ETV Bharat / sitara

ভারত-চীন সংঘর্ষের প্রভাব পড়ল আমিরের শুটে - আমির খানের খবর

ভারত-চীন সংঘর্ষের প্রভাব পড়ল আমির খানের শুটে । লাদাখে 'লাল সং চড্ডা'-র শুট বাতিল করলেন অভিনেতা ।

Aamir Khan cancel shoot in Ladakh
Aamir Khan cancel shoot in Ladakh
author img

By

Published : Jul 6, 2020, 10:36 AM IST

মুম্বই : লাদাখ নিয়ে ভারত ও চিনের মধ্যে এক টালমাটাল পরিস্থিতি বিরাজমান । আর সেই জন্য লাদাখে শুট বাতিল করতে বাধ্য হলেন আমির খান । এবার তাঁর পরবর্তী ফিল্ম 'লাল সিং চড্ডা'-র শুট হতে পারে কার্গিলে, জানা যাচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে ।

শোনা যাচ্ছে, আমির নাকি ছবির পরিচালক অদ্ভেত চন্দনের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তে এসে পৌঁছেছেন । লাদাখে কোনওভাবেই শুটিং করা ঠিক নয়, সামগ্রিক মত প্রকাশ করেছে টিম 'লাল সিং চড্ডা' । তার বদলে কার্গিলে শুট করার কথা ভাবছেন তাঁরা ।

বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, "আমির, অদ্ভেত এবং প্রযোজনা সংস্থার কর্তৃপক্ষের ইচ্ছে লাদাখের বদলে কার্গিলে পুরো শুটিং করার । তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি । তাড়াতাড়ি সিদ্ধান্ত জানা যাবে ।"

Aamir Khan cancel shoot in Ladakh
শুটিংয়ে আমিরের সঙ্গে কো-স্টার করিনা

হলিউডের বিখ্যাত ফিল্ম 'ফরেস্ট গাম্প' অনুকরণে তৈরি হচ্ছে 'লাল সিং চড্ডা' । 2018 সালে 'ঠাগস অফ হিন্দুস্তান'-এর পর বড় পরদায় আর দেখা নেই আমিরের । তাই তাঁকে দেখতে মুখিয়ে দর্শক ।

শোনা যাচ্ছে 2021 সালের ক্রিসমাসে মুক্তি পেতে পারে 'লাল সিং চড্ডা' । তার আগে অন্য কোনও ছবির কাজে হাত দেবেন না আমির, শোনা গেছে এমনও ।

মুম্বই : লাদাখ নিয়ে ভারত ও চিনের মধ্যে এক টালমাটাল পরিস্থিতি বিরাজমান । আর সেই জন্য লাদাখে শুট বাতিল করতে বাধ্য হলেন আমির খান । এবার তাঁর পরবর্তী ফিল্ম 'লাল সিং চড্ডা'-র শুট হতে পারে কার্গিলে, জানা যাচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে ।

শোনা যাচ্ছে, আমির নাকি ছবির পরিচালক অদ্ভেত চন্দনের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তে এসে পৌঁছেছেন । লাদাখে কোনওভাবেই শুটিং করা ঠিক নয়, সামগ্রিক মত প্রকাশ করেছে টিম 'লাল সিং চড্ডা' । তার বদলে কার্গিলে শুট করার কথা ভাবছেন তাঁরা ।

বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, "আমির, অদ্ভেত এবং প্রযোজনা সংস্থার কর্তৃপক্ষের ইচ্ছে লাদাখের বদলে কার্গিলে পুরো শুটিং করার । তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি । তাড়াতাড়ি সিদ্ধান্ত জানা যাবে ।"

Aamir Khan cancel shoot in Ladakh
শুটিংয়ে আমিরের সঙ্গে কো-স্টার করিনা

হলিউডের বিখ্যাত ফিল্ম 'ফরেস্ট গাম্প' অনুকরণে তৈরি হচ্ছে 'লাল সিং চড্ডা' । 2018 সালে 'ঠাগস অফ হিন্দুস্তান'-এর পর বড় পরদায় আর দেখা নেই আমিরের । তাই তাঁকে দেখতে মুখিয়ে দর্শক ।

শোনা যাচ্ছে 2021 সালের ক্রিসমাসে মুক্তি পেতে পারে 'লাল সিং চড্ডা' । তার আগে অন্য কোনও ছবির কাজে হাত দেবেন না আমির, শোনা গেছে এমনও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.