ETV Bharat / science-and-technology

Audio-Video calls in X: অডিয়ো-ভিডিয়ো কলের সুবিধা ইউজারদের, বড় ঘোষণা মাস্কের

সোশাল মিডিয়ায় প্ল্যাটফর্ম এক্স (টুইটার)-এ বড় পরিবর্তনের কথা ঘোষণা করেছেন কর্ণধার ইলন মাস্ক ৷ এবার এক্স-এ অডিয়ো ও ভিডিয়ো কলের সুবিধা পেতে চলেছেন ইউজাররা ৷ বৃহস্পতিবার জানিয়েছেন মাস্ক ৷

Etv Bharat
এক্স নিয়ে বড় ঘোষণা এলেন মাস্কের
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 6:18 PM IST

লস অ্যাঞ্জেলস, 31 অগস্ট: সোশাল মিডিয়ায় প্ল্যাটফর্ম এক্স (টুইটার)-এ অডিয়ো ও ভিডিয়ো কলের সুবিধা পাবেন ইউজাররা ৷ বৃহস্পতিবার এমনই ঘোষণা করেছেন মাইক্রো-ব্লগিং সাইট এক্স-এর কর্ণধার ইলন মাস্ক ৷ যে কোনও অ্যানড্রয়েড, আইওএস, পিসি এবং ম্যাক কম্পিউটার থেকেই এই সুযোগ পাওয়া যাবে বলে জানানো হয়েছে ৷ হোয়াটসঅ্যাপ ছাড়া অনান্য সামাজিক মাধ্যম থেকে যেমন অডিয়ো ও ভিডিয়ো কল করা সম্ভব হয়, তেমনি এক্স (টুইটার) থেকেও ফোন নম্বর ছাড়াই ফোন করা সম্ভব হবে বলে জানিয়েছেন এক্স-কর্তা ৷

এদিন এক্স (টুইট) করে মাস্ক বলেন, "ভিডিয়ো ও অডিয়ো কলের সুবিধা এক্স-এ আসছে ৷ যে কোনও আইওএস, অ্যানড্রয়েড, ম্যাক ও পিসি-তে এই সুবিধা থাকবে ৷ কোনও ফোন নম্বর প্রয়োজনীয় নয় ৷ এক্স গ্লোবালি সকলের অ্যাডড্রেস বুক হতে চলেছে ৷ বিষয়টি খুব ইউনিক হবে ৷" তবে এই ফিচার কবে চালু হবে, বা কবে নাগাদ এই সুবিধা পাবেন এক্স ইউজারকারীরা, তা জানাননি ইলন মাস্ক ৷

  • Video & audio calls coming to X:

    - Works on iOS, Android, Mac & PC
    - No phone number needed
    - X is the effective global address book

    That set of factors is unique.

    — Elon Musk (@elonmusk) August 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জুলাই মাসে কোম্পানির ডিজাইনার অ্যানড্রিউ কোনওয়ে এই ফিচার সম্পর্কে একটা ধারণা দিয়েছিলেন ৷ কনওয়ে একটি স্ক্রিনশট শেয়ার করেছিলেন যেখানে ডিএম অর্থাৎ ডিরেক্ট ম্যাসেজ স্ক্রিনের উপরে বাঁদিকে অডিয়ো ও ভিডিয়ো কলের অপশন দেখানো হয়েছিল ৷

মনে করা হচ্ছে অপর এক টেক জায়ান্ট মার্ক জুকেরবার্গের সঙ্গে প্রতিযোগীতা শুরু করেছেন এলেন ৷ ফলে ফেসবুক তথা মেটা কর্ণধার যে সকল সুযোগ-সুবিধা মেটা ব্যবহারকারীদের দিয়েছেন, সেই রকমই সুযোগ এক্স ব্যবহারকারীদের দিতে চাইছেন ইলন ৷ শুধু তাই নয়, বিষয়টি গ্লোবালি করতে আরও অনেক বিষয়ে মাস্ক নজর দিচ্ছেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: টুইটার কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে সাইবস্ক্রাইবারদের ইমেল শেয়ার করবে, জানিয়েছেন মাস্ক

