ETV Bharat / sitara

11 বছর আগে সইফের সঙ্গে তোলা ছবি পোস্ট করিনার - kareena missing outing with saif ali khan

আজ ইনস্টাগ্রামে মরক্কোর একটি ছবি পোস্ট করেন করিনা । 2009 সালে 'এজেন্ট বিনোদ' ছবির শুটিংয়ের জন্য মরক্কো গিয়েছিলেন করিনা ও সইফ । তখনই তোলা হয় ছবিটি । অ্যালবাম ঘেঁটে এই ছবি পোস্ট করেন করিনা ।

sdf
sdf
author img

By

Published : May 9, 2020, 6:47 PM IST

মুম্বই : করিনার পরনে ঘিয়ে রঙের ড্রেস । হাতে ব্যাগ ও চোখে চশমা । আর সইফের পরনে পার্পেল শার্ট ও সাদা প্যান্ট । মরক্কোর রাস্তায় এভাবেই নিশ্চিন্তে হেঁটেছিলেন তাঁরা । তাও প্রায় 11 বছর আগে । সম্প্রতি 2009 সালের ওই ছবিই সোশাল মিডিয়ায় শেয়ার করেন করিনা কাপুর খান ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে গৃহবন্দী সবাই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । কোথাও যেন হারিয়ে গিয়েছে সবার জীবনের স্বাভাবিক ছন্দটা । আর সেই ছন্দে ফেরার অপেক্ষায় রয়েছেন সবাই । মুখিয়ে রয়েছেন করিনাও ।

এখন গৃহবন্দী তিনিও । সময় কাটছে পরিবারের সঙ্গে । কিন্তু, মন যেন কিছুই ঘরে আটকে থাকতে চাইছে না । বার বার ঘুরতে যেতে, শপিং করতে, বন্ধুদের সঙ্গে দেখা করতে ও কাজ করতে ইচ্ছে করছে । আর সেই সব কথাই সোশাল মিডিয়ায় একাধিক পুরোনো ছবি পোস্ট করে বোঝাতে চাইছেন করিনা ।

আজ ইনস্টাগ্রামে মরক্কোর একটি ছবি পোস্ট করেন করিনা । 2009 সালে 'এজেন্ট বিনোদ' ছবির শুটিংয়ের জন্য মরক্কো গিয়েছিলেন করিনা ও সইফ । তখনই তোলা হয় ছবিটি । অ্যালবাম ঘেঁটে এই ছবি পোস্ট করেন করিনা ।

এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাতে কমেন্ট করেন অনেকেই । করিশ্মা কাপুর লেখেন, "ভালো লাগছে"। মালাইকা অরোরা লেখেন, "অসাধারণ"।

এদিকে গতকাল আরও একটি পুরোনো ছবি পোস্ট করেছিলেন তিনি । 'লাল সিং চাড্ডা'-র সেটে তোলা একটি ছবি শেয়ার করেন । ছবিতে রয়েছেন মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে অনেকেই । তার ক্যাপশনে করিনা লেখেন, "সুন্দর পুরোনো দিনগুলি...যখন সামাজিক দূরত্বের কোনও প্রয়োজন ছিল না শুধুই ভালোবাসা থাকত । কিন্তু, এখন দূরত্ব বজায় রাখুন আর বাড়িতে থাকুন..."।

মুম্বই : করিনার পরনে ঘিয়ে রঙের ড্রেস । হাতে ব্যাগ ও চোখে চশমা । আর সইফের পরনে পার্পেল শার্ট ও সাদা প্যান্ট । মরক্কোর রাস্তায় এভাবেই নিশ্চিন্তে হেঁটেছিলেন তাঁরা । তাও প্রায় 11 বছর আগে । সম্প্রতি 2009 সালের ওই ছবিই সোশাল মিডিয়ায় শেয়ার করেন করিনা কাপুর খান ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে গৃহবন্দী সবাই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । কোথাও যেন হারিয়ে গিয়েছে সবার জীবনের স্বাভাবিক ছন্দটা । আর সেই ছন্দে ফেরার অপেক্ষায় রয়েছেন সবাই । মুখিয়ে রয়েছেন করিনাও ।

এখন গৃহবন্দী তিনিও । সময় কাটছে পরিবারের সঙ্গে । কিন্তু, মন যেন কিছুই ঘরে আটকে থাকতে চাইছে না । বার বার ঘুরতে যেতে, শপিং করতে, বন্ধুদের সঙ্গে দেখা করতে ও কাজ করতে ইচ্ছে করছে । আর সেই সব কথাই সোশাল মিডিয়ায় একাধিক পুরোনো ছবি পোস্ট করে বোঝাতে চাইছেন করিনা ।

আজ ইনস্টাগ্রামে মরক্কোর একটি ছবি পোস্ট করেন করিনা । 2009 সালে 'এজেন্ট বিনোদ' ছবির শুটিংয়ের জন্য মরক্কো গিয়েছিলেন করিনা ও সইফ । তখনই তোলা হয় ছবিটি । অ্যালবাম ঘেঁটে এই ছবি পোস্ট করেন করিনা ।

এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাতে কমেন্ট করেন অনেকেই । করিশ্মা কাপুর লেখেন, "ভালো লাগছে"। মালাইকা অরোরা লেখেন, "অসাধারণ"।

এদিকে গতকাল আরও একটি পুরোনো ছবি পোস্ট করেছিলেন তিনি । 'লাল সিং চাড্ডা'-র সেটে তোলা একটি ছবি শেয়ার করেন । ছবিতে রয়েছেন মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে অনেকেই । তার ক্যাপশনে করিনা লেখেন, "সুন্দর পুরোনো দিনগুলি...যখন সামাজিক দূরত্বের কোনও প্রয়োজন ছিল না শুধুই ভালোবাসা থাকত । কিন্তু, এখন দূরত্ব বজায় রাখুন আর বাড়িতে থাকুন..."।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.