ETV Bharat / science-and-technology

সংযুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার ও ইন্সটাগ্রাম - Instagram

সম্প্রতি অ্যামেরিকার একটি সংবাদমাধ্যমে একথা জানান ফেসবুক CEO মার্ক জ়ুকেরবার্গ জানিয়েছেন, সংযুক্ত হতে চলেছে ফেসবুক ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামের ম্যাসেজিং ফিচার। অর্থাৎ একটি প্ল্যাটফর্ম থেকে তিনটি অ্যাপ ব্যবহার করা যাবে। এবং আলাদা আলাদাভাবেও পাঠানো যাবে। তবে তিনটি অ্যাপ সংযুক্ত হলে তাতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার থাকবে। ফলে চ্যাট থাকবে নিরাপদ।

ফোটো সৌজন্যে Pixabay
author img

By

Published : Feb 7, 2019, 6:07 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

দিল্লি, ৭ ফেব্রুয়ারি : সংযুক্ত হতে চলেছে ফেসবুক ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামের ম্যাসেজিং ফিচার। অর্থাৎ একটি প্ল্যাটফর্ম থেকে তিনটি অ্যাপ ব্যবহার করা যাবে। সম্প্রতি অ্যামেরিকার একটি সংবাদমাধ্যমে একথা জানান ফেসবুক CEO মার্ক জ়ুকেরবার্গ।

তিনি জানান, তিনটি অ্যাপ একটি প্ল্যাটফর্ম থেকে ব্যবহার করা গেলেও আলাদা আলাদাভাবেও পাঠানো যাবে। তবে তিনটি অ্যাপ সংযুক্ত হলে তাতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার থাকবে। ফলে চ্যাট থাকবে নিরাপদ।
সংস্থার মুখপাত্র বলেন, "এই সংযুক্তিকরণ নিয়ে এখনও প্রচুর আলোচনার প্রয়োজন। এটা একটা দীর্ঘকালীন প্রক্রিয়া।" এই সংযুক্তির ফলে কোনও ফেসবুক ব্যবহারকারী এনক্রিপটেড মেসেজ পাঠাতে পারবেন সেই ব্যবহারকারীদের যার শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে।

তবে এই ঘোষণার পরই গ্রাহকদের তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন সাইবার বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন গ্রাহকরা এক প্ল্যাটফর্মে সব মেসেজিং পরিষেবা পেলে তাদের পছন্দ অপছন্দ নিয়ে বিজ্ঞাপন দিতে পারবে ফেসবুক।

দিল্লি, ৭ ফেব্রুয়ারি : সংযুক্ত হতে চলেছে ফেসবুক ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামের ম্যাসেজিং ফিচার। অর্থাৎ একটি প্ল্যাটফর্ম থেকে তিনটি অ্যাপ ব্যবহার করা যাবে। সম্প্রতি অ্যামেরিকার একটি সংবাদমাধ্যমে একথা জানান ফেসবুক CEO মার্ক জ়ুকেরবার্গ।

তিনি জানান, তিনটি অ্যাপ একটি প্ল্যাটফর্ম থেকে ব্যবহার করা গেলেও আলাদা আলাদাভাবেও পাঠানো যাবে। তবে তিনটি অ্যাপ সংযুক্ত হলে তাতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার থাকবে। ফলে চ্যাট থাকবে নিরাপদ।
সংস্থার মুখপাত্র বলেন, "এই সংযুক্তিকরণ নিয়ে এখনও প্রচুর আলোচনার প্রয়োজন। এটা একটা দীর্ঘকালীন প্রক্রিয়া।" এই সংযুক্তির ফলে কোনও ফেসবুক ব্যবহারকারী এনক্রিপটেড মেসেজ পাঠাতে পারবেন সেই ব্যবহারকারীদের যার শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে।

তবে এই ঘোষণার পরই গ্রাহকদের তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন সাইবার বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন গ্রাহকরা এক প্ল্যাটফর্মে সব মেসেজিং পরিষেবা পেলে তাদের পছন্দ অপছন্দ নিয়ে বিজ্ঞাপন দিতে পারবে ফেসবুক।


Mumbai, Feb 07 (ANI): While addressing a press conference in Mumbai, Reserve Bank India (RBI) Governor Shaktikanta Das said, "GDP projection for 2019-20 is 7.4%. The inflation rate is estimated at 3.2-3.4% in the first half of the year 2019-20 and 3.9% in the third quarter of 2018-19". He further added, "Headline inflation is expected to remain contained below or at its target of 4%. This has opened space for policy action. Investment activity is recovering support mainly by public spending on infrastructure".
Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.