কলকাতা : আজ 66 তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের বিজয়ীদের নাম ঘোষণা করা হল । সাধারণত এই তালিকা ঘোষণা করা হয় এপ্রিল মাসে এবং উপস্থাপনা প্রতি বছর 3 মে অনুষ্ঠিত হয়ে থাকে । তবে এবার লোকসভা নির্বাচনের কারণে এবার বিলম্ব হয়েছিল ।
ফিচার ফিল্মের প্রধান জুরি রাহুল রওয়েল এই অ্য়াওয়ার্ড বিজয়ী ছবিগুলির নাম ঘোষণা করেন । ফিচার ফিল্মের মোট 31 টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয় । এবছর ফিল্ম ফ্রেন্ডলি রাজ্যের জন্য একটি অ্যাওয়ার্ডের স্থান রাখা হয়েছিল ।
অভিনেতা ভিকি কৌশলের 'উরি' চারটি অ্যাওয়ার্ড নিজের ঝুলিতে পুরে নিয়েছে ।
66 তম ন্যাশনাল অ্যাওয়ার্ডের পুরো তালিকাটি নীচে দেওয়া হল :
মোস্ট ফিল্ম-ফ্রেন্ডলি স্টেট - উত্তরাখণ্ড
বেস্ট বুক অন সিনেমা - মলয়ালম বই 'মানো প্রার্থনা পুল্লে'; স্পেশাল মেনশন পেয়েছে 'ইন এ কাল্ট অফ দেয়ার ওন'
বেস্ট ফিল্ম ক্রিটিক - ব্লেস জনি (মলয়ালম), আনন্থ বিজয় (হিন্দি)
নন ফিচার ফিল্ম ক্যাটাগরি :
- বেস্ট ফিল্ম অন ফ্যামিলি ভ্যালুজ় - চলো জিতে হ্যায়
- বেস্ট শর্ট ফিকশন ফিল্ম - কসব
- সোশাল জাস্টিস ফিল্ম - হোয়াই মি, একান্ত
- বেস্ট ইনভেস্টিগেশন ফিল্ম - আমোলি
- বেস্ট স্পোর্টস ফিল্ম - সুইমিং থ্রু দা ডার্কনেস
- বেস্ট এডুকেশনাল ফিল্ম - সারালা ভিরালা
- বেস্ট ফিল্ম অন সোশাল ইশু - তালাতে কুঞ্জি
- বেস্ট এনভারমেন্টাল ফিল্ম - রিডিসকভারিং জহন্নম
- বেস্ট ফিল্ম অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি - জি ডি নাইডু : দি এডিসন অফ ইন্ডিয়া
- বেস্ট আর্টস অ্যান্ড কালচারাল ফিল্ম - মুনকর
- বেস্ট ডেবিউ নন-ফিচার ফিল্ম অফ এ ডিরেক্টর - ফেলুদা
- বেস্ট নন-ফিচার ফিল্ম - সানরাইজ়, দা সিক্রেট লাইফ অফ ফ্রগস
ফিচার ফিল্মস :
- অভিনয়ের জন্য স্পেশাল মেনশন পেয়েছেন যে সমস্ত অ্যাক্টর - শ্রুতি হরিহরণ, চন্দ্রচূড় রাই, জোসি জোসেফ, সাবিত্রি
- বেস্ট রাজস্থানি ফিল্ম - টার্টল
- বেস্ট পঞ্জঙ্গ ফিল্ম - ইন দা ল্যান্ড অফ পয়েজ়নাস উওমেন
- বেস্ট গার্গো ফিল্ম - অ্যানা
- বেস্ট মারাঠি ফিল্ম - ভোঙ্গা
- বেস্ট তামিল ফিল্ম - বরম
- বেস্ট হিন্দি ফিল্ম - অন্ধাধুন
- বেস্ট উর্দু ফিল্ম - হামিদ
- বেস্ট বেঙ্গলি ফিল্ম - এক যে ছিল রাজা
- বেস্ট মলয়ালম ফিল্ম - সুদানি ফ্রম নাইজেরিয়া
- বেস্ট তেলুগু ফিল্ম - মহনতি
- বেস্ট কন্নড় ফিল্ম - নথিচরমি
- বেস্ট কোঙ্কানি ফিল্ম - আমোরি
