নয়া দিল্লি, 16 অগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার জানিয়েছেন, দেশের 5G প্রযুক্তির অপেক্ষা শেষ হয়েছে (Wait for 5G)৷ ফলে এর সুবিধা শীঘ্রই প্রতিটি গ্রামে পৌঁছে যাবে ।
75 তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে্য ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী জানান, ভারতের 5G সেমিকন্ডাক্টর এবং মোবাইল ফোন উত্পাদনের উপর জোর রয়েছে স্থানীয় স্তরে গুরুত্ব রয়েছে । শীঘ্রই প্রতিটি গ্রামকে ডিজিটাল বিশ্বের সঙ্গে সংযুক্ত করা হবে । আর সেই লক্ষ্যেই দেশে 5G যুগের সূচনা হবে ৷
প্রধানমন্ত্রী সম্ভবত 29 সেপ্টেম্বর ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) এর সময় আনুষ্ঠানিকভাবে 5G নেটওয়ার্ক চালু করবেন ৷ তিনি বলেন, "আমরা একটা পরিবর্তনের সময়ে আছি ৷ ভারত একটি উচ্চাকাঙ্ক্ষী সমাজ যেখানে পরিবর্তনগুলি সম্মিলিত চেতনার দ্বারা চালিত হয় ৷"
আরও পড়ুন: স্পেস স্টার্টআপের সাফল্যের জন্য আইপিআর সম্পর্কে তথ্য