ETV Bharat / science-and-technology

মুখ দিয়ে মূত্রত্যাগ, আশ্চর্য অভ্যাস যে প্রাণীর - কচ্ছপ

সম্প্রতি প্রাণীটির এমন খেয়ালি জৈবক্রিয়ার কথা প্রকাশ্যে এসেছে৷ পৃথিবীতে আজ পর্যন্ত এমন একটি প্রাণীরই সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা ৷

tortoise urinates with its mouth
কচ্ছপ
author img

By

Published : Aug 19, 2020, 7:01 AM IST

Updated : Feb 16, 2021, 7:31 PM IST

কচ্ছপের দৌড় ! বিজ্ঞানীরাও ঘাবড়ে গিয়েছেন প্রাণীটির আজব কাণ্ডে ৷ তবে, কচ্ছপ বরাবরই প্রাণী বিজ্ঞানীদের চর্চার বিষয় ৷ কচ্ছপের দীর্ঘ জীবন নিয়ে, বর্ম বলয় নিয়ে হাজারো গবেষণা চলছে দীর্ঘদিন ধরেই ৷ তা বলে এমন কাণ্ড ! সারা দুনিয়ায় যার জুড়ি মেলা ভার ! কী সেই কাণ্ড ?

কচ্ছপ মুখ দিয়ে মূত্রত্যাগ করে ৷ হ্যাঁ ৷ ঠিকই পড়ছেন ৷ খুব সম্প্রতি প্রাণীটির এমন খেয়ালি জৈব ক্রিয়ার কথা প্রকাশ্যে এসেছে ৷ তা বলে কি সব কচ্ছপের প্রস্রাবের পথ মুখ ? না, তা নয় ৷ বিজ্ঞানীরা বলছেন, চিনের নরম খোলের এক বিশেষ প্রজাতির কচ্ছপ এই কাজ করে থাকে ৷ ন্যাশনাল জিওগ্রাফির প্রতিবেদন অনুযায়ী, পৃথিবীতে আজ পর্যন্ত এমন একটি প্রাণীরই সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা ৷

বছর কয়েক আগে ন্যাশনাল ইউনিভার্টিটি অফ সিঙ্গাপুরের গবেষকেরা প্রথম লক্ষ্য করেন, এক বিশেষ প্রজাতির কচ্ছপ মুখ দিয়ে মূত্রত্যাগ করে ৷ নেপথ্যে কচ্ছপের মুখের ভিতরের একধরনের জালিকা ৷ কিছুদিন আগে পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল, ওই জালিকা শ্বাসগ্রহণের কাজে লাগে ৷ কিন্তু তা ভুল প্রমাণিত হয়েছে ৷ মূত্রত্যাগের জন্যই ওই জালিকা, জেনে বিস্মিত খোদ গবেষকেরাও ৷ তবে, সত্য সামনে আসায় অবশ্যই খুশি তাঁরা ৷ বিশেষ কারণে খুশি ৷ বিজ্ঞানীরা মনে করছেন, চিনা কচ্ছপের অতুলনীয় জৈবক্রিয়ার আবিষ্কার মানুষের কাজে আসবে ৷ কিডনি সংক্রান্ত রোগের ক্ষেত্রে চিনা কচ্ছপের শারীরিক গঠন বিশেষ ভূমিকা নিতে পারে ৷ যদিও কচ্ছপের আজব কাণ্ড এখানেই শেষ হচ্ছে না ৷

শীতঘুমে যাওয়া কচ্ছপের শারীরিক ক্রিয়াও কৌতূহলের বিষয় ৷ বিশেষত তাদের শ্বাসগ্রহণ প্রক্রিয়া ৷ এই সময় এরা ফুসফুস দিয়ে নয় বরং গোটা শরীরে রক্তজালিকার মাধ্যমে শরীরের প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করে ৷ অন্য একটি গবেষণা বলছে, এক্ষেত্রে কাজে আসে কচ্ছপের শরীরের পিছনের অংশ ! সত্যিই কি তাই ?

