মুম্বই : ম্রুনাল ঠাকুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন ভাগ্যশ্রী পুত্র অভিমন্যু । ছবির নাম 'আঁখ মিচোলি'। পরিচালনা করবেন উমেশ শুক্ল । একটি পরিবারের একাধিক ঝামেলাকে কেন্দ্র করে তৈরি ছবিটি ।
'102 নট আউট'-এর পর ফের সোনি পিকচার্স এন্টারটেনমেন্ট ইন্ডিয়ার সঙ্গে কাজ করছেন উমেশ । সব ঠিক থাকলে হয়তো চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাব ছবিটি ।
-
IT'S OFFICIAL... Sony Pictures Films India and #102NotOut and #OhMyGod director Umesh Shukla collaborate for family entertainer #AankhMicholi... Produced by Sony Pictures Films India, Umesh Shukla and Ashish Wagh... Will be filmed in #India and #Europe... #Diwali2020 release. pic.twitter.com/h01wB7nyYH
— taran adarsh (@taran_adarsh) February 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">IT'S OFFICIAL... Sony Pictures Films India and #102NotOut and #OhMyGod director Umesh Shukla collaborate for family entertainer #AankhMicholi... Produced by Sony Pictures Films India, Umesh Shukla and Ashish Wagh... Will be filmed in #India and #Europe... #Diwali2020 release. pic.twitter.com/h01wB7nyYH
— taran adarsh (@taran_adarsh) February 20, 2020IT'S OFFICIAL... Sony Pictures Films India and #102NotOut and #OhMyGod director Umesh Shukla collaborate for family entertainer #AankhMicholi... Produced by Sony Pictures Films India, Umesh Shukla and Ashish Wagh... Will be filmed in #India and #Europe... #Diwali2020 release. pic.twitter.com/h01wB7nyYH
— taran adarsh (@taran_adarsh) February 20, 2020
ছবি সম্পর্কে পরিচালক ও প্রযোজক উমেশ বলেন, "ছবিটি আমার খুব প্রিয় । অসাধারণ সব তারকাদের একসঙ্গে নিয়ে আসতে পেরে গর্বিতবোধ করছি । যৌথ পরিবারে বিভিন্ন ধরনের সমস্যা হয় । আর সেটাই কমেডির মাধ্যমে তুলে ধরা হবে ছবিতে ।"
ছবির মুখ্য চরিত্রে রয়েছেন পরেশ রাওয়াল, শরমন যোশি, দিব্যা দত্ত, অভিষেক ব্যানার্জি, দর্শন জারিওয়ালা, গুরশা কাপুর ও বিজয় রাজ় । ছবির গল্প লিখেছেন জিতেন্দ্র পারমার ।
সোনি পিকচার্স এন্টারটেনমেন্ট ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর বিবেক কৃষ্ণানি বলেন, "প্রায় এক বছর ধরে এই ছবি নিয়ে কাজ করছেন উমেশ শুক্ল । আমাদের পরবর্তী কমেডি ছবি ইন্ডাস্ট্রির সেরাদের নিয়ে তৈরি করা হয়েছে । আর এর জন্য আমি গর্ববোধ করি ।"
ছবির শুটিং হয়েছে ভারত ও ইউরোপের বিভিন্ন জায়গায় ।