মানালি (হিমাচলপ্রদেশ) : তাঁর সুরক্ষা নিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন কঙ্গনা রানাওয়াতের বাবা । আর তারপরই অভিনেত্রীর মানালির বাড়ির সামনে মোতায়েন করা হল পুলিশ ।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একের পর এক বিষয় নিয়ে সরব হতে দেখা গিয়েছে কঙ্গনা রানাওয়াতকে । কখনও বলিউডের নেপোটিজ়ম আবার কখনও ইন্ডাস্ট্রির সঙ্গে মাদক যোগের অভিযোগ নিয়ে সরব হয়েছেন তিনি । প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্র পুলিশ ও মহারাষ্ট্র সরকারের ভূমিকা নিয়েও । আর এতেই অভিনেত্রীর উপর চটে যায় শিবসেনা । এ নিয়ে একাধিকবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি । চলছিল আক্রমণ পালটা আক্রমণের পালা ।
কয়েকদিন আগে সঞ্জয় রাউত দলের মুখপত্র সামনায় লেখেন, "কঙ্গনা রানাওয়াতের মনে যদি মহারাষ্ট্র পুলিশকে নিয়ে কোনও সম্মান না থাকে তাহলে যেন তিনি মুম্বইতে না ফেরেন । উনি মহারাষ্ট্র পুলিশের অপমান করেছেন ।" এরপর থেকেই সোশাল মিডিয়ায় একাধিক হুমকি পাচ্ছিলেন কঙ্গনা । অনেকেই তাঁকে মুম্বইতে ফিরতে বারণ করেন । কয়েকজন আবার তাঁকে মারার হুমকিও দেন ।
যদিও এই হুমকিগুলিকে বিশেষ গুরুত্ব দেননি কঙ্গনা । বরং 9 সেপ্টেম্বর তিনি মুম্বই ফিরবেন বলে সোশাল মিডিয়ায় সাফ জানিয়ে দেন । বলেন, "আমি ঠিক করেছি 9 সেপ্টেম্বর মুম্বই ফিরব । আর কখন বিমানবন্দরে নামব সেটাও বলে দেব । কারও বাবার ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাক ।" আর এভাবেই সঞ্জয় রাউতের দিকে পালটা চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিনেত্রী ।
এরপরই মেয়ের নিরাপত্তার জন্য হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের কাছে লিখিতভাবে আবেদন জানান কঙ্গনার বাবা । সেই আবেদনের ভিত্তিতেই তাঁকে 'Y' প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেয় কেন্দ্রীয় সরকার । এর পাশাপাশি কঙ্গনার মানালির বাড়িতেও পুলিশ মোতায়েন করা হয় রাজ্যের তরফে ।
-
Himachal Pradesh: A state police team has been deployed outside actor Kangana Ranaut's residence, in Manali.
— ANI (@ANI) September 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
A team of health officials is also present at the actor's residence, to test her and her sister for #COVID19. https://t.co/AUfzUXLAjQ pic.twitter.com/llZJs4kF8q
">Himachal Pradesh: A state police team has been deployed outside actor Kangana Ranaut's residence, in Manali.
— ANI (@ANI) September 7, 2020
A team of health officials is also present at the actor's residence, to test her and her sister for #COVID19. https://t.co/AUfzUXLAjQ pic.twitter.com/llZJs4kF8qHimachal Pradesh: A state police team has been deployed outside actor Kangana Ranaut's residence, in Manali.
— ANI (@ANI) September 7, 2020
A team of health officials is also present at the actor's residence, to test her and her sister for #COVID19. https://t.co/AUfzUXLAjQ pic.twitter.com/llZJs4kF8q
এ প্রসঙ্গে জয়রাম ঠাকুর বলেন, "কঙ্গনা রানাওয়াত আমাদের রাজ্যের মেয়ে । আমার কাছে মেয়ের নিরাপত্তার জন্য আবেদন করেছিলেন তাঁর বাবা । সেকথা আমি DGP-কে জানাই । আর এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলি ।" সেই নির্দেশ মতোই কঙ্গনার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে ।