic.twitter.com/zEFPAGN07m

    — Ashoke Pandit (@ashokepandit) May 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Damn it... Now Kulmeet! RIP my friend.

    — Hansal Mehta (@mehtahansal) May 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : 2020 সালটা যেন একটা আতঙ্ক হয়ে দাঁড়াচ্ছে সবার কাছে । একে কোরোনার থাবায় মৃত্যুমিছিল চলছে অবিরাম, তার মধ্যে অন্য অসুস্থতার কারণে একের পর এক মানুষের মৃত্যুর খবর সামনে আসছে । ইরফান খান আর ঋষি কাপুরের পর এবার ভারতের প্রোডিউসর গিল্ডের CEO কুলমিত মক্কর মারা গেলেন 60 বছর বয়সে । হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু তাঁর ।

বলিউডের একাধিক ব্যক্তিত্ব এই সংবাদে ভেঙে পড়েছেন । করণ জোহর, ফারহান আখতার, অশোক পন্ডিত, হনসল মেহতার মতো মানুষ সোশাল মিডিয়ার মাধ্য়মে জানিয়েছেন শোকবার্তা ।

দেখে নেওয়া যাক..

  • Kulmeet you were such an incredible pillar to all of us at the Producers Guild of India....relentlessly working for the industry and towards its enhancement and advancement... you left us too soon...We will miss you and always Remember you fondly.... Rest in peace my friend... pic.twitter.com/GUcapyjfMo

    — Karan Johar (@karanjohar) May 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Seems like every day we’re waking up to losing someone we knew and someone who cared deeply about Indian film. RIP #KulmeetMakkar.. your work as the CEO of Film & Television Producers Guild of India will always be remembered. pic.twitter.com/jRWNHIwBL7

    — Farhan Akhtar (@FarOutAkhtar) May 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Sad to know about the sudden demise of our dear friend #KulmeetMakkar CEO- The Film and Television Producers Guild of India due to massive heart attack in Dharamshala (Himachal). Will miss you #Kulmeet.
    Heartfelt condolences to d family.
    ॐ शान्ति ! 🙏 pic.twitter.com/zEFPAGN07m

    — Ashoke Pandit (@ashokepandit) May 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Damn it... Now Kulmeet! RIP my friend.

    — Hansal Mehta (@mehtahansal) May 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.