ETV Bharat / science-and-technology

Chandrayaan 3 Lander and Rover: চন্দ্রযান-3 মিশনে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান চাঁদে গিয়ে কী কাজ করবে ? - চন্দ্রযান মিশনে রোভার প্রজ্ঞান

চন্দ্রযান 3 -এর ল্যান্ডার বিক্রমের মসৃণ অবতরণ নিয়ে আমরা সকলেই প্রার্থনাই মগ্ন ৷ কিন্তু চাঁদে অবতরণের পর এই ল্যান্ডার বিক্রম ও তার ভিতরে থাকা রোভার প্রজ্ঞান কী করবে ? কেন এই চন্দ্রযান 3 মিশনে এই দুজনের ভূমিকা এত গুরুত্বপূর্ণ ?

Etv Bharat
চন্দ্রযান 3 মিশনে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 2:29 PM IST

বেঙ্গালুরু, 23 অগস্ট: আজ সন্ধ্যায় চন্দ্রযান-3 মিশনের ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে অবতরণ করবে ৷ তাই নিয়ে উত্তেজনায় ফুটছে গোটা দেশ ৷ চারিদিকে চলছে প্রার্থনা ৷ যাতে এই ল্যান্ডার ও রোভার সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করতে পারে ৷ কিন্তু জানেন কি এই ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান চাঁদে গিয়ে কী কী কাজ করবে ? কেন তাদের সফল অবতরণ এই মিশনের জন্য এত জরুরি ?

ইসরোর বিজ্ঞানীরা বিক্রম ও প্রজ্ঞানের কাজ সম্পর্কে যথেষ্ট আত্মবিশ্বাসী ৷ ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে নামার পর রোভারকে স্থাপন করবে ৷ সেই রোভার চাঁদের মাটি কেমন তার রাসায়নিক বিশ্লেষণ করবে ৷ তবে ল্যান্ডার ও রোভারের নির্দিষ্ট কাজ সম্পর্কে কৌতূহল রয়ে গিয়েছে ৷ বিশদে জানুন :

ল্যান্ডারের মিশন লাইফ চাঁদের একটি দিনের সমান ৷ যা পৃথিবীর 14 দিনের সমান ৷ রোভার-সহ এটির ভর 1 হাজার 749.86 কেজি ৷ এতে চারটি বৈজ্ঞানিক পেলোড (ট্রান্সমিশন ডেটা ইউনিটের বহন ক্ষমতা) রয়েছে ৷ রেডিয়ো অ্যানাটমি অফ মুন বাউন্ড হাইপারসেনসিটিভ আয়নোস্ফিয়ার ও অ্যাটমোস্ফিয়ারের (RAMBHA) কাছাকাছি চন্দ্রপৃষ্ঠের প্লাজমার (আয়ন ও ইলেকট্রন) ঘনত্ব এবং সময়ের সঙ্গে এর পরিবর্তনগুলি পরিমাপ করবে ৷

চন্দ্রের STE (সারফেস থার্মো ফিজিক্যাল এক্সপেরিমেন্ট) মেরু অঞ্চলের কাছে চাঁদের পৃষ্ঠের তাপীয় বৈশিষ্ট্যের পরিমাপ করার জন্য বোঝানো হয়েছে ৷ ইনস্ট্রুমেন্ট ফর লুনার সিসমিক অ্যাক্টিভিটি (ILSA)যন্ত্রটি চাঁদের অবতরণের স্থানের চারপাশে ভূমিকম্প পরিমাপ করবে ৷ এর পাশাপাশি চাঁদের ভূ-ত্বক ও আবরণের গঠনকে চিত্রিত করবে ৷ নাসার এলআরএ (লেজার রেট্রোরেফ্লেক্টর অ্যারে) যা চাঁদের গতিশীলতা বোঝার লক্ষ্যে একটি সুস্পষ্ট পরীক্ষা করবে ৷ এই এলআরএতে ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন এবং অ্যাভয়েডেন্স ক্যামেরা-সহ মোট 7টি সেন্সর থাকবে ৷ ল্যান্ডারের 6টি মেকানিজম রয়েছে ৷ যেগুলি হল ল্যান্ডার লেগ, রোভার ব়্যাম্প (প্রাইমারি ও সেকেন্ডারি), রোভার, আইএলএসএ, রম্ভা, চেস্ট পেলোডস, অ্যাম্বিলিক্যাল সংযোগকারী সুরক্ষা ব্যবস্থা ও এক্সব্যান্ড অ্যান্টেনা ৷

গুণগত ও পরিমাণগত মৌলিক বিশ্লেষণের জন্য রোভারের একটি LIBS (লেজার ইনডুসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ) প্রোপালশন মডিউল রয়েছে ৷ এই লিবস রাসায়নিক সংমিশ্রণ বের করতে এবং চন্দ্রপৃষ্ঠ সম্পর্কে আমাদের বোঝার জন্য খনিজ গঠন অনুমান করতে সাহায্য করবে ৷ আলফা পার্টিকেল এক্স-রে স্পেকটোমিটার (এপিএক্সএস) অবতরণ স্থানের চারপাশে চাঁদের মাটি ও শিলাগুলির মৌলিক উপাদান (যেমন ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, পটাসিয়াম, ক্যালসিয়াম, টাইটিয়াম ও আয়রন) কী তা নির্ধারণ করবে ৷

