ETV Bharat / science-and-technology

হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আপডেট এবার ইনস্টাগ্রামে শেয়ারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 6:17 AM IST

New feature on WhatsApp: এবার WhatsApp ব্যবহারকারীরা 'স্ট্যাটাস আপডেট' সরাসরি Instagram-এ শেয়ার করতে পারবেন । এর আগে, ব্যবহারকারীরা তাদের স্ট্যাটাস আপডেট সরাসরি ফেসবুক স্টোরিতে শেয়ার করতে পারত । এবার মেটার অধীনে তিনটি অ্যাপ্লিকেশনই 'স্ট্যাটাস আপডেট' শেয়ারিংয়ে থাকবে ৷

New feature on WhatsApp
হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

হায়দরাবাদ, 5 ডিসেম্বর: বছর শেষের আগেই আবারও নতুন ফিচার নিয়ে এল 'মেটা' ৷ ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণকারী সংস্থা 'মেটা'র এই প্রয়াস টেক স্যাভিদের বেশ পছন্দ হবে বলেই মনে করছেন সংস্থার আধিকারিকরা ৷ এতদিন পর্যন্ত হোয়াটঅ্যাপ স্ট্যাটাস কেবলমাত্র ফেসবুকে শেয়ার করা যেত ৷ এবার থেকে এই একই স্ট্যাটাস ইনস্টাগ্রামেও শেয়ার করা যাবে ৷ এই নতুন ভাবনা অনেক আগেই পরিকল্পনা করেছিলেন 'মেটা'র সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ৷ অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়িত হল ৷

WABetaInfo-এর রিপোর্ট অনুসারে, নতুন এই ফিচারটি প্রথমে অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য আনা হয়েছিল ৷ অর্থাৎ, যে সমস্ত অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা স্ট্যাটাসটি সহজেই ইনস্টাগ্রামে শেয়ারের সুযোগ পাবেন ৷ তবে নতুন ফিচার আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে ৷ শীঘ্রই নতুন ফিচারটি চালু হয়ে যাবে ৷ এখনও পর্যন্ত, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তাদের স্ট্যাটাস আপডেট সরাসরি ফেসবুকে শেয়ার করতে পারেন ৷ তবে শীঘ্রই ফেসবুকের পাশপাশি ইনস্টাগ্রামেও তারা শেয়ার করতে পারবেন ৷ তবে ব্যবহারকারীদের কাছে হোয়াটস অ্যাপের পক্ষ থেকে অনুমোদন নেওয়া হবে তাঁরা স্ট্যাটাসগুলি ইনস্টাগ্রাম ও ফেসবুকে শেয়ার করতে চান কি না ? ব্যবহারকারী হ্যাঁ বললে তবেই সেটি ইনস্টাগ্রামে শেয়ারর হবে ৷ যেমনটা ফেসবুকের ক্ষেত্রে হয়ে থাকে ৷

কয়েকদিন আগেই হোয়াটঅ্যাপ এআই চ্য়াটের সুবিধার একটি ফিচার যোগ করা হয়েছিল ৷ তবে এক্ষেত্রে অবশ্য ব্যবহারকারীদের এআই-চালিত চ্যাটবোর্ডের সুবিধা থাকতে হবে ৷ এআই দ্বারা চালিত বৈশিষ্ট্যটি প্রাথমিকভাবে সেপ্টেম্বরে মার্ক জুকারবার্গ প্রকাশ করেছিলেন। নতুন চ্যাট শুরু করার জন্য চ্যাট ট্যাবে থাকা আইকনের উপরে একটি বোতাম থাকবে ৷ যেটি এআই দ্বারা চালিত চ্যাট বোর্ড দ্রুত অ্যাক্সেসের সুবিধা দেয় ৷ ব্যবহারকারীরাও দ্রুত চ্যাট করতে পারেন ৷

উল্লেখ্য, সেপ্টেম্বরের মাসেই এআই চ্যাটের সুবিধা দেওয়া হয়েছে হোয়াটস অ্যাপে ৷ তবে অ্যান্ড্রয়েড সংস্করণ 2.23.24.26-এর জন্য WhatsApp বিটা ভার্সনের হোম স্ক্রিনে একটি ছোট বোতাম দেওয়া রয়েছে ব্যবহারকারীদের জন্য ৷ যার সাহায্যে এআই চ্যাটের সুবিধা পাবেন ব্যবহারকারীরা ৷

