ETV Bharat / sitara

দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে জিজ্ঞাসাবাদ NCB-র - karishma depose before NCB

মাদক মামলায় আজ জিজ্ঞাসাবাদের জন্য NCB দপ্তরে হাজিরা দিলেন দীপিকা পাডুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশ ।

asd
asd
author img

By

Published : Nov 4, 2020, 12:53 PM IST

Updated : Nov 4, 2020, 1:55 PM IST

মুম্বই : 7 নভেম্বর পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না দীপিকা পাডুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকে । গতকাল বিশেষ NDPS আদালতের তরফে এই নির্দেশ দেওয়া হয় । এরপর আজ মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)-র অফিসে হাজিরা দেন তিনি ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পেয়েছিলেন তদন্তকারীরা । সেই সূত্র ধরে মাদক যোগের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয় । সেই সময় করিশ্মা প্রকাশের সঙ্গে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে দীপিকার হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে আসে । তারপরই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল করিশ্মাকে । 25 সেপ্টেম্বর তিনি হাজিরা দেন । বেশ কয়েক ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারীরা ।

26 সেপ্টেম্বর NCB দপ্তরে হাজিরা দিয়েছিলেন দীপিকা । পাশাপাশি একে একে NCB দপ্তরে হাজিরা দিয়েছিলেন রকুল প্রীত সিং, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, ফ্যাশন ডিজ়াইনার সিমন খাম্বাট্টা ও সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি ।

এরপর তল্লাশি চালিয়ে করিশ্মার বাড়ি থেকে 1.7 গ্রাম চরস, 2 বোতল সিডিবি অয়েল উদ্ধার করে NCB । তারপরই দ্বিতীয়বারের জন্য সমন পাঠানো হয় তাঁকে । 28 অক্টোবর NCB দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর । কিন্তু, তখন হাজিরা দেননি তিনি । এমনকী, তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে NCB-র তরফে জানানো হয়েছিল ।

এদিকে দ্বিতীয়বার সমন পেয়েই আগাম জামিনের জন্য শনিবার বিশেষ NDPS আদালতে আবেদন করেছিলেন করিশ্মা । তার প্রেক্ষিতে 7 নভেম্বর পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে বলে গতকাল নির্দেশ দেয় ওই আদালত । নির্দেশ পাওয়ার পরই তদন্তে সহযোগিতার আশ্বাস দেন করিশ্মা । সেই মতো আজ জিজ্ঞাসাবাদের জন্য তিনি NCB দপ্তরে হাজিরা দেন ।

মুম্বই : 7 নভেম্বর পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না দীপিকা পাডুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকে । গতকাল বিশেষ NDPS আদালতের তরফে এই নির্দেশ দেওয়া হয় । এরপর আজ মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)-র অফিসে হাজিরা দেন তিনি ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পেয়েছিলেন তদন্তকারীরা । সেই সূত্র ধরে মাদক যোগের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয় । সেই সময় করিশ্মা প্রকাশের সঙ্গে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে দীপিকার হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে আসে । তারপরই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল করিশ্মাকে । 25 সেপ্টেম্বর তিনি হাজিরা দেন । বেশ কয়েক ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারীরা ।

26 সেপ্টেম্বর NCB দপ্তরে হাজিরা দিয়েছিলেন দীপিকা । পাশাপাশি একে একে NCB দপ্তরে হাজিরা দিয়েছিলেন রকুল প্রীত সিং, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, ফ্যাশন ডিজ়াইনার সিমন খাম্বাট্টা ও সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি ।

এরপর তল্লাশি চালিয়ে করিশ্মার বাড়ি থেকে 1.7 গ্রাম চরস, 2 বোতল সিডিবি অয়েল উদ্ধার করে NCB । তারপরই দ্বিতীয়বারের জন্য সমন পাঠানো হয় তাঁকে । 28 অক্টোবর NCB দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর । কিন্তু, তখন হাজিরা দেননি তিনি । এমনকী, তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে NCB-র তরফে জানানো হয়েছিল ।

এদিকে দ্বিতীয়বার সমন পেয়েই আগাম জামিনের জন্য শনিবার বিশেষ NDPS আদালতে আবেদন করেছিলেন করিশ্মা । তার প্রেক্ষিতে 7 নভেম্বর পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে বলে গতকাল নির্দেশ দেয় ওই আদালত । নির্দেশ পাওয়ার পরই তদন্তে সহযোগিতার আশ্বাস দেন করিশ্মা । সেই মতো আজ জিজ্ঞাসাবাদের জন্য তিনি NCB দপ্তরে হাজিরা দেন ।

Last Updated : Nov 4, 2020, 1:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.