- বেস্ট অ্যাসামিজ় ফিল্ম - বুলবুল ক্যান সিং
- বেস্ট পঞ্জাবি ফিল্ম - হরজীতা
- বেস্ট গুজরাতি ফিল্ম - রেভা
- বেস্ট কোরিওগ্রাফি -'পদ্মাবত'-এ 'ঘুমার'-এর জন্য কৃতি মহেশ মিদ্যা ও জ্যোতি ডি তোমার
- বেস্ট মিউজ়িক ডিরেক্টর - পদ্মাবত
- বেস্ট স্পেশাল এফেক্ট - অ্যাওয়ে, KGF
- বেস্ট মিউজ়িক ডিরেকশন - 'পদ্মাবত'-র জন্য সঞ্জয় লীলা বনসালি
- বেস্ট ব্যাকগ্রাউন্ড মিউজ়িক অ্যাওয়ার্ড - উরি : দা সার্জিকাল স্ট্রাইক
- বেস্ট মেক-আপ আর্টিস্ট - অ্যাওয়ে-র জন্য রনজিত
- বেস্ট কসটিউম ডিজ়াইনার - মহনতির জন্য রাজশ্রী পটনায়ক, বরুণ শাহ ও অর্চনা রাও
- বেস্ট অ্যাকশন - KGF-চ্যাপটার ১
- বেস্ট লিরিক্স - নথিচরমি
- বেস্ট প্রোডাকশন ডিজ়াইন - কম্মর সমভবম
- বেস্ট এডিটিং - নথিচরমি
- বেস্ট লোকেশন সাউন্ড - টেন্ডল্যা
- বেস্ট সাউন্ড ডিজ়াইন - উরি
- বেস্ট মিক্সড ট্র্যাক - রঙ্গসথলম
- বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে - চি লা সো
- বেস্ট অ্য়াডপ্টেড স্ক্রিনপ্লে - অন্ধাধুন
- বেস্ট ডায়ালগ - তারিখ
- বেস্ট সিনেমাটোগ্রাফি - ওলু (মলয়ালম) টু এম জে রাধাকৃষ্ণন
- বেস্ট ফিমেল প্লে-ব্যাক সিংগার - নথিচরমি-র মায়াভি মানাভি-র জন্য বিন্দু মণি
- বেস্ট মেল প্লেব্যাক সিংগার - পদ্মাবত-র বিতে দিল-র জন্য অরিজিৎ সিং
- বেস্ট ফিল্ম অন সোশাল ইসুজ় - প্যাড ম্যান
- বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস - বাধাই হো-র সুরেখা সিক্রি
- বেস্ট সাপোর্টিং অ্যাক্টর - চুম্বক-র স্বানন্দ কিরকিরে
- বেস্ট অ্যাক্টর - অন্ধাধুন-র আয়ুষ্মান খুরানা, উরি-র ভিকি কৌশল
- বেস্ট অ্যাক্ট্রেস - মহনতি-র কীর্তি সুরেশ
- বেস্ট ডিরেকশন - উরি-র আদিত্য ধর
- বেস্ট ফিচার ফিল্ম - হেল্লারো (গুজরাতি)
- বেস্ট চিলড্রেনস ফিল্ম - সরকারি. হি. প্রা. শালে কসরগোডু, কোডুগে
- বেস্ট চাইল্ড অ্যাক্টর্স - পি ভি রোহিত ফর ওনডাল্লা এরাডাল্লা (কন্নড়), সমিপ সিং ফর হরজীতা (পঞ্জাবি), তালহা আরশদ রেশি ফর হামিদ (উর্দু), শ্রীনিবাস পোকালে ফর নাল (মারাঠি)
- বেস্ট ফিল্ম অন এনভারমেন্ট কনজ়ারভেশন - পানী
নার্গিস দত্ত অ্যাওয়ার্ড ফর ন্যাশনাল ইনটিগ্রেশন - ওনডাল্লা এরাডাল্লা
বেস্ট পপুলার ফিল্ম প্রোভাইডিং হোলসাম এন্টারটেনমেন্ট - বাধাই হো
জুরি অ্যাওয়ার্ডস - কেদারা (বাংলা), হেল্লারো (গুজরাতি)
ইন্দিরা গান্ধি অ্যাওয়ার্ড ফর বেস্ট ডেবিউ ফিল্ম অফ এ ডিরেক্টর - সুধাকর রেড্ডি ইয়াকান্তি ফর নাল