মুম্বই : আদনান সামির ছেলে আজ়ান নিজেও একজন মিউজ়িক কম্পোজ়ার। তিনি নিজের কৈশোরজীবন কাটিয়েছেন ভারতে। তবে পাকিস্তানকেই নিজের "হোম" মনে করেন তিনি। কিন্তু, বাবা আদনানের ভারতে থাকার সিদ্ধান্তকে সম্মান করেন তিনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে আজ়ান বলেন, "ভারতে আমার অনেক বন্ধু রয়েছে। ওখানে জীবনের অনেকটা অংশ কেটেছে আমার। তবে পাকিস্তান আমার বাড়ি। পাকিস্তান ইন্ডাস্ট্রি আমার পরিবার।"
বাবার প্রসঙ্গে বলতে গিয়ে আজ়ান বললেন, "আমি ওঁকে ভালোবাসি ও সম্মান করি। বাবা কোথায় থাকতে চান বা কোন দেশকে উনি "বাড়ি" বলবেন সেটা একান্তই ওঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি সেই সিদ্ধান্তকে সম্মান করি। আমি কোন দেশে থাকব বা কোথায় কাজ করব সেটা আমার সিদ্ধান্ত।"
আদনান সামির প্রথম পক্ষের স্ত্রী ও অভিনেত্রী জ়েবা ভক্তিয়ারের ছেলে আজ়ান। আপাতত আদনান তাঁর তৃতীয় পক্ষের স্ত্রী রোয়া ফরইয়াবির সঙ্গে মুম্বইতে থাকেন।