এর আগে মাস্ক বলেছিলেন, "দুঃখের হলেও এটা সত্যি যে, এখন পর্যন্ত কোনও ভালো সামাজিক মাধ্যম তৈরি হয়নি ৷ আমরাও ব্যর্থ হতে পারি ৷ কিন্তু আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাব ৷" 25 অগস্ট এক্স-এ একটি পোস্ট দেওয়া হয়েছিল ৷ যেখানে জানানো হয়েছিল, যাঁরা সাবস্ক্রাইবার রয়েছেন এক্স-এর তাঁরা 2 ঘণ্টা দীর্ঘ ভিডিয়ো পোস্ট করতে পারবেন এই প্ল্যাটফর্মে ৷

লস অ্যাঞ্জেলস, 31 অগস্ট: সোশাল মিডিয়ায় প্ল্যাটফর্ম এক্স (টুইটার)-এ অডিয়ো ও ভিডিয়ো কলের সুবিধা পাবেন ইউজাররা ৷ বৃহস্পতিবার এমনই ঘোষণা করেছেন মাইক্রো-ব্লগিং সাইট এক্স-এর কর্ণধার ইলন মাস্ক ৷ যে কোনও অ্যানড্রয়েড, আইওএস, পিসি এবং ম্যাক কম্পিউটার থেকেই এই সুযোগ পাওয়া যাবে বলে জানানো হয়েছে ৷ হোয়াটসঅ্যাপ ছাড়া অনান্য সামাজিক মাধ্যম থেকে যেমন অডিয়ো ও ভিডিয়ো কল করা সম্ভব হয়, তেমনি এক্স (টুইটার) থেকেও ফোন নম্বর ছাড়াই ফোন করা সম্ভব হবে বলে জানিয়েছেন এক্স-কর্তা ৷

এদিন এক্স (টুইট) করে মাস্ক বলেন, "ভিডিয়ো ও অডিয়ো কলের সুবিধা এক্স-এ আসছে ৷ যে কোনও আইওএস, অ্যানড্রয়েড, ম্যাক ও পিসি-তে এই সুবিধা থাকবে ৷ কোনও ফোন নম্বর প্রয়োজনীয় নয় ৷ এক্স গ্লোবালি সকলের অ্যাডড্রেস বুক হতে চলেছে ৷ বিষয়টি খুব ইউনিক হবে ৷" তবে এই ফিচার কবে চালু হবে, বা কবে নাগাদ এই সুবিধা পাবেন এক্স ইউজারকারীরা, তা জানাননি ইলন মাস্ক ৷

  • Video & audio calls coming to X:

    - Works on iOS, Android, Mac & PC
    - No phone number needed
    - X is the effective global address book

    That set of factors is unique.

    — Elon Musk (@elonmusk) August 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জুলাই মাসে কোম্পানির ডিজাইনার অ্যানড্রিউ কোনওয়ে এই ফিচার সম্পর্কে একটা ধারণা দিয়েছিলেন ৷ কনওয়ে একটি স্ক্রিনশট শেয়ার করেছিলেন যেখানে ডিএম অর্থাৎ ডিরেক্ট ম্যাসেজ স্ক্রিনের উপরে বাঁদিকে অডিয়ো ও ভিডিয়ো কলের অপশন দেখানো হয়েছিল ৷

মনে করা হচ্ছে অপর এক টেক জায়ান্ট মার্ক জুকেরবার্গের সঙ্গে প্রতিযোগীতা শুরু করেছেন এলেন ৷ ফলে ফেসবুক তথা মেটা কর্ণধার যে সকল সুযোগ-সুবিধা মেটা ব্যবহারকারীদের দিয়েছেন, সেই রকমই সুযোগ এক্স ব্যবহারকারীদের দিতে চাইছেন ইলন ৷ শুধু তাই নয়, বিষয়টি গ্লোবালি করতে আরও অনেক বিষয়ে মাস্ক নজর দিচ্ছেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: টুইটার কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে সাইবস্ক্রাইবারদের ইমেল শেয়ার করবে, জানিয়েছেন মাস্ক

এর আগে মাস্ক বলেছিলেন, "দুঃখের হলেও এটা সত্যি যে, এখন পর্যন্ত কোনও ভালো সামাজিক মাধ্যম তৈরি হয়নি ৷ আমরাও ব্যর্থ হতে পারি ৷ কিন্তু আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাব ৷" 25 অগস্ট এক্স-এ একটি পোস্ট দেওয়া হয়েছিল ৷ যেখানে জানানো হয়েছিল, যাঁরা সাবস্ক্রাইবার রয়েছেন এক্স-এর তাঁরা 2 ঘণ্টা দীর্ঘ ভিডিয়ো পোস্ট করতে পারবেন এই প্ল্যাটফর্মে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.