উত্তর খুঁজতে ঘাম ঝরাচ্ছেন বিজ্ঞানীরা ৷ অর্থাৎ কি না কচ্ছপের দৌড় অব্যাহত ৷

কচ্ছপের দৌড় ! বিজ্ঞানীরাও ঘাবড়ে গিয়েছেন প্রাণীটির আজব কাণ্ডে ৷ তবে, কচ্ছপ বরাবরই প্রাণী বিজ্ঞানীদের চর্চার বিষয় ৷ কচ্ছপের দীর্ঘ জীবন নিয়ে, বর্ম বলয় নিয়ে হাজারো গবেষণা চলছে দীর্ঘদিন ধরেই ৷ তা বলে এমন কাণ্ড ! সারা দুনিয়ায় যার জুড়ি মেলা ভার ! কী সেই কাণ্ড ?

কচ্ছপ মুখ দিয়ে মূত্রত্যাগ করে ৷ হ্যাঁ ৷ ঠিকই পড়ছেন ৷ খুব সম্প্রতি প্রাণীটির এমন খেয়ালি জৈব ক্রিয়ার কথা প্রকাশ্যে এসেছে ৷ তা বলে কি সব কচ্ছপের প্রস্রাবের পথ মুখ ? না, তা নয় ৷ বিজ্ঞানীরা বলছেন, চিনের নরম খোলের এক বিশেষ প্রজাতির কচ্ছপ এই কাজ করে থাকে ৷ ন্যাশনাল জিওগ্রাফির প্রতিবেদন অনুযায়ী, পৃথিবীতে আজ পর্যন্ত এমন একটি প্রাণীরই সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা ৷

বছর কয়েক আগে ন্যাশনাল ইউনিভার্টিটি অফ সিঙ্গাপুরের গবেষকেরা প্রথম লক্ষ্য করেন, এক বিশেষ প্রজাতির কচ্ছপ মুখ দিয়ে মূত্রত্যাগ করে ৷ নেপথ্যে কচ্ছপের মুখের ভিতরের একধরনের জালিকা ৷ কিছুদিন আগে পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল, ওই জালিকা শ্বাসগ্রহণের কাজে লাগে ৷ কিন্তু তা ভুল প্রমাণিত হয়েছে ৷ মূত্রত্যাগের জন্যই ওই জালিকা, জেনে বিস্মিত খোদ গবেষকেরাও ৷ তবে, সত্য সামনে আসায় অবশ্যই খুশি তাঁরা ৷ বিশেষ কারণে খুশি ৷ বিজ্ঞানীরা মনে করছেন, চিনা কচ্ছপের অতুলনীয় জৈবক্রিয়ার আবিষ্কার মানুষের কাজে আসবে ৷ কিডনি সংক্রান্ত রোগের ক্ষেত্রে চিনা কচ্ছপের শারীরিক গঠন বিশেষ ভূমিকা নিতে পারে ৷ যদিও কচ্ছপের আজব কাণ্ড এখানেই শেষ হচ্ছে না ৷

শীতঘুমে যাওয়া কচ্ছপের শারীরিক ক্রিয়াও কৌতূহলের বিষয় ৷ বিশেষত তাদের শ্বাসগ্রহণ প্রক্রিয়া ৷ এই সময় এরা ফুসফুস দিয়ে নয় বরং গোটা শরীরে রক্তজালিকার মাধ্যমে শরীরের প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করে ৷ অন্য একটি গবেষণা বলছে, এক্ষেত্রে কাজে আসে কচ্ছপের শরীরের পিছনের অংশ ! সত্যিই কি তাই ?

উত্তর খুঁজতে ঘাম ঝরাচ্ছেন বিজ্ঞানীরা ৷ অর্থাৎ কি না কচ্ছপের দৌড় অব্যাহত ৷

Last Updated : Feb 16, 2021, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.