ETV Bharat / sitara

গুরু দত্তের চরিত্রে অভিনয়ের গুরুদায়িত্ব নেবেন আমির ? - Aamir Khan new film

শোনা যাচ্ছে এক সুপারস্টার গুরু দত্তের চরিত্রে অভিনয় করতে চলেছেন আরও এক সুপারস্টার আমির খান । তবে পুরোটাই রয়েছে আলোচনার স্তরে ।

Aamir Khan as guru dutt
Aamir Khan as guru dutt
author img

By

Published : Jan 24, 2021, 6:46 PM IST

মুম্বই : ভারতীয় সিনেমার অতি পরিচিত নাম গুরু দত্ত । একজন টেলিফোন অপারেটর থেকে লেজন্ডারি অভিনেতা হয়ে ওঠা মুখের কথা ছিল না । সোশাল মিডিয়া বা পাপারাৎজ়িদের বাড়বাড়ন্ত ছাড়াই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন গুরু দত্ত । তাঁর বায়োপিক তৈরি করে এক প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছেন পরিচালক ভাবনা তলওয়ার ।

পরবর্তী প্রজন্মকে গুরু দত্তের গল্প শোনানোর জন্য সঠিক অভিনেতাকেও বেছে নেওয়া দরকার, যিনি সৎভাবে সেই মানুষটিকে সবার সামনে তুলে ধরতে পারবেন । শোনা যাচ্ছে, এই গুরুদায়িত্ব আমির খানকে দিতে চলেছেন ভাবনা ।

'পিয়াসা' নামে এই বায়োপিকের জন্য অ্যাপ্রোচ করা হয়েছে আমিরকে । তিনি নাকি এই প্রজেক্টে আগ্রহও দেখিয়েছেন । প্রায় 120 কোটি টাকা বাজেটে তৈরি হবে 'পিয়াসা' ।

Aamir Khan as guru dutt
গুরু..

তবে পুরোটাই আলোচনার স্তরে রয়েছে । এখনও কোনও অফিশিয়াল বিবৃতি আসেনি এই বিষয়ে ।

আমির খানের 'লাল সিং চড্ডা'-র মুক্তি নিয়েও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি । কয়েক বছর ধরে এই ছবি তৈরি হচ্ছে । তবে বিভিন্ন কারণে পিছিয়ে যাচ্ছে মুক্তি । শোনা গেছে 'লাল সিং চড্ডা' রিলিজ় করার আগে কোনও ছবিতে হাত দেবেন না মিস্টার পারফেকশনিস্ট খান ।

মুম্বই : ভারতীয় সিনেমার অতি পরিচিত নাম গুরু দত্ত । একজন টেলিফোন অপারেটর থেকে লেজন্ডারি অভিনেতা হয়ে ওঠা মুখের কথা ছিল না । সোশাল মিডিয়া বা পাপারাৎজ়িদের বাড়বাড়ন্ত ছাড়াই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন গুরু দত্ত । তাঁর বায়োপিক তৈরি করে এক প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছেন পরিচালক ভাবনা তলওয়ার ।

পরবর্তী প্রজন্মকে গুরু দত্তের গল্প শোনানোর জন্য সঠিক অভিনেতাকেও বেছে নেওয়া দরকার, যিনি সৎভাবে সেই মানুষটিকে সবার সামনে তুলে ধরতে পারবেন । শোনা যাচ্ছে, এই গুরুদায়িত্ব আমির খানকে দিতে চলেছেন ভাবনা ।

'পিয়াসা' নামে এই বায়োপিকের জন্য অ্যাপ্রোচ করা হয়েছে আমিরকে । তিনি নাকি এই প্রজেক্টে আগ্রহও দেখিয়েছেন । প্রায় 120 কোটি টাকা বাজেটে তৈরি হবে 'পিয়াসা' ।

Aamir Khan as guru dutt
গুরু..

তবে পুরোটাই আলোচনার স্তরে রয়েছে । এখনও কোনও অফিশিয়াল বিবৃতি আসেনি এই বিষয়ে ।

আমির খানের 'লাল সিং চড্ডা'-র মুক্তি নিয়েও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি । কয়েক বছর ধরে এই ছবি তৈরি হচ্ছে । তবে বিভিন্ন কারণে পিছিয়ে যাচ্ছে মুক্তি । শোনা গেছে 'লাল সিং চড্ডা' রিলিজ় করার আগে কোনও ছবিতে হাত দেবেন না মিস্টার পারফেকশনিস্ট খান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.