আরও পড়ুন : নির্ধারিত সময়ে চাঁদে অবতরণ করবে বিক্রম, দাবি ইসরোর চেয়ারম্যানের

বেঙ্গালুরু, 23 অগস্ট: আজ সন্ধ্যায় চন্দ্রযান-3 মিশনের ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে অবতরণ করবে ৷ তাই নিয়ে উত্তেজনায় ফুটছে গোটা দেশ ৷ চারিদিকে চলছে প্রার্থনা ৷ যাতে এই ল্যান্ডার ও রোভার সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করতে পারে ৷ কিন্তু জানেন কি এই ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান চাঁদে গিয়ে কী কী কাজ করবে ? কেন তাদের সফল অবতরণ এই মিশনের জন্য এত জরুরি ?

ইসরোর বিজ্ঞানীরা বিক্রম ও প্রজ্ঞানের কাজ সম্পর্কে যথেষ্ট আত্মবিশ্বাসী ৷ ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে নামার পর রোভারকে স্থাপন করবে ৷ সেই রোভার চাঁদের মাটি কেমন তার রাসায়নিক বিশ্লেষণ করবে ৷ তবে ল্যান্ডার ও রোভারের নির্দিষ্ট কাজ সম্পর্কে কৌতূহল রয়ে গিয়েছে ৷ বিশদে জানুন :

ল্যান্ডারের মিশন লাইফ চাঁদের একটি দিনের সমান ৷ যা পৃথিবীর 14 দিনের সমান ৷ রোভার-সহ এটির ভর 1 হাজার 749.86 কেজি ৷ এতে চারটি বৈজ্ঞানিক পেলোড (ট্রান্সমিশন ডেটা ইউনিটের বহন ক্ষমতা) রয়েছে ৷ রেডিয়ো অ্যানাটমি অফ মুন বাউন্ড হাইপারসেনসিটিভ আয়নোস্ফিয়ার ও অ্যাটমোস্ফিয়ারের (RAMBHA) কাছাকাছি চন্দ্রপৃষ্ঠের প্লাজমার (আয়ন ও ইলেকট্রন) ঘনত্ব এবং সময়ের সঙ্গে এর পরিবর্তনগুলি পরিমাপ করবে ৷

চন্দ্রের STE (সারফেস থার্মো ফিজিক্যাল এক্সপেরিমেন্ট) মেরু অঞ্চলের কাছে চাঁদের পৃষ্ঠের তাপীয় বৈশিষ্ট্যের পরিমাপ করার জন্য বোঝানো হয়েছে ৷ ইনস্ট্রুমেন্ট ফর লুনার সিসমিক অ্যাক্টিভিটি (ILSA)যন্ত্রটি চাঁদের অবতরণের স্থানের চারপাশে ভূমিকম্প পরিমাপ করবে ৷ এর পাশাপাশি চাঁদের ভূ-ত্বক ও আবরণের গঠনকে চিত্রিত করবে ৷ নাসার এলআরএ (লেজার রেট্রোরেফ্লেক্টর অ্যারে) যা চাঁদের গতিশীলতা বোঝার লক্ষ্যে একটি সুস্পষ্ট পরীক্ষা করবে ৷ এই এলআরএতে ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন এবং অ্যাভয়েডেন্স ক্যামেরা-সহ মোট 7টি সেন্সর থাকবে ৷ ল্যান্ডারের 6টি মেকানিজম রয়েছে ৷ যেগুলি হল ল্যান্ডার লেগ, রোভার ব়্যাম্প (প্রাইমারি ও সেকেন্ডারি), রোভার, আইএলএসএ, রম্ভা, চেস্ট পেলোডস, অ্যাম্বিলিক্যাল সংযোগকারী সুরক্ষা ব্যবস্থা ও এক্সব্যান্ড অ্যান্টেনা ৷

গুণগত ও পরিমাণগত মৌলিক বিশ্লেষণের জন্য রোভারের একটি LIBS (লেজার ইনডুসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ) প্রোপালশন মডিউল রয়েছে ৷ এই লিবস রাসায়নিক সংমিশ্রণ বের করতে এবং চন্দ্রপৃষ্ঠ সম্পর্কে আমাদের বোঝার জন্য খনিজ গঠন অনুমান করতে সাহায্য করবে ৷ আলফা পার্টিকেল এক্স-রে স্পেকটোমিটার (এপিএক্সএস) অবতরণ স্থানের চারপাশে চাঁদের মাটি ও শিলাগুলির মৌলিক উপাদান (যেমন ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, পটাসিয়াম, ক্যালসিয়াম, টাইটিয়াম ও আয়রন) কী তা নির্ধারণ করবে ৷

আরও পড়ুন : নির্ধারিত সময়ে চাঁদে অবতরণ করবে বিক্রম, দাবি ইসরোর চেয়ারম্যানের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.