ETV Bharat / science-and-technology

Data Centre: বাড়ছে চাহিদা, 3 বছরের মধ্যে দেশে তৈরি হবে 45টি 'তথ্যভাণ্ডার' - India to have 45 massive data centres

দিন দিন বাড়ছে তথ্যের প্রয়োজনীয়তা । অ্যানারক-বিনসওয়াঙ্গার রিপোর্ট অনুযায়ী, সেই চাহিদা বা প্রয়োজনীয়তা মেটাতে 2025-এর মধ্যে দেশে তৈরি 45টি ডেটা সেন্টার (India to have 45 massive data centre) ।

Data centres News
2025-এর শেষ নাগাদ ভারতে 45টি বিশাল ডেটা সেন্টার থাকবে
author img

By

Published : Sep 1, 2022, 12:54 PM IST

Updated : Sep 1, 2022, 1:21 PM IST

মুম্বই, 1 সেপ্টেম্বর: ক্রমবর্ধমান চাহিদার জন্য 2025 সালের মধ্যে ভারতে 13 মিলিয়ন বর্গফুট এবং 1,015 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন 45টিরও বেশি ডেটা সেন্টার চালু করার পরিকল্পনা করা হয়েছে (India to have 45 massive Data Centre) ৷ অ্যানারক-বিনসওয়াঙ্গার রিপোর্ট অনুযায়ী, 2025-এর শেষে দেশে 183টি ডেটা সেন্টার থাকবে ।

প্রায় 1,015 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন সেন্টারগুলির 69 শতাংশের বেশি মুম্বই এবং চেন্নাইতেই তৈরি হবে ৷ যার 51 শতাংশ শুধু মুম্বইতেই । বর্তমানে, ভারত জুড়ে 11 মিলিয়ন বর্গফুট বিস্তৃত 138টি ডেটা সেন্টার রয়েছে । তার মোট আইটি ক্ষমতা 737 মেগাওয়াট ৷

অ্যানারক ক্যাপিটালের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লজিস্টিকস অ্যান্ড ডেটা সেন্টারের প্রেসিডেন্ট, দেবি শঙ্কর বলেন, "ভারতীয় তথ্যভাণ্ডার শিল্পমূল্য প্রায় 5.6 বিলিয়ন বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে । হাইপারস্কেলার এবং এন্টারপ্রাইজগুলির একসঙ্গে মিলিত হওয়ার ফলে অর্থবর্ষ 2025 পর্যন্ত দেশের মোট আনুমানিক ডেটা সেন্টারের চাহিদা 2,100 মেগাওয়াট হবে বলে আশা করা হচ্ছে ৷"

আরও পড়ুন: ব্ল্যাক হোল সংঘর্ষ মহাবিশ্বের সম্প্রসারণের হার বুঝতে সাহায্য করবে

দেশে প্রায় 2,688 মেগাওয়াট ডেটার সরবরাহের সম্ভাবনা রয়েছে । এই ডেটা সরবরাহের জন্য জমি নির্দিষ্ট করা হয়েছে । ডেটা সেন্টার তৈরি হলে বড় সংস্থাগুলি ডেটা সংগ্ৰহ করতে পারবে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবে দেশ। বৃহৎ সংস্থাগুলি তা থেকে তথ্য সংগ্রহ করলে আর্থিক ও ব্যবসায়িক লাভ ঘরে তোলা যাবে । তৈরি হবে কর্মসংস্থানও ।

মুম্বই, 1 সেপ্টেম্বর: ক্রমবর্ধমান চাহিদার জন্য 2025 সালের মধ্যে ভারতে 13 মিলিয়ন বর্গফুট এবং 1,015 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন 45টিরও বেশি ডেটা সেন্টার চালু করার পরিকল্পনা করা হয়েছে (India to have 45 massive Data Centre) ৷ অ্যানারক-বিনসওয়াঙ্গার রিপোর্ট অনুযায়ী, 2025-এর শেষে দেশে 183টি ডেটা সেন্টার থাকবে ।

প্রায় 1,015 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন সেন্টারগুলির 69 শতাংশের বেশি মুম্বই এবং চেন্নাইতেই তৈরি হবে ৷ যার 51 শতাংশ শুধু মুম্বইতেই । বর্তমানে, ভারত জুড়ে 11 মিলিয়ন বর্গফুট বিস্তৃত 138টি ডেটা সেন্টার রয়েছে । তার মোট আইটি ক্ষমতা 737 মেগাওয়াট ৷

অ্যানারক ক্যাপিটালের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লজিস্টিকস অ্যান্ড ডেটা সেন্টারের প্রেসিডেন্ট, দেবি শঙ্কর বলেন, "ভারতীয় তথ্যভাণ্ডার শিল্পমূল্য প্রায় 5.6 বিলিয়ন বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে । হাইপারস্কেলার এবং এন্টারপ্রাইজগুলির একসঙ্গে মিলিত হওয়ার ফলে অর্থবর্ষ 2025 পর্যন্ত দেশের মোট আনুমানিক ডেটা সেন্টারের চাহিদা 2,100 মেগাওয়াট হবে বলে আশা করা হচ্ছে ৷"

আরও পড়ুন: ব্ল্যাক হোল সংঘর্ষ মহাবিশ্বের সম্প্রসারণের হার বুঝতে সাহায্য করবে

দেশে প্রায় 2,688 মেগাওয়াট ডেটার সরবরাহের সম্ভাবনা রয়েছে । এই ডেটা সরবরাহের জন্য জমি নির্দিষ্ট করা হয়েছে । ডেটা সেন্টার তৈরি হলে বড় সংস্থাগুলি ডেটা সংগ্ৰহ করতে পারবে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবে দেশ। বৃহৎ সংস্থাগুলি তা থেকে তথ্য সংগ্রহ করলে আর্থিক ও ব্যবসায়িক লাভ ঘরে তোলা যাবে । তৈরি হবে কর্মসংস্থানও ।

Last Updated : Sep 1, 2022, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.