মুম্বই : কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন গওহর খানের বাবা জ়ফর আহমেদ খান । হাসপাতালে ভরতি ছিলেন । তবে শেষরক্ষা হল না । মারা গেলেন গওহরের বাবা ।
স্বাভাবিকভাবেই খুব ভেঙে পড়েছেন অভিনেত্রী । বাবা তাঁর দারুণ ভরসা এবং আশ্রয়ের জায়গা ছিলেন । আজ যেন সেখানে এক মস্ত বড় শূন্যস্থান । আবেগপ্রবণ অভিনেত্রী সোশাল মিডিয়া পোস্টে নিজের অনুভূতির কথা তুলে ধরলেন ।
গওহর লিখেছেন, "আমার হিরো, তোমার মতো কেউ কোনওদিন হবে না বাবা । আমার বাবা আজ মারা গেলেন, একটা সুন্দর পরীর কাছে চলে গেলেন । আলহামদুলিল্লাহ ।"
বাবাকে গওহর খুব ভালোবাসেন, এবার বাবার একটা অংশ তাঁরই মধ্যে রয়ে যাবে আজীবন....দেখে নিন অভিনেত্রীর পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">