কলকাতা, 9 সেপ্টেম্বর: ফের তাণ্ডব চলল আরজি কর হাসপাতালে ৷ এবার কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটপে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাণ্ডব চালাল বহিরাগতরা। গত 14 অগস্ট প্রথম রাত দখলের মূহুর্তে আরজি করে একদল বহিরাগত দুষ্কৃতী ঢুকে তাণ্ডব চালায় ৷ ভাঙচুর চালানো হয় ইমারজেন্সি বিভাগ থেকে শুরু করে একাধিক ঘরে ৷ এরপরই আরজি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় সিআইএসএফ-এর হাতে ৷
তারপরও চলল তাণ্ডব ৷ এবার এক পড়ুয়া চিকিৎসকের হস্টেলের রুমে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে ৷ বেশ কিছু জিনিসপত্র চুরি হয়ে যাওয়ারও অভিযোগ এসেছে। ঘটনার পর স্থানীয় টালা থানায় এই নিয়ে ওই পড়ুয়া চিকিৎসক একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। যদিও এই বিষয়ে লালবাজারের তরফ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
কীভাবে সিআইএসএফ-এর নিরাপত্তার সত্বেও হস্টেলে বহিরাগতরা ঢুকল এবং সেখানে চুরির মত ঘটনা ঘটল, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ৷ অভিযোগ, শুধু চুরি নয় বরং হস্টেলের ভিতরে দরজা ভেঙে ঢুকে সেখানে তাণ্ডব চালানো হয়েছে। এনিয়ে টালা থানার পুলিশ কর্মীরা জওয়ানদের সঙ্গে কথাও বলেন। কেন্দ্রীয় নিরাপত্তায় কীভাবে এই ঘটনা ঘটেছে তার খোঁজ খবরও শুরু করেছে লালবাজার। ইতিমধ্যেই হস্টেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারীরা।
এদিন সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের থাকা-খাওয়ার বিষয় নিয়েও প্রশ্ন তোলা হয় কেন্দ্রের তরফে। এরপরই সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে, আরজি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব থাকা সিআইএসএফ জওয়ানদের থাকা-খাওয়ার বিষয়গুলি সম্পর্কে যথাযথ পদক্ষেপ নিতে হবে। আর সেদিনই চলল হামলা।