ETV Bharat / sitara

মুসৌরিতে শুটিং চলাকালীন অসুস্থ মিঠুন চক্রবর্তী - Mithun Chakraborty Mussoorie

এই মুহূ্র্তে আপকামিং ছবি 'দা কাশ্মীর ফাইলস'-এর শুটিংয়ের জন্য মুসৌরিতে রয়েছেন মিঠুন চক্রবর্তী । গতকাল গভীর রাতে হঠাৎই তাঁর শরীর খারাপ হয়ে যায় । তবে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে ।

asd
as
author img

By

Published : Dec 20, 2020, 2:31 PM IST

মুসৌরি : শুটিং চলাকালীন মুসৌরিতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী । তাঁর বমি হচ্ছিল বলে জানা গিয়েছে । এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ।

'দা কাশ্মীর ফাইলস' নামে একটি ছবির শুটিং করছিলেন মিঠুন । তিনি ছাড়াও এই ছবিতে দেখা যাবে অনুপম খের সহ একাধিক তারকাকে । এই ছবির শুটিংয়ের জন্যই মুসৌরিতে রয়েছেন তাঁরা । গতকাল গভীর রাতে হঠাৎই মিঠুনের শরীর খারাপ হয়ে যায় । এদিকে শরীর খারাপ থাকায় শুটিং স্পটেও যেতে পারেননি তিনি ।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চিকিৎসকদের । হোটেলে তাঁকে দেখতে যায় চিকিৎসকদের একটি টিম । সূত্রের খবর, ডায়ারিয়া হওয়ার জন্যই তাঁর বমি হচ্ছিল । এখন তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে । তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ।

কয়েকদিন ধরেই মুসৌরিতে চলছে 'দা কাশ্মীর ফাইলস'-এর শুটিং । মুসৌরির বেশিরভাগ জায়গাতেই এই ছবির শুটিং করা হচ্ছে । এর পাশাপাশি দেরাদুন ও ঋষিকেশেও এই ছবির কয়েকটি অংশের শুটিং করা হবে বলে জানা গিয়েছে ।

এর আগে 'দা টাসকান্ত ফাইলস'-এ দেখা গিয়েছিল মিঠুনকে । 2019-এর 12 এপ্রিল মুক্তি পেয়েছিল ছবিটি । মিঠুন ছাড়াও সেই ছবিতে দেখা গিয়েছিল শ্বেতা বসু, নাসিরুদ্দিন শাহ ও পল্লবী যোশিকে ।

মুসৌরি : শুটিং চলাকালীন মুসৌরিতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী । তাঁর বমি হচ্ছিল বলে জানা গিয়েছে । এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ।

'দা কাশ্মীর ফাইলস' নামে একটি ছবির শুটিং করছিলেন মিঠুন । তিনি ছাড়াও এই ছবিতে দেখা যাবে অনুপম খের সহ একাধিক তারকাকে । এই ছবির শুটিংয়ের জন্যই মুসৌরিতে রয়েছেন তাঁরা । গতকাল গভীর রাতে হঠাৎই মিঠুনের শরীর খারাপ হয়ে যায় । এদিকে শরীর খারাপ থাকায় শুটিং স্পটেও যেতে পারেননি তিনি ।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চিকিৎসকদের । হোটেলে তাঁকে দেখতে যায় চিকিৎসকদের একটি টিম । সূত্রের খবর, ডায়ারিয়া হওয়ার জন্যই তাঁর বমি হচ্ছিল । এখন তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে । তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ।

কয়েকদিন ধরেই মুসৌরিতে চলছে 'দা কাশ্মীর ফাইলস'-এর শুটিং । মুসৌরির বেশিরভাগ জায়গাতেই এই ছবির শুটিং করা হচ্ছে । এর পাশাপাশি দেরাদুন ও ঋষিকেশেও এই ছবির কয়েকটি অংশের শুটিং করা হবে বলে জানা গিয়েছে ।

এর আগে 'দা টাসকান্ত ফাইলস'-এ দেখা গিয়েছিল মিঠুনকে । 2019-এর 12 এপ্রিল মুক্তি পেয়েছিল ছবিটি । মিঠুন ছাড়াও সেই ছবিতে দেখা গিয়েছিল শ্বেতা বসু, নাসিরুদ্দিন শাহ ও পল্লবী যোশিকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.