আরও পড়ুন:

  1. হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে এক্স আনল অডিয়ো-ভিডিয়ো কল, জেনে নিন নতুন ফিচার
  2. হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে লক্ষ্মীলাভ করতে পারেন আপনিও, কীভাবে ?
  3. হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, লক করা যাবে চ্যাট বক্স

হায়দরাবাদ, 5 ডিসেম্বর: বছর শেষের আগেই আবারও নতুন ফিচার নিয়ে এল 'মেটা' ৷ ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণকারী সংস্থা 'মেটা'র এই প্রয়াস টেক স্যাভিদের বেশ পছন্দ হবে বলেই মনে করছেন সংস্থার আধিকারিকরা ৷ এতদিন পর্যন্ত হোয়াটঅ্যাপ স্ট্যাটাস কেবলমাত্র ফেসবুকে শেয়ার করা যেত ৷ এবার থেকে এই একই স্ট্যাটাস ইনস্টাগ্রামেও শেয়ার করা যাবে ৷ এই নতুন ভাবনা অনেক আগেই পরিকল্পনা করেছিলেন 'মেটা'র সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ৷ অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়িত হল ৷

WABetaInfo-এর রিপোর্ট অনুসারে, নতুন এই ফিচারটি প্রথমে অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য আনা হয়েছিল ৷ অর্থাৎ, যে সমস্ত অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা স্ট্যাটাসটি সহজেই ইনস্টাগ্রামে শেয়ারের সুযোগ পাবেন ৷ তবে নতুন ফিচার আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে ৷ শীঘ্রই নতুন ফিচারটি চালু হয়ে যাবে ৷ এখনও পর্যন্ত, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তাদের স্ট্যাটাস আপডেট সরাসরি ফেসবুকে শেয়ার করতে পারেন ৷ তবে শীঘ্রই ফেসবুকের পাশপাশি ইনস্টাগ্রামেও তারা শেয়ার করতে পারবেন ৷ তবে ব্যবহারকারীদের কাছে হোয়াটস অ্যাপের পক্ষ থেকে অনুমোদন নেওয়া হবে তাঁরা স্ট্যাটাসগুলি ইনস্টাগ্রাম ও ফেসবুকে শেয়ার করতে চান কি না ? ব্যবহারকারী হ্যাঁ বললে তবেই সেটি ইনস্টাগ্রামে শেয়ারর হবে ৷ যেমনটা ফেসবুকের ক্ষেত্রে হয়ে থাকে ৷

কয়েকদিন আগেই হোয়াটঅ্যাপ এআই চ্য়াটের সুবিধার একটি ফিচার যোগ করা হয়েছিল ৷ তবে এক্ষেত্রে অবশ্য ব্যবহারকারীদের এআই-চালিত চ্যাটবোর্ডের সুবিধা থাকতে হবে ৷ এআই দ্বারা চালিত বৈশিষ্ট্যটি প্রাথমিকভাবে সেপ্টেম্বরে মার্ক জুকারবার্গ প্রকাশ করেছিলেন। নতুন চ্যাট শুরু করার জন্য চ্যাট ট্যাবে থাকা আইকনের উপরে একটি বোতাম থাকবে ৷ যেটি এআই দ্বারা চালিত চ্যাট বোর্ড দ্রুত অ্যাক্সেসের সুবিধা দেয় ৷ ব্যবহারকারীরাও দ্রুত চ্যাট করতে পারেন ৷

উল্লেখ্য, সেপ্টেম্বরের মাসেই এআই চ্যাটের সুবিধা দেওয়া হয়েছে হোয়াটস অ্যাপে ৷ তবে অ্যান্ড্রয়েড সংস্করণ 2.23.24.26-এর জন্য WhatsApp বিটা ভার্সনের হোম স্ক্রিনে একটি ছোট বোতাম দেওয়া রয়েছে ব্যবহারকারীদের জন্য ৷ যার সাহায্যে এআই চ্যাটের সুবিধা পাবেন ব্যবহারকারীরা ৷

আরও পড়ুন:

  1. হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে এক্স আনল অডিয়ো-ভিডিয়ো কল, জেনে নিন নতুন ফিচার
  2. হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে লক্ষ্মীলাভ করতে পারেন আপনিও, কীভাবে ?
  3. হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, লক করা যাবে চ্যাট বক্স
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.