ETV Bharat / sitara

উত্তম-সুচিত্রা জুটির সিনেমার গানে পা মেলালেন ঊর্মিলা - মনামী ঘোষ

ডান্স ডান্স জুনিয়র বিশেষ অতিথি হয়ে এলেন বলিউডের অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর । এসে উত্তম-সুচিত্রার সিনেমার গানে পা মেলালেন উর্মিলা ৷ সঙ্গী ছিলেন যীশু সেনগুপ্ত ।

যীশু সেনগুপ্ত এবং উর্মিলা মাতন্ডকার
যীশু সেনগুপ্ত এবং উর্মিলা মাতন্ডকার
author img

By

Published : Apr 16, 2021, 9:35 PM IST

কলকাতা, 16 এপ্রিল : দু’দিনের ঝটিকা সফরে কলকাতায় ঘুরে গেলেন বলিউডের রঙ্গিলা গার্ল ঊর্মিলা মাতণ্ডকর । ঊর্মিলার নাম শুনলেই মাথায় আসে বলিউডের একের পর এক হিট নাম্বার । বলিষ্ঠ অভিনেত্রী পাশাপাশি তাঁর নাচের জন্য প্রশংসিত তিনি ।

সেই সময় দাঁড়িয়ে পয়লা নম্বর নায়িকা হয়েও একের পর এক আইটেম নাম্বার উপহার দিয়েছেন দর্শকদের । এবার ঊর্মিলা কলকাতায় এলেন 'ডান্স ডান্স জুনিয়ার' নামের বাচ্চাদের নাচের প্রতিযোগিতা একটি অনুষ্ঠানে ৷ এই ডান্স রিয়ালিটে শোয়ের বিশেষ অতিথি হয়ে এসেছিলেন ঊর্মিলা ।

উর্মিলাকে ট্রিবিউট মনামীর
ঊর্মিলাকে ট্রিবিউট মনামীর

'ডান্স ডান্স জুনিয়ার সিজন 2' একটি জনপ্রিয় রিয়ালিটি শো ৷ যার বিচারকের আসনে আছেন সুপারস্টার দেব, ডান্সিং কুইন মনামী ঘোষ ও মহাগুরু মিঠুন চক্রবর্তী । এবার ডান্স ডান্স জুনিয়ার বিশেষ অতিথি হয়ে এলেন বলিউডের অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর । এসে উত্তম-সুচিত্রার সিনেমার গানের পা মেলালেন উর্মিলা ৷ সঙ্গী ছিলেন যীশু সেনগুপ্ত । ঊর্মিলার গানে তাকে ট্রিবিউট দিলেন মনামী ঘোষ । প্রতিযোগীদের সঙ্গে নেচে মঞ্চ মাতালেন ঊর্মিলাও ।

ডান্স ডান্স জুনিয়ার এর মঞ্চে উর্মিলা
ডান্স ডান্স জুনিয়ার এর মঞ্চে ঊর্মিলা

জাঁকজমকপূর্ণ এই গালা এপিসোডটি দেখা যাবে এই উইক এন্ডে ।

আরও পড়ুন : ময়ূরাক্ষীর পর ফের একসঙ্গে অতনু-প্রসেনজিত্, টিজ়ারে ঘোষণা নববর্ষে

কলকাতা, 16 এপ্রিল : দু’দিনের ঝটিকা সফরে কলকাতায় ঘুরে গেলেন বলিউডের রঙ্গিলা গার্ল ঊর্মিলা মাতণ্ডকর । ঊর্মিলার নাম শুনলেই মাথায় আসে বলিউডের একের পর এক হিট নাম্বার । বলিষ্ঠ অভিনেত্রী পাশাপাশি তাঁর নাচের জন্য প্রশংসিত তিনি ।

সেই সময় দাঁড়িয়ে পয়লা নম্বর নায়িকা হয়েও একের পর এক আইটেম নাম্বার উপহার দিয়েছেন দর্শকদের । এবার ঊর্মিলা কলকাতায় এলেন 'ডান্স ডান্স জুনিয়ার' নামের বাচ্চাদের নাচের প্রতিযোগিতা একটি অনুষ্ঠানে ৷ এই ডান্স রিয়ালিটে শোয়ের বিশেষ অতিথি হয়ে এসেছিলেন ঊর্মিলা ।

উর্মিলাকে ট্রিবিউট মনামীর
ঊর্মিলাকে ট্রিবিউট মনামীর

'ডান্স ডান্স জুনিয়ার সিজন 2' একটি জনপ্রিয় রিয়ালিটি শো ৷ যার বিচারকের আসনে আছেন সুপারস্টার দেব, ডান্সিং কুইন মনামী ঘোষ ও মহাগুরু মিঠুন চক্রবর্তী । এবার ডান্স ডান্স জুনিয়ার বিশেষ অতিথি হয়ে এলেন বলিউডের অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর । এসে উত্তম-সুচিত্রার সিনেমার গানের পা মেলালেন উর্মিলা ৷ সঙ্গী ছিলেন যীশু সেনগুপ্ত । ঊর্মিলার গানে তাকে ট্রিবিউট দিলেন মনামী ঘোষ । প্রতিযোগীদের সঙ্গে নেচে মঞ্চ মাতালেন ঊর্মিলাও ।

ডান্স ডান্স জুনিয়ার এর মঞ্চে উর্মিলা
ডান্স ডান্স জুনিয়ার এর মঞ্চে ঊর্মিলা

জাঁকজমকপূর্ণ এই গালা এপিসোডটি দেখা যাবে এই উইক এন্ডে ।

আরও পড়ুন : ময়ূরাক্ষীর পর ফের একসঙ্গে অতনু-প্রসেনজিত্, টিজ়ারে ঘোষণা নববর্